নোবেল পুরস্কার ২০২২

নোবেল পুরস্কার ২০২২

২০২২ সালের ৬ অক্টোবর ঘোষণা করা হয় এ বছরের নোবেল পুরস্কার। প্রতিবছরের ন্যায় এবছরও চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। মোট ১২ জন ব্যক্তি ও ২টি সংস্থা এ পুরস্কার অর্জন করে। চলুন জেনে নেই ২০২২ সালের নোবেল পুরস্কার প্রাপ্তদের সম্পর্কে।

নোবেল পুরস্কার ২০২২ঃ বিস্তারিত

নিম্নে ২০২২ সালে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ও তাদের অবদান উল্লেখ করা হলো।

সাহিত্য

নাম অবদান
অ্যানি আরনোসাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচিত হয়েছে অ্যানি আরনোর কথা সাহিত্যে

🔰প্রথম ফরাসি নারী সাহিত্যিক হিসেবে অ্যানি আরনো নোবেল পুরস্কার লাভ করেন

🔰উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ La place, Les amories vides, Les annees ইত্যাদি

🔰তিনি ফ্রান্সের নাগরিক

চিকিৎসা বিজ্ঞান

নাম অবদান
সোয়ান্তে প্যাবোবিলুপ্ত হোমিনিনদের জিনোম এবং মানব বিবর্তনবিষয়ক গবেষণা

🔰তিনি সুইডেনের নাগরিক

পদার্থ বিজ্ঞান

নামঅবদান
১। অ্যালাইন অ্যাসপেক্ট
২। জন এফ ক্লজার
৩। অ্যান্টন জেলিঙ্গার
বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্যবিজ্ঞান গবেষণায় অবদান

🔰অ্যালাইন অ্যাসপেক্ট ফ্রান্সের, জন এফ ক্লজার যুক্তরাষ্ট্রের এবং অ্যান্টন জেলিঙ্গার অস্ট্রিয়ার নাগরিক

🔰তাদের গবেষণা নতুন প্রজন্মের কম্পিউটার ও যোগাযোগ সরঞ্জাম তৈরিতে অবদান রাখবে

আরও পড়ুনঃ
📖বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২
📖পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

রসায়ন

নামঅবদান
১। ক্যারোলিন আর বার্তোজ্জি
২। মর্টেন মেলডাল
৩। কে ব্যারি শার্পলেস
ক্লিক রসায়ন এবং বায়োঅর্থগোনাল রসায়নে উন্নয়নে অসামান্য অবদানের জন্য

🔰ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের এবং মর্টেন মেলডাল ডেনমার্কের নাগরিক

🔰কে ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। অর্থাৎ এবছর দ্বিতীয়বারের মত তিনি রসায়নে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন।

অর্থনীতি

নামঅবদান
১। বেন এস বার্নানকে
২। ডগলাস ডব্লিউ ডায়মন্ড
৩। ফিলিপ এইচ ডিবভিগ
ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য

🔰তারা তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক

শান্তি

নামঅবদান
১। অ্যালেস বিয়ালিয়াতস্কি
২। মেমোরিয়াল (সংস্থা)
৩। সেন্টার ফর সিভিল লিবার্টিস (সংস্থা)
বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে ভুমিকা রাখার জন্য

🔰অ্যালেস বিয়ালিয়াতস্কি রাশিয়ার নাগরিক; মেমোরিয়াল রাশিয়া ভিত্তিক এবং সেন্টার ফর সিভিল লিবার্টিস ইউক্রেন ভিত্তিক সংস্থা

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *