বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১

প্রতিবছর জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছরের ১৪ই এপ্রিল প্রতিবেদনটি প্রকাশিত হয়। এখানে আমরা বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১ এর গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছি।

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১ (1)

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১ঃ বিশ্ব

  • বিশ্বের মোট জনসংখ্যাঃ ৭৮৭.৫০ কোটি
  • জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১ শতাংশ
  • গড় আয়ুঃ নারী-৭৫ বছর; পুরুষ ৭১ বছর
  • সর্বাধিক জন্মহারের দেশঃ বাহরাইন (৪.৩%)
  • সর্বনিম্ন জন্মহারের দেশঃ লিথুনিয়া (১.৫%)
  • বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশঃ চীন
  • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থানঃ ৮ম

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদনে বাংলাদেশ

  • বাংলাদেশের মোট জনসংখ্যাঃ ১৬.৬৩ কোটি
  • জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.১%
  • গড় আয়ুঃ নারী-৭৫ বছর; পুরুষ ৭১ বছর
  • নারীর প্রতি প্রজনন হারঃ ২ জন
  • ৬৫ বা তার বেশি বয়ষের মানুষঃ ৫.৩%

বিশ্বের শীর্ষ ১০ জনবহুল দেশ ও জনসংখ্যা

  1. চীনঃ ১৪৪ কোটি ৪২ লাখ
  2. ভারতঃ ১৩৯ কোটি ৩৪ লাখ
  3. যুক্তরাষ্ট্রঃ ৩৩ কোটি ২৯ লাখ
  4. ইন্দোনেশিয়াঃ ২৭ কোটি ৬৪ লাখ
  5. পাকিস্তানঃ ২২ কোটি ৫২ লাখ
  6. ব্রাজিলঃ ২১ কোটি ৪০ লাখ
  7. লাইজেরিয়াঃ ২১ কোটি ১৪ লাখ
  8. বাংলাদেশঃ ১৬ কোটি ৬৩ লাখ
  9. রাশিয়াঃ ১৪ কোটি ৫৯ লাখ
  10. মেক্সিকোঃ ১৩ কোটি ৩ লাখ

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১ “State of World Population 2021: My Body is My Own: Claiming the right to autonomy and self-determination” শিরোনামে প্রকাশিত হয়। মূল প্রতিবেদনটি এখানে দেখুন

এই পোস্টটি পড়ে আপনার কিছুটা উপকার হলেই আমরা সার্থক। আপনাদের উৎসাহ আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। বাংলায় বিভিন্ন তথ্য উপাত্তমূলক লেখা পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *