বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২

বাংলাদেশের আর্থ-সামিজিক পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে প্রতি বছর প্রকাশ করা হয় অর্থনৈতিক সমীক্ষা। তারই ধারাবাহিকতায় এ বছরও প্রকাশিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২। নিম্নে ২০২২ সালে প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্য তুলে ধরা হলো।

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

অর্থনৈতিক সমীক্ষা ২০২২

২০২২ সালে প্রকাশিত আর্থ সামাজিক নির্দেশকসমূহঃ

  • বাংলাদেশের বর্তমান জনসংখ্যাঃ ১৬ কোটি ৯১ লক্ষ
  • জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%
  • জনসংখ্যার ঘনত্বঃ প্রতি বর্গকিলোমিটারে ১১৪০ জন
  • প্রত্যাশিত আয়ুষ্কালঃ ৭২.৮০ বছর। পুরুষঃ ৭১.২০ বছর ও নারীঃ ৭৪.৫০ বছর
  • প্রতি ১,৭২৪ জনের জন্য ১ জন হারে চিকিৎসক রয়েছে
  • সাক্ষরতার হারঃ ৭৫.২০%
  • বাংলাদেশে ১৫ বছরের উর্ধ্বে মোট শ্রমশক্তি রয়েছে ৬ কোটি ৩৫ লক্ষ (পুরুষঃ ৪.৩৫ কোটি; মহিলাঃ ২ কোটি)
  • দারিদ্রের হারঃ ২০.৫%
  • চরম দারিদ্রের হারঃ ১০.৫%
  • দেশের সর্বাধিক দারিদ্র হার রংপুর বিভাগে এবং সর্বনিম্ন ঢাকা বিভাগে
  • চলতি মূল্যে জিডিপিঃ ৩৯,৭৬,৪৬২ কোটি টাকা
  • স্থির মূল্যে জিডিপিঃ ৩০,৩৯,২৭৩ কোটি টাকা
  • স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৭.২৫%
  • চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়ঃ ২,৮২৪ মার্কিন ডলার
  • বাংলাদেশে মোট ব্যাংক রয়েছেঃ ৬১ টি
  • দেশের সাধারণ মুদ্রাস্ফীতিঃ ৫.৮৩%
  • ২০২১-২২ অর্থবছরে সর্বমোট রেমিট্যান্স আয়ঃ ১৩,৪৩৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। সর্বাধিক রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে (৩,১০৮.৮ মি. মা. ড.)
  • বাংলাদেশে মোট প্রাথমিক বিদ্যালয় রয়েছেঃ ১,৩৩,০০২ টি (সরকারিঃ ৬৫,৫৬৬টি, বেসরকারিঃ ৬৭,৪৩৬টি)
  • ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ৩৩,৮৪৩.৪৫ মিলিয়ন মার্কিন ডলার ও মোট আমদানি ব্যয় ৫৮,৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার
  • এ বছর সর্বাধিক বৈদেশিক সাহায্য এসেছে জাপান থেকে, মোট ১২৭০.৪১ মিলিয়ন মার্কিন ডলার

ভিডিও দেখুনঃ

নিয়মিত তথ্যবহুল লেখা পেতে বঙ্গ-বিক্সের সাথেই থাকুন। ধন্যবাদ

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *