আমালে কুরআনী

  • লেখক : হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ
  • প্রকাশনী : আল-মদিনা লাইব্রেরী
  • বিষয় : ইসলামী চিকিৎসা
  • অনুবাদক : মুফতী আবদুল মালেক
  • পৃষ্ঠা : 176, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Published, 2022
  • ভাষা : বাংলা

নামাযের প্রতি আগ্রহ ও একাগ্রতা সৃষ্টির আমল

বৃহস্পতিবার দিবাগত মাঝরাতে জেগে পবিত্র হয়ে দুই রাকাত নফল নামায পড়বে। এরপর নিচের আয়াত চীনা পাত্রের উপর জাফরান ও গোলাপজল দিয়ে লিখবে। পরে পাত্রটি পানি দিয়ে ধুবে এবং ওই পানির উপর নিচের আয়াত আবার ৭ বার পড়ে দম করে রেখে দেবে। ফজরের নামায শেষে ওই পানির উপর সূরা ইনশিরাহ পড়ে ফুঁ দেবে এবং নামাযের প্রতি আগ্রহ ও একাগ্রতা সৃষ্টির জন্য দুআ করবে। তাহলে অলসতা, ক্লান্তি, অরসাদ চলে যাবে। সৎকাজে আগ্রহ ও নামাযের প্রতি গভীর মনোযোগ সৃষ্টি হবে। ওই পানি পান করলে ইনশাআল্লাহ তার উক্ত উদ্দেশ্য পূর্ণ হবে।


قل ادعوا الله أو ادعوا الرحمن آيا ما تدعوا قلة الأسماء الحسنى ولا تجير بصلاتك و لا تخافت بها و ابتغ بين ذلك سبيلا و قل الحمد لله الذي لم يتخذ ولدا و لم يكن له شريك في الملك ولم يكن له ولا من الذل و كبر
تكبيرات
সূরা ইনশিরাহ
بسم الله الرحمن الرحيم
الم نشرح لك صدرك و وضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعت لك ذكرك فإن مع العسر يسراة إن مع العسر يسران فإذا فرغت فا نصب و إلى ربك فارغبه

হেদায়াত লাভের আমল

১ম আমল : সূরা ইখলাস নিয়মিত সকাল-সন্ধ্যা পাঠ করলে শিরক ও বেঈমানী থেকে নিরাপদ থাকবে।

২য় আমল : জনৈক মিসরীয় বুযুর্গ বর্ণনা করেন, একবার এক মুসলমানের নিকট একজন বিধর্মী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করে, “তোমাদের কুরআনে কি এমন কিছু আছে, যা আমার মনকে বদলে দিতে পারবে এবং আমি মুসলমান হয়ে যেতে পারব?” উত্তরে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই আছে। এরপর তিনি তাকে সূরা ঔficial কাগজে লিখে পানি দিয়ে ধুয়ে ওই পানি পান করান। ফলে সে মুসলমান হয়ে যায়।

নবীজীর যিয়ারত লাভের আমল

বৃহস্পতিবার দিবাগত রাতে সূরা কাউসার ১০০০ বার এবং দুরূদ শরীফ ১০০০ বার পড়লে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হবে। بسم الله الرحمن الرحيم انا اعطينك الكوثر فصل لربك وانحرف إن شانئك هو الابتر

কুরআন মাজীদ সহজে হেফ্য করার আমল

সূরা মুদ্দাসসির পাঠ করে কুরআন হেফয করার দুআ করলে ইনশাআল্লাহ হেফয করা সহজ হয়ে যাবে। সূরাটি ২৯ পারাতে আছে।

অন্তরে নূর সৃষ্টি করার আমল
১ম আমল : প্রতি ওয়াক্ত নামাযের পর ১১ বার নিচের আয়াতটি পাঠ করলে মনের মধ্যে দৃঢ়তা ও স্থিতিশীলতা পয়দা হয়।
فاستقم كما أمرت و من تاب معك
২য় আমল :;\ (আলো দানকারী) এ নামের জিকির করলে কলবের মধ্যে নূর পয়দা হয়।

৩য় আমল : এক শুক্রবার সম্পূর্ণ সূরা কাফ তিলাওয়াত করলে পরবর্তী শুক্রবার পর্যন্ত অন্তর নূরে নূরান্বিত থাকে। আর এ সূরার প্রথম ১০ আয়াত দৈনিক নিয়মিত পাঠ করলে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে। সূরাটি ১৫ পারাতে আছে।

নিজের চাহিদামতো নির্দিষ্ট সময়ে ঘুম হতে জাগ্রত হওয়ার আমল ১ম আমল : জনৈক বুযুর্গ বলেন, ‘কোনো লোক যদি নিজের চাহিদামতো নির্দিষ্ট সময়ে ঘুম হতে জাগ্রত হতে চায়, তাহলে সে নিম্নোক্ত আয়াতটি পাঠ করে ঘুমালে সে যেই সময়ে উঠতে চাইবে, আল্লাহর ইচ্ছায় সেই সময়েই তার ঘুম ভেঙে যাবে।’
وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبرهم مصلى و عهدنا إلى إبرهم وإسمعيل أن ظهرا بيتي للطايفين والكفين والركع السجود
স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি বাইতুল্লাহকে বিচরণ ও নিরাপদ স্থল করেছিলাম। তোমরা মাকামে ইবরাহীমকে নামাযের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইবরাহীম ও ইসমাইল আ.-এর প্রতি হুকুম দিয়েছিলাম, যেন তারা আমার এ ঘর পাক-পবিত্র রাখে বহিরাগত ও স্থানীয় লোকদের বন্দেগীর জন্য এবং রুকু ও সিজদাকারীদের জন্য। (১ পারা, ১৫ রুকু)
২য় আমল : যে ব্যক্তি নিচের আয়াতগুলি নিয়মিত পাঠ করবে, তার ঈমান দৃঢ় হবে। কোনো কাষ্ঠপাত্রে লিখে যমযমের পানি দ্বারা ধুয়ে তা পান করে ঘুমালে যখন জাগ্রত হতে ইচ্ছা করবে, তখনই তার নিদ্রা ভেঙে যাবে।
إن في خلق السموات و الارض و اختلاف اليل و النهار لايت لأولي الألباب – الذين يذكرون الله فيما وقعودا و على جنوبهم ويتفكرون في خلق السموت و الأرض ربنا ما خلقت هذا باطلا سبحتك فقنا عذاب النارك ربنا إنت من تدخل النار فقد أخريته وما للقيمين من انصاره ربنا إننا سبعة مندي


মুকাম্মাল মুদাল্লাল আমালে কুরআনী
ينادي للإيمان أن أمنوا بربكم فأمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سياتنا وتوفنا مع الابرارك ربنا و أينا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيمة إنك لا تخلف الميعاده
কবরের আযাব থেকে মুক্তির আমল
সূরা মুলক সর্বদা পড়লে কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। এটি ২৯ পারায় রয়েছে।
কিয়ামত দিবসে চেহারা অতি উজ্জ্বল হওয়ার আমল
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাযের পর নিম্নোক্ত আয়াতটি ১১ বার পাঠ করে হাতের আঙুলে দম করে নিজের চেহারা মুছে নেবে, ইনশাআল্লাহ রোজ إنه هو البر الرحيم | O CDR SET R *
জাহান্নাম থেকে মুক্তির আমল যে ব্যক্তি নিম্নোক্ত সাতটি হা-মীম (আয়াত) পড়বে, তার জন্য জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে।


حمة تنزيل الكتب من الله العزيز العليم
حدة تنزيل من الرحمن الرحيم
حمن عشق
حدة والكتب المبينة حمن تنزيل الكتب من الله العزيز العليم
حمل إنا أنزلته في ليلة ماركة إلا لنا منذرين
حمة تنزيل الكتب من الله العزيز الحكيم


Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *