আচ্ছা বলুনতো পৃথিবীর সর্বোচ্চ আত্মউন্নয়নমূলক বিক্রিত বই এর নাম কি? উত্তর হচ্ছে Think And Grow Rich। কারণ এটা বিক্রি হয়েছে ১৫০ মিলিয়ন। অনুবাদ,সফট কপি সহ ধরলে ৩০০ মিলিয়ন পেরিয়ে যাবে। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মানুষ কারা? টমাস আলভা এডিসন, হেনরি ফোর্ড, এন্ড্রু কার্নেগি, আব্রাহাম লিংকন এরাই তো, তাইনা? কিন্তু আপনি কি জানেন এ বই লিখার সময় লেখক নেপোলিয়ন হিল সবার ব্যাক্তিগত সাক্ষাতকার নিয়েছে। তার উপর ভিত্তি করে বই টি লিখেছেন।
এখন বুঝতে পেরেছেন কেন এটা গত ৮৫ বছর উপর নিউ ইউর্ক টাইমের সেরা ১০ টি বই ভিতর ১ টি? পুরো পৃথিবীর সেরা ১০ টি আত্মউন্নয়নমূলক বই ভিতর সবার আগে? হিল মারা গেছে অনেক আগে। বর্তমান বিশ্বের সেরা লেখক কারা জানেন? ব্রায়ান ট্রেসি, রবীন শর্মা, স্টিফেন কভি রবার্ট টি কিয়োসাকি। আপনি কষ্ট করে এদের recommendation বই গুলো দেখেন।
সবাই প্রথমে Think And Grow Rich কে সাজেস্ট করছে এরা সবাই। ব্রায়ান ট্রেসির বলেন এ বই তার জীবন পরিবর্তন করে দিয়েছে। রিচ ড্যাড পুওর ড্যাড বই টি নাম সবাই জানে। ওই বই এ থিংক এন্ড গ্রো কে বাধ্যতামূলক ভাবে পড়তে বলা হয়েছে। The monk who sold his ferrari রবীন শর্মার বিখ্যাত বই। এ বিখ্যাত বই এ রবীন শর্মা থিংক এন্ড গ্রো রিচ কে নিয়ে অনেক প্রশংসা করেছেন। প্লিজ সার্চ গুগল, ইউটিউব। তার মানে বিখ্যাত লেখক দের কাছে এ বই টি জনপ্রিয়তার শীর্ষে। বাংলাদেশর সবচেয়ে সফল উদ্যোক্তা মাহমুদুল হাসান সোহাগ। তিনি এ বই টি নিয়ে অনেক প্রশংসা করেছেন।
বই টি সবাইকে পড়তে বলছে। একটা বই লিখতে লেখক কয় বছর গবেষণা করে? সর্বোচ্চ ২ বছর। কিন্তু এ বই ২০ বছর গবেষণার ফসল। যেখানে ৫০০ জন আমেরিকার সেরা ধনী আছে। পৃথিবীর যত মানুষ ব্যার্থ হয় তার পিছনে ৩০ টি কারণ থাকে। সব গুলো কারণ এ বই এ আছে।
আর্থিকভাবে সম্পদশালী হওয়ার ৭ টি স্ট্রাটেজি আছে। যা আগের দিনের পৃথিবীর সেরা ধনী এন্ড্রু কার্নেগি নেপোলিয়ন হিল এর সাক্ষাৎকার তাকে বলেন। যা এ বই এ আছে। ওই সূত্রগুলো টমাস আলভা এডিসন অনেক দিন ধরে গবেষণা করেছেন। তিনি এগুলো কে স্বীকৃতি দিয়েছেন। তাই এইরকম মাস্টারপিস বই পড়া মিস করা উচিত না।