জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা( এনএসআই NSI) নামে পরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান এবং স্বাধীন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এটি । এনএসআই NSI এর প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এনএসআই বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তাসহ, কাউন্টার ইন্টেলিজেন্স এবং বৈদেশিক গোয়েন্দার ক্ষেত্রগুলোতে নেতৃত্বে স্থানীয় ভূমিকা রাখে। এনএসআই হলো বাংলাদেশের অন্যান্য সকল গোয়েন্দা সংস্থা যেমন: প্রতিরক্ষা গোয়েন্দা মহা- পরিদপ্তর, পুলিশের বিশেষ শাখার, সেনা গোয়েন্দা ও গোয়েন্দার মধ্যে অন্যতম বৃহত্তম একটি সংস্থা হল (এনএসআই বা NSI) ।
এনএসআই ওয়াচার কনস্টেবল পদে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কি?- What is the educational qualification and other qualifications for the post of NSI Watcher Constable?
এসএসসি বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
উচ্চতা: ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে ৫ ফুট হলে হবে।বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রয়োজন ৩১-৩৩ ইঞ্চি পর্যন্ত।
এনএসআই ওয়াচার কনস্টেবল এর ট্রেনিং -Training of NSI Watcher Constables
নিয়োগের পর একজন ওয়াচার কনস্টেবল এনএসআই এর ট্রেনিং একাডেমিকসহ বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ পেয়ে থাকেন প্রশিক্ষণার্থী কনস্টেবল হিসেবে। তবে বিভিন্ন বিভাগে সেবা প্রদান করার সময় প্রশিক্ষণার্থী কনস্টেবলরা তাদের দক্ষতা বিকাশ ও পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য পরিষেবা প্রশিক্ষণ কোর্স করে থাকে।
এগুলোর মধ্যে রয়েছে যেমন: ইমিগ্রেশন অরেন্টেশন কোর্স, বেসিক নজরদারি কোর্স, এসবি সুরক্ষা কর্মকর্তাদের জন্য অরেন্টেশন কোর্স,এস সিও অফিসারদের জন্য মেডিসিন কোর্স এবং ট্রেনিং স্কুল পরিচালিত পাসপোর্ট ভেরিফিকেশন কোর্স ইত্যাদি পরিষেবা হিসেবে করানো হয়ে থাকে।
কনস্টেবলরা বাংলাদেশের টিডিএস ইন ঢাকা, এম ডি ডি এস জামালপুর, বিআরটিএ ও বাংলাদেশ-জার্মান এবং বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুলিশ টেলিকম পরীক্ষক বিদ্যালয়ে কম্পিউটার প্রশিক্ষণ খরচসহ বাংলা একাডেমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিভিন্ন ধরনের ইন সার্ভিস সেন্টারে ড্রাইভিং কোর্সে অংশ নিতে পারবেন।
ওয়াচার কনস্টেবল এর বেতন কত?-What is the salary of a watcher constable?
বাংলাদেশ সরকারের ১৭ তম গ্রেডের একটি চাকরি হলো ওয়াচার কনস্টেবল। তাই সরকার নির্ধারিত ওয়াচার কনস্টেবল বেতন স্কেল হল:৯০০০-২১,৮০০ টাকা বা সর্ব্বোচ্চ ২১,৮০০ টাকা ।
এনএসআই ওয়াচার কনস্টেবল এর কাজ কি ?-What is the job of an NSI Watcher Constable?
ওয়াচ থেকে ওয়াচার । মূলত একজন ওয়াচার কনস্টেবল এর কাজ হচ্ছে নজরদারি করা এবং পাহারা দেওয়া। সহজ ভাষায় বলতে গেলে ধরুন আপনি একজন এনএসআইয়ের ফিল্ড এজেন্ট। আপনার উর্দ্ধতন কর্মকর্তা বস বা একজন কেস অফিসার( এসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর এখানে যে কেউ হতে পারে)আপনাকে একটি অ্যাসাইনমেন্ট দিল।
এবং এই এসাইনমেন্টটি হল যে দেশের অভ্যন্তরে কাজ করা এক বিদেশি এনজিওর হাঁড়ির খবর টুকু পর্যন্ত বের করে আনা। এখন এই কাজটি করতে হলে সেই বিদেশী কেন্দ্রীয় সদস্য থেকে কর্মকর্তাদের গতিবিধির উপর আপনার নজরদারি রাখতে হবে।
এখানে আপনি আপনার এড্রেস কে কাজে লাগিয়ে অফিশিয়াল সোর্স বা আপনার রিক্রুট করার সহজ যারা আনঅফিসিয়ালি কাজ করে আর শুধু আপনার জন্যই কাজ করবে একটা লিড পেলেন ।
আপনি যদি ওই বিদেশি এনজিওর ওপর সরাসরি নজরদারি চালাতে জান বা রক্ষণাবেক্ষণ করতে চান তাহলে অনেক ঝামেলা হতে পারে। সেজন্য আপনাকে একজন ওয়াচার কনস্টেবল নিয়োগ দিতে হবে যাতে সে ওই সংস্থাটির গতিবিধি নজরদারি বা রক্ষণাবেক্ষণ করতে পারে।
মোট কথা হল যে একজন ওয়াচার কনস্টেবল এর কাজ হচ্ছে তার উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী কোন ব্যক্তি, এনজিও, গোষ্ঠী, অফিস বা কোনো ভবনের ওপর নজরদারি করে প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করা। ইন্টেলের এই দুনিয়ায় ওয়াচার কনস্টেবল পদের কাজ করা মানুষদের বেতন কম হলেও এদের প্রয়োজনীতা অনেক বেশি।
ওয়াচার কনস্টেবল পদের চাকরিপ্রার্থীদের পদোন্নতি কিভাবে হয়?-How are the aspirants promoted to the post of Watcher Constable?
ওয়াচার কনস্টেবল পদের নিয়োগ টি হল বাংলাদেশ সরকারের নির্ধারিত ১৭ তম গ্রেডের একটি চাকরি। এবং ওয়াচার কনস্টেবল থেকে ১৫ তম গ্রেডে উন্নীত করার অনেক সুযোগ রয়েছে । যদিও এটি অনেক পরিশ্রমের একটি ব্যাপার আপনার দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ১৫ তম গ্রেডে উন্নতি করতে পারবেন।
ওয়াচার কনস্টেবল এর পোস্ট কোথায় দেওয়া হয়?-Where is the post of Watcher Constable given?
ওয়াচার কনস্টেবল নিয়োগ প্রার্থীদের সাধারণত দুই জায়গায় পোস্টিং দেওয়া হয়।
১। কারাগারের ভেতর অর্থাৎ কারাগারে যে সকল লোক গুলো বন্দি রয়েছে তাদের দেখাশোনা এবং এদের দায়িত্বে নিয়োজিত থাকা।
২। ফিল্ড অফিসারের আওতায় ফিল্ডে (মাঠে)পোস্টিং দেওয়া হয়ে থাকে।
ওয়াচার কনস্টেবল এর নিয়োগ পরীক্ষা mcq নাকি লিখিত হয়?-Recruitment test of Watcher Constable is mcq or written?
এনএসআই এর নিয়োগ পরীক্ষার টি এমন একটি নিয়োগ পরীক্ষা যে কোন কিছুই সাধারণ মানুষের কাছে জানা নেই। মানে হল এনএসআই নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস কেমন হবে, পরীক্ষা কেমন হবে, কি কি বিষয় থেকে প্রশ্ন আসতে পারে ইত্যাদি তা কিছুই নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকেনা।
যেখানে অন্য সকল নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে পরীক্ষা কেমন হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে মোটামুটি একটি ধারণা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে। কিন্তু এনএসআই নিয়োগ পরীক্ষা সম্পন্ন ব্যতিক্রম এদের নিজস্ব কোন সিলেবাসে নেই।
সবার একই প্রশ্ন যে ওয়াচার কনস্টেবল এর পরীক্ষা কিভাবে নেওয়া হয়? বা পরীক্ষার প্রশ্ন গুলো কোন কোন বিষয় থেকে আসে ইত্যাদি ।আসলে এই প্রশ্নগুলোর উত্তর সম্ভবত সঠিকভাবে কারো কাছে জানা নেই।
তবে পূর্বের অভিজ্ঞতাগুলো দেখে বলা যায় যে এনএসআই এর নিয়োগ পরীক্ষা গুলো লিখিত পরীক্ষা হওয়ার সুযোগ অনেক কম শুধু মাত্র mcq পরীক্ষার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেহেতু এনিয়ে পরীক্ষাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের একটি পরীক্ষা সেহেতু লিখিত পরীক্ষা হওয়া খুবই কম। তবে কিছু ব্যবহারিক পরীক্ষা থাকতে পারে।
এনএসআই ওয়াচার কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোন কোন বিষয় পড়তে হয়?-What subjects should be read to prepare for the NSI Watcher Constable Exam?
এনএসআই ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি চাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে গাইড গুলো রয়েছে বা সম্প্রতি নিবন্ধনের জন্য যে গাইডগুলো রয়েছে সেই গাইডগুলো সংগ্রহ করে পড়তে পারেন। যদিও ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে তবে আমার বিশ্বাস এ গাইড গুলো পড়লে ওয়াচার কনস্টেবল এর পরীক্ষার জন্য প্রস্তুতি অনেক ভালো হবে।
মান বন্টন:Distribution
- বাংলা -১০
- ইংরেজী-১০
- গণিত -১৫
- সাধারণ জ্ঞান-১৫
- বিজ্ঞান -১০
- কম্পিউটার-১০
- আইকিউ -১০
পরিশেষে-Finally
ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো গুরুপাক করেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরও যদি ওয়াচার কনস্টেবল নিয়ে আপনাদের কোন কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।
যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর বা সমাধান দেয়ার চেষ্টা করব। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের জানাতে সহযোগিতা করুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ফেইসবুকে ধন্যবাদ।
আরো পড়ুন :