আপনার মনে হয়তো মাঝে মধ্যে এরকম প্রশ্ন জাগতে পারে যে, “প্রায় একই ফিচার অন্য একটি স্মার্ট ফোনে থাকা সত্ত্বেও মানুষ এত দাম দিয়ে আইফোন কেন ব্যবহার করে?” এই প্রশ্নের একটি সহজ উত্তর হচ্ছে ব্র্যান্ড মূল্য। আমরা দৈনন্দিন অনেক কিছুই যেমন পোশাক, আসবাবপত্র, মোবাইল, গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে ব্র্যান্ড দেখে কিনি। সহজ কথায় বলতে গেলে ব্র্যান্ড বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জরিত।
চলুন আজকে জেনে নেই বিশ্বের সেরা ১০টি ব্র্যান্ড সম্পর্কে।
- অ্যাপল
- গুগল এলএলসি
- মাইক্রোসফট
- এমাজন
- ফেসবুক
- কোকাকোলা
- ডিজনি
- স্যামস্যাং
- লুই ভুইতো
- ম্যাকডোনাল্ডস
১। অ্যাপল
অ্যাপল আমেরিকায় প্রতিষ্ঠিত একটি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। এটি ১৯৭৬ সালের ১লা এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। মুনাফার ভিত্তিতে অ্যাপল বিশ্বের সর্ববৃহত প্রযুক্তি কোম্পানি। এবং ফোর্বসের মতে এটি বিশ্বের সবচেয়ে দামী ব্র্যান্ড। প্রতিষ্ঠান্টির ব্র্যান্ড ভ্যালু প্রায় ২৪১.২ বিলিয়ন মার্কিন ডলার।
২। গুগল এলএলসি
গুগল ইন্টারনেট সেবা ও পণ্য ভিত্তিক প্রতিষ্ঠান। ১৯৯৮ সালের ৮ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন নামের দুইজন ব্যক্তি গুগল নির্মাণ করেন। গুগলের প্রধান সেবা গুগল সার্চ ইঞ্জিন। এটি বিশ্বের সর্বোচ্চ ব্যবহৃত সার্চ ইঞ্জিন। বর্তমানে গুগলের ব্র্যান্ড ভ্যালু প্রায় ২০৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
৩। মাইক্রোসফট্
মাইক্রোসফট্ মার্কিন যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রযুক্তি ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং পল এলেন। কোম্পানিটির বর্তমানে ব্রান্ড ভ্যালু প্রায় ১৬২.৯ বিলিয়ন মার্কিন ডলার।
৪। এমাজন
এমাজন কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা। ১৯৯৪ সালের ৫ জুলাই জেফ বেজস এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এমাজনের অধীনে ১ মিলিয়নের মত কর্মী রয়েছে। প্রতিষ্ঠান্টির ব্র্যান্ড ভ্যালু প্রায় ১৩৫.৪ বিলিয়ন মার্কিন ডলার।
৫। ফেসবুক
২০০৪ সালে প্রতিষ্ঠিত ফেসবুক বিশ্বব্যাপি অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমানে এই প্লাটফর্মটির প্রায় ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে। ২০২০ সালে এসে যদিও প্রতিষ্ঠান্টির ব্র্যান্ড রেভিনিউ প্রায় ২১% হ্রাস পায়, এটি এখনো সারা বিশ্বে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে ৫ম স্থানে রয়েছে। বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৭০.৩ বিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুনঃ
👉 কিভাবে নতুন ব্যবসা শুরু করবেনঃ ৭ টি গুরুত্বপূর্ণ ধাপ
👉বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
৬। কোকাকলা
কোকাকোলা বিশ্বব্যাপি জনপ্রিয় একটি কোমল পানীয় উতপাদনকারী প্রতিষ্ঠান। পানীয়টি সংক্ষেপে কোক নামেও পরিচিত। জন পেম্পারটন নামক একজন ড্রাগিস্ট যুক্ত্রাষ্ট্রের একটি ক্যামিক্যাল কোম্পানিতে বসে কোকাকোলার রেসিপি আবিষ্কার করেছিলেন। বর্তমানে সারা বিশ্ব বাজারে প্রায় ১৬০ কোটি গ্লাস কোক বিক্রি হয়। কোকাকোলা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু প্রায় ৬৪.৪ বিলিয়ন মার্কিন ডলার।
৭। ডিজনি
ডিজনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম সংস্থা। অ্যানিমেশন জগতের একটি সেরা নাম ডিজনি। হলিউডের অসংখ্য বিখ্যাত চলচিত্র নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৬১.৩ বিলিয়ন মার্কিন ডলার।
৮। স্যামসাং
স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুধু মোবাইলের ব্যবসাই করেনা, পাশাপাশি বিজ্ঞাপন, জাহাজ নির্মাণ, বিনির্মাণ, এপারেল, রসায়ন, ইলেক্ট্রনিক কমপোনেন্টস, মেডিকেল ইকুইপমেন্ট, ক্ষুদ্র যন্ত্রপাতি উৎপাদন ও খুচরা ব্যবসা করে থাকে। এটি দক্ষিন কোরিয়ার অর্থনীতিতে বিশেষ অবদান রাখে। স্যামসাং এর বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৫০.৪ বিলিয়ন মার্কিন ডলার।
৯। লুই ভুইতো
লুই ভুইতো ফ্রান্সের একটি বিশ্ব বিখ্যাত ফ্যাশন কোম্পানি। ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান্টি বিশ্বব্যাপি ফ্যাশন জগতের একটি অন্যতম নাম। লুই ভুইতো কোম্পানির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৪৭.২ বিলিয়ন মার্কিন ডলার।
১০। ম্যাকডোনাল্ড’স
ম্যাকডোনাল্ড’স বিশ্বের শীর্শস্থানীয় ফাস্ট ফুড বিক্রেতা প্রতিষ্ঠান। ১৯৪০ সালের ১৫ মে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ম্যাকডোনাল্ড’স-এর সবচেয়ে জনপ্রিয় খাবার হ্যামবার্গার, চিজ বার্গার, চিকেন, ফ্রেন্স ফ্রাই ইত্যাদি। এই কোম্পানির বর্তমান ব্র্যান্ড ভ্যালু প্রায় ৪৬.১ বিলিয়ন মার্কিন ডলার।
#আন্তর্জাতিক বিষয়াবলি