এখন পর্যন্ত বিশ্বের সবথেকে সম্মানজনক পুরস্কারের নাম – ‘নোবেল’। সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে তাদের অবদানের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ক্রোনার। বর্তমানে মোট ছয়টি বিসয়ে এ পুরস্কার দেয়া হয়-
১। চিকিৎসা | ৪।রসায়ন |
২। শান্তি | ৫। পদার্থ |
৩। সাহিত্য | ৬। অর্থনীতি |
নোবেল পুরস্কার ২০২১ এর পুরস্কারপ্রাপ্তদের নিয়ে আমাদের এই আয়োজন।

নোবেল পুরস্কার ২০২১ঃ গুরুত্বপূর্ণ তথ্য
এ বছরের পুরস্কার ঘোষণা করা হয় ৪ অক্টোবর ২০২১। মোট বিজয়ী ১৩ জন এবং এর মধ্যে ১২ জন পুরুশ ও ১ জন নারী। এ বছরের সর্বকনিষ্ঠ বিজয়ী ডেভিড ম্যাকমিলান (৫৩ বছর) এবং বায়োজেষ্ঠ্য বিজয়ী সুকুরো মানাবে (৯০ বছর)।
আরও পড়ুনঃ
👉বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১
বিষয় | বিজয়ী | অবদান |
---|---|---|
চিকিৎসা | ১। ডেভিড জুলিয়াস ২। আর্ডেম পাটাপুটিয়ান | মানুষের উষ্ণতা এবং স্পর্শের অনুভুতি বুঝতে পারার রিসেপ্টর আবিস্কার |
পদার্থবিদ্যা | ১। সুকুরো মানাবে ২। ক্লাউস হাসেলমান ৩। জর্জিও পারিসি | ফিজিক্যাল কমপ্লেক্স সিস্টেম বা জটিল ভৌত ব্যবস্থা নিয়ে গবেষণা |
অর্থনীতি | ১।ডেভিড কার্ড ২। জোশুয়া ডি এংরিস্ট ৩। গুইডো ডব্লিউ ইমবেনস | শ্রমবাজার এবং প্রকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরুপন করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধান |
সাহিত্য | আবদুলরাজাক গুরনাহ | শরনার্থীদের জীবনের নানা দুখ-দূর্দশার কথা তার লেখনির মাধ্যমে তুলে ধরেছেন |
রসায়ন | ১।বেঞ্জামিন লিস্ট ২। ডেভিড উইলিয়াম ক্রস ম্যাকমিলান | এসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিস্কার |
শান্তি | ১। মারিয়া রেসা ২। দিমিত্রি মুরাতভ | মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ভুমিকা রাখার জন্য |