Tsm এর কাজ কি ? টেরিটরি সেলস অফিসারের কাজ কি ? বেতন কত ?

Tsm এর কাজ কি

Tsm এর কাজ কি = Territory Sales officer হলেন একজন এরিয়া সেলস ম্যানেজার । যার উপর সম্পূর্ণ একটি জেলার সেলস কাজের দায়িত্ব অর্পণ করে দেয়া হয় ।  তখন টেরিটরি সেলস অফিসার এর কাজ হলো উক্ত জেলার সকল ডিলার পয়েন্টগুলো পর্যবেক্ষণ ও দেখাশোনা করার দায়িত্ব পালন করা ।  আশা করি বন্ধুরা আপনারা এখন tsm এর কাজ কি তা বুঝতে পেরেছেন ।

 

TSM বা টেরিটরি সেলস ম্যানেজার 

Territory sales officer বা একজন এরিয়া সেলস ম্যানেজার হলেন এমন একজন অফিসার যিনি একটি কোম্পানী বা প্রতিষ্টানের পণ্য সামগ্রী ও সেবার মার্কেটিং কাজের সাথে যুক্ত থাকেন । একজন এরিয়া সেলস অফিসারকে বিভিন্ন কোম্পানী বিভিন্ন নামে ডেকে থাকে যেমন : টিএসও , এমও , টিএমও ইত্যাদি ।

 

Tsm এর কাজ কি বা এরিয়া সেলস অফিসারের কাজ কি ?

একজন টেরিটরি সেলস অফিসার প্রতিষ্টানের পণ্য সামগ্রীর মার্কেটিংয়ের পাশাপাশি কোম্পানীর প্রোডাক্ট ও সার্ভিসের হিসাব – নিকাশ নিয়েও কাজ করে থাকেন ।

হিসাব নিকাশ করা , বিক্রয়ের সমস্যাগুলো সমাধান ও রক্ষণাবেক্ষণ করা , ডিলার পয়েন্ট সেট ও নিয়ন্ত্রণ করাও একজন এরিয়া সেলস ম্যানেজার বা tsm এর কাজ ।

 

অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার এর কাজ কি ?

একজন এসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজারের কাজ হল তার সেলস ম্যানেজারের tsm অফিসারের সহকারি হিসেবে কাজ করা । একজন এসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজারকে সেলস ম্যানেজার এর সকল কাজ জানতে হয় ।

বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো স্নাতকোত্তর পাশে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগ দিয়ে থাকে ।

 

একজন এরিয়া সেলস অফিসার বা tsm এর বেতন কত ?

বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের একজন এরিয়া সেলস অফিসারের বেতন সর্বনিম্ন ১৪,০০০ টাকা থেকে  শুরু হয় ।  তবে প্রতিষ্ঠানভেদে বেতনের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে ।বেতনের সাথে টিএ , এবং ডিএ অর্থাৎ যাতায়াত ভাড়া ও দৈনিক ভাড়া যুক্ত হয়ে তা সর্বোচ্চ ৩০ বা ৩৫ হাজার টাকা হতে পারে ।

Tsm বা এরিয়া সেলস অফিসারের জন্য কি যোগ্যতা প্রয়োজন ?

টেরিটরি সেলস অফিসার পদে চাকরি পেতে আগ্রহী হলে নিচের যোগ্যতাগুলো সম্পর্কে জেনে রাখুন ।

  •  পণ্য ও সেবা বিক্রয় এবং মার্কেটিং করার উপর অভিজ্ঞতা থাকতে হবে ।
  • স্বচ্ছ প্ল্যানিং তৈরি করার দক্ষতা এবং তা বাস্তবায়ন করা জন্য নিজের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকতে হবে ।
  • অন্যান্য জুনিয়র অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার দ্বারা কাজ আদায় করে নিতে হবে ।
  • প্রতিষ্ঠানের সকল পণ্য ও সেবার সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে ।
  • এই পদে চাকরির জন্য স্নাতকোত্তর বা ব্যাচেলর ডিগ্রী থাকাদের অগ্রাধিকার দেয়া হয় ।
  • ২-৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন ।
  • এই পদে চাকরির জন্য বিভিন্ন কোম্পানি বয়সসীমা নির্ধারণ করে দেয় ।  তবে বেশিরভাগ  প্রতিষ্ঠান ২৫ থেকে ৩৫ বয়সসীমার মধ্যে থাকা প্রার্থীদের চাকরিতে নিয়োগ দিয়ে থাকে ।
  • বাংলা এবং ইংরেজিতে কমিউনিকেশন করার মতো দক্ষতা থাকতে হবে ।
  • এছাড়াও প্রবলেম সলভিং, কম্পিউটার স্কিল, নেটওয়ার্কিং এই ধরনের সফট স্কিলগুলো  আপনাকে এই পদে চাকরি পেতে এগিয়ে রাখবে ।

 

সর্বশেষ – Finally

পরিশেষে একজন tsm অফিসারের কাজ হল প্রতিষ্ঠানের পণ্য সামগ্রী ও সেবার মার্কেটিং করার পাশাপাশি বিক্রয়জনিত হিসাব নিকাশ করা এবং তার আয়ত্তে থাকা ডিলার পয়েন্টগুলো নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করা । আজকের “  tsm এর কাজ কি ” বা টেরিটরি সেলস ম্যানেজারের কাজ কি ব্লগ পোষ্টটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ।

 

এছাড়াও নিয়মিত এই ধরনের ব্লগ পোষ্ট পেতে আমাদের সাথে থাকুন । যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে

 

আরো পড়ুন : 

➡️ ডিলারশিপ ব্যবসার আইডিয়া ।

➡️ডাটা এন্ট্রি জবস কি ?

➡️৯টি সেরা অনলাইন টাইপিং জবস

Leave a Reply 1

Your email address will not be published. Required fields are marked *