২০২২ সালের ৬ অক্টোবর ঘোষণা করা হয় এ বছরের নোবেল পুরস্কার। প্রতিবছরের ন্যায় এবছরও চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। মোট ১২ জন ব্যক্তি ও ২টি সংস্থা এ পুরস্কার অর্জন করে। চলুন জেনে নেই ২০২২ সালের নোবেল পুরস্কার প্রাপ্তদের সম্পর্কে।
নোবেল পুরস্কার ২০২২ঃ বিস্তারিত
নিম্নে ২০২২ সালে নোবেল পুরস্কার প্রাপ্তদের নাম ও তাদের অবদান উল্লেখ করা হলো।
সাহিত্য
নাম | অবদান |
অ্যানি আরনো | সাহস ও তীক্ষ্ণতার মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শেকড়, বিচ্ছিন্নতা ও সম্মিলিত সংযম উন্মোচিত হয়েছে অ্যানি আরনোর কথা সাহিত্যে |
🔰প্রথম ফরাসি নারী সাহিত্যিক হিসেবে অ্যানি আরনো নোবেল পুরস্কার লাভ করেন
🔰উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ La place, Les amories vides, Les annees ইত্যাদি
🔰তিনি ফ্রান্সের নাগরিক
চিকিৎসা বিজ্ঞান
নাম | অবদান |
সোয়ান্তে প্যাবো | বিলুপ্ত হোমিনিনদের জিনোম এবং মানব বিবর্তনবিষয়ক গবেষণা |
🔰তিনি সুইডেনের নাগরিক
পদার্থ বিজ্ঞান
নাম | অবদান |
১। অ্যালাইন অ্যাসপেক্ট ২। জন এফ ক্লজার ৩। অ্যান্টন জেলিঙ্গার | বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্যবিজ্ঞান গবেষণায় অবদান |
🔰অ্যালাইন অ্যাসপেক্ট ফ্রান্সের, জন এফ ক্লজার যুক্তরাষ্ট্রের এবং অ্যান্টন জেলিঙ্গার অস্ট্রিয়ার নাগরিক
🔰তাদের গবেষণা নতুন প্রজন্মের কম্পিউটার ও যোগাযোগ সরঞ্জাম তৈরিতে অবদান রাখবে
আরও পড়ুনঃ
📖বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২
📖পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
রসায়ন
নাম | অবদান |
১। ক্যারোলিন আর বার্তোজ্জি ২। মর্টেন মেলডাল ৩। কে ব্যারি শার্পলেস | ক্লিক রসায়ন এবং বায়োঅর্থগোনাল রসায়নে উন্নয়নে অসামান্য অবদানের জন্য |
🔰ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের এবং মর্টেন মেলডাল ডেনমার্কের নাগরিক
🔰কে ব্যারি শার্পলেস এর আগে ২০০১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। অর্থাৎ এবছর দ্বিতীয়বারের মত তিনি রসায়নে অবদানের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন।
অর্থনীতি
নাম | অবদান |
১। বেন এস বার্নানকে ২। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ৩। ফিলিপ এইচ ডিবভিগ | ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণার জন্য |
🔰তারা তিনজনই যুক্তরাষ্ট্রের নাগরিক
শান্তি
নাম | অবদান |
১। অ্যালেস বিয়ালিয়াতস্কি ২। মেমোরিয়াল (সংস্থা) ৩। সেন্টার ফর সিভিল লিবার্টিস (সংস্থা) | বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে ভুমিকা রাখার জন্য |
🔰অ্যালেস বিয়ালিয়াতস্কি রাশিয়ার নাগরিক; মেমোরিয়াল রাশিয়া ভিত্তিক এবং সেন্টার ফর সিভিল লিবার্টিস ইউক্রেন ভিত্তিক সংস্থা
#আন্তর্জাতিক বিষয়াবলি