নির্মলেন্দু গুণকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়। তিনি ষাটের দশকে কবিতা রচনা করেন এবং পরের দশকেই তরুনদের নিকট ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। সত্তরের দশক থেকে তার জনপ্রিয়তা এখনও কমেনি। তার অনুপ্রেরনায় বাংলাদেশে অনেক তরুন কবি জন্ম হয়। কবিতা লেখার পাশাপাশি তিনি শখের বশে ছবি আকেন। ২০০৯ সালে পাবলিক লাইব্রেরীর সামনে তার ছবির প্রদর্শনী হয়।
আসুন, নির্মলেন্দু গুন সম্পর্কে বিসিএস, ব্যাংকসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেয়া যাক।
নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
কাব্যগ্রন্থ
- প্রেমাংশুর রক্ত চাই (১৯৭০)
- না প্রেমিক না বিপ্লবী (১৯৭২)
- চৈত্রের ভালোবাসা (১৯৭৫)
- ও বন্ধু আমার (১৯৭৫)
- আনন্দ কুসুম (১৯৭৬)
- বাংলার মাটি বাংলার জল (১৯৭৮)
- চাষাভুষার কাব্য (১৯৮১)
- অচল পদাবলী (১৯৮২)
- পৃথিবীজোড়া গান (১৯৮২)
- দূর হ দুঃশাসন (১৯৮৩)
- নির্বাচিতা (১৯৮৩)
- শান্তির ডিক্রি (১৯৮৪)
- নেই কেন সেই পাখি (১৯৮৫)
- দুঃখ করো না, বাঁচো (১৯৮৭)
- প্রিয় নারী হারানো কবিতা (১৯৯৬)
- ইত্যাদি
অন্যান্য গ্রন্থ
- আপন দলের মানুষ (গল্পগ্রন্থ)
- সোনার কুঠার (ছড়ার বই)
- রক্ত আর ফুলগুলি (অনুবাদ গ্রন্থ)
- আমার ছেলেবেলা (আত্মজীবনী)
- আমার কণ্ঠস্বর (আত্মজীবনী)
- আত্মকথা (আত্মজীবনী)
নির্মলেন্দু গুণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
- নির্মলেন্দু গুণের জন্মতারিখ কত?
- ২১শে জুন, ১৯৪৫
- তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
- কাশবন, নেত্রকোনা
- নির্মলেন্দু গুণের ডাক নাম কী?
- রতন
- তিনি মূলত কী হিসেবে পরিচিত?
- কবি
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
- নির্মলেন্দু গুণ
- তার প্রতিষ্ঠিত স্কুলের নাম কী?
- কাশবন বিদ্যানিকেতন
- নির্মলেন্দু গুণ কী কী পুরষ্কার লাভ করেন?
- বাংলা একাডেমি পুরষ্কার (১৯৮২)
- আলাওল সাহিত্য পুরষ্কার (১৯৮২)
- কবি হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণপদক (১৯৯৭)
- আবুল মনসুর আহমদ পদক (২০০০)
- একুশে পদক (২০০১)
- জাতীয় কবিতা পরিষদ পুরষ্কার (২০০৪)
- স্বাধীনতা পুরষ্কার (২০১৬)
- ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ – কবিতাটি কে রচনা করেন?
- নির্মলেন্দু গুণ
- তার সম্পূর্ণ নাম কী?
- নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
- নির্মলেন্দু গুণের অনুবাদ গ্রন্থ কোনটি?
- রক্ত আর ফুলগুলি
বাংলা সাহিত্যঃ লেখক পরিচিতি
👉👉 শামসুর রহমান
👉👉 কবি কায়কোবাদ
#চাকরির প্রস্তুতি #নির্মলেন্দু গুণ