Title : Keep Going
Author : Austin Kleon
Page Numbers : 158
Review Credit : Moniruzzaman Monir
সবার জীবনে এমন একটা সময় আসে যখন দায়িত্ব ও কাজের চাপে নিজের জন্য সময় কমে যায়। দিনভর কাজ শেষে যেটুকু সময় বাচে সেইটুকু সময়টাতেও আমাদের মনোযোগ চলে যায় সোশাল মিডিয়া, টেলিভিশন বা এমনই কিছু জায়গায় যেগুলোর আমাদের জীবনমান উন্নয়নে ভুমিকা বেশ নগন্য। এর ফলে একটা সময় পর আমাদের উৎকর্ষতা, সৃজনশীলতা ভুলে যাই। আমাদের থেকে নতুন কিছু তৈরি হয়না। জীবন একটা গৎবাধা চক্রে ফেসে যায়।
অস্টিন ক্লেয়নের লেখা এই বইটিতে জীবন মান উন্নয়ন ও নিজের সৃজশীলতা ধরে রাখার জন্য কতগুলো ছোট ছোট টিপস নিয়ে আলোচনা করা হয়েছে। খুব সহজ ভাষায় লেখক তার কিছু দর্শন তুলে ধরেছেন যেগুলো আসলেই চিন্তা করার মত। লেখকের প্রথম বই Steel Like an Artist এ তিনি বলেছেন কিভাবে নিজের অভিষ্ঠ লক্ষ্যে পৌছানো যায়। সেই বইয়ের পর তার এই ২য় বইটিতে কিভাবে নিজের সৃজনশীলতা ও মননশীলতা টিকিয়ে রেখে লক্ষ্যে পৌছাবার পর থেমে না গিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায় সেই নিয়ে কথা বলেছেন। বইটি থেকে পাওয়া আমার পছন্দের কিছু পয়েন্ট নিচে তুলে ধরলাম।
𝑬𝒗𝒆𝒓𝒚𝒃𝒐𝒅𝒚 𝒈𝒆𝒕𝒔 𝒔𝒐 𝒎𝒖𝒄𝒉 𝒊𝒏𝒇𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏 𝒂𝒍𝒍 𝒅𝒂𝒚 𝒍𝒐𝒏𝒈 𝒕𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆𝒚 𝒍𝒐𝒔𝒆 𝒕𝒉𝒆𝒊𝒓 𝒄𝒐𝒎𝒎𝒐𝒏 𝒔𝒆𝒏𝒔𝒆. -𝑮𝒆𝒓𝒕𝒓𝒖𝒅𝒆 𝑺𝒕𝒆𝒊𝒏
এখনকার দিনে আমরা যতক্ষন জেগে থাকি আমাদের মস্তিস্ককে কিছু না কিছু নিয়ে ব্যাস্ত রাখি আর তার বেশিরভাগ ক্ষেত্রেই অনুৎপাদশীল অসৃজনশীল কাজে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কাজ শেষে আমরা বসে যাই টেলিভিশন দেখতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘাটতে। ঘুমাতে যাবার সময় ফেসবুক স্ক্রল করতে করতে ঘুমাই। এতে যেটা হয় আমাদের ভেতরের সৃজনশীল সত্তাটাকে আমরা আর জেগে উঠার সময় দেইনা বা গঠনমূলক চিন্তা ও কাজ করার মত সময় আমাদের থাকে না। তাই আমাদের কিছু সময় এই সব ডিস্ট্রাকশনমূলক কর্মকান্ড থেকে যতটা সম্ভব দুরে থাকা উচিত।
𝑴𝒂𝒌𝒆 𝑨 𝑳𝒊𝒔𝒕
আমরা প্রায় সবসময়ই কিছু না কিছু করার প্ল্যান করি। কখনও কখনও কিছু সৃজনশীল আইডিয়া মাথায় আসে যেগুলো আমাদের নিজেদের বা অন্যদের জীবনে কিছু উপকার বয়ে আনতে পারে। আমরা সেগুলো করবো করবো করে আর করা হয়ে উঠে না। যেমন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জীবনে কখনও না কখনও শরির ঠিক রাখতে এক্সারাসাইজ করার চিন্তা করেছে। কিন্তু আর করা হয়নি। আজ না কাল করতে করতে একসময় আমরা ভুলেই যাই সে কথা। অথবা ধরা যাক ড্রাইভিং শেখা। হয়ত প্ল্যান করলাম কিন্তু পরে ব্যাস্ততার চাপে ভুলে গেলাম। তাই এই সকল কাজ কোন নোটবুক বা ডায়রিতে লিখে রাখা উচিত।
𝑽𝒊𝒔𝒊𝒕 𝑻𝒉𝒆 𝑷𝒂𝒔𝒕
মানব সভ্যতার ইতিহাস বহুদিনের। আপনি আজ যে সমস্যার মুখোমুখি হয়েছেন বহুকাল আগে আপনার মতই অন্য কেউও একই ধরনের সমস্যার মোকাবেলা করেছে। অন্তত সেই সম্ভাবনাই বেশি। তাই পুরোনো বই পড়ুন। রিসার্চ এ সময় দিন। হয়ত আপনার সমস্যায় মুখোমুখি হবার পূর্বেই সেই সমস্যার সমাধান ইতিমধ্যেই কেউ কোথাও উল্লেখ করেছেন।
𝑳𝒊𝒌𝒆 𝑴𝒊𝒏𝒅𝒆𝒅 𝑽𝒔 𝑳𝒊𝒌𝒆 𝑯𝒆𝒂𝒓𝒕𝒆𝒅
আমরা যা চিন্তা করি তার উপর আমাদের আশে পাশে থাকা অন্য মানুষের চিন্তা, কথা ও কাজের প্রভাব থাকে। যদি আমরা সমমনা অর্থাৎ আমাদের মতেই চিন্তাভাবনা করে শুধু এমন মানুষের সাথেই মিশি তাহলে আমাদের চিন্তা চেতনায় বৈচিত্র আসবে না। ফলে তৈরি হবে নতুন কিছু। সৃজনশীল কাজে নতুন ধারনার সূত্রপাত তখনই ঘটবে যখন আমরা ভিন্ন ভিন্ন ধারনার মুখোমুখি হব। তাই আমাদের সব ধরনের মানুষের সাথেই মিশতে হবে।
𝑳𝒆𝒂𝒗𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈𝒔 𝒃𝒆𝒕𝒕𝒆𝒓 𝒕𝒉𝒂𝒏 𝒚𝒐𝒖 𝒇𝒐𝒖𝒏𝒅 𝒕𝒉𝒆𝒎.
একটা কথা প্রায়ই বলা হয় যে পৃথিবীতে নিজের ছাপ ছেড়ে যাওয়া উচিত। এমন কিছু করা উচিত যাতে সবাই আপনাকে মনে রাখে। মানবসভ্যতা জ্ঞান বিজ্ঞানে এতদুর এগিয়ে গেছে যে এখন আর এমন মৌলিক কিছু তৈরি করার সম্ভাবনা খুব কম যার কারনে আপনি চিরস্মরনীয় হয়ে থাকবেন। সবাই সেই সুযোগ, সেই সুবিধা পাবেও না। প্রতি মূহুর্তে নতুন আইডিয়া সামনে আসছে। নতুন কিছু পেলে মানুষ পুরোনোকে ভুলে যাচ্ছে। সবার নজর এখন সামনের দিকে। তাই পৃথিবীতে নিজের ছাপ ফেলতে হবে এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। তার চেয়ে বরং আমরা যার যার অধিক্ষেত্রে যে জিনির যে অবস্থায় পেয়েছি সেগুলোকেই আগের চেয়ে উন্নত করে রেখে যাই। এটাই কল্যান বয়ে আনবে।
বইটির ১০ টি অধ্যায়ে অনেকগুলো অনুচ্ছেদে লেখক সৃজনশীলতা বজায় রেখে জীবনকে একটা চক্রের মধ্যে আটকে না রেখে কিভাবে আনন্দের সাথে অগ্রসর হওয়া যায় সেই বিষয়গুলো তুলে ধরেছেন। বইটির বাংলা অনুবাদও বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ছোট এই বইটি সব বয়সী সকল স্তরের মানুষের জন্যই রেকমেন্ডেড।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?