সাম্প্রতিক বিষয়াবলী (মে ২০২১)

current affairs may 2021

এখান থেকে ২০২১ সালের মে মাসের সাম্প্রতিক বিষয়াবলী এর সকল গুরুতকপূর্ন তথ্য দেখুন। আমরা দৈনিক পত্রিকা থেকে প্রতিমাসের গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলো এই পেইজে প্রকাশ করে থাকি। বিসিএস, ব্যংক, সরকারি ও বেসরকারি বিভিন্ন পরিক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত আমাদের ও্যেবসাইটের সাম্প্রতিক বিষয়াবলী পেইজটি ভিজিট করুন।

সাম্প্রতিক বাংলাদেশ

  1. সম্প্রতি বঙ্গবন্ধুর প্রকৃতি স্থান পেয়েছে-
    • ফিলিপাইনের হোসে রিজাল জাদুঘরে।
  2. এ বছর আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতিপাদ্য-
    • মালিক শ্রমিক নির্বিশেষে মুজিব বর্ষে গড়বো দেশ।
  3. বর্তমানে বাংলাদেশে মোট জীবন বীমা কোম্পানি কতটি?
    • ৩৫ টি
  4. বাংলাদেশে মোট শুল্ক স্টেশনের সংখ্যা কতটি?
    • ১৮৪ টি; কার্যকর ৩৭ টি।
  5. বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের যুগে পদার্পন করে-
    • ১১ মে, ২০২১
  6. বর্তমানে দেশে সাধারন বীমা কোম্পানির সংখ্যা কতটি?
    • ৪৬ টি।

সাম্প্রতিক বিশ্ব

  1. বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হবে-
    • নভেম্বর, ২০২১
  2. “লাগ বাওমর” দিবসের সাথে সম্পর্কিত দেশ কোনটি?
    • ইসরায়েল
  3. বিশ্বের সর্ববৃহত পরমানু কেন্দ্র নির্মিত হছে-
    • জৈতাপুর পরমানু কেন্দ্র, মহারাষ্ট্র, ভারত
  4. সম্প্রতি সীমান্তে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কোন দুটি দেশ?
    1. তাজিকিস্তান ও কিরগিস্তান
  5. জাতিসংঘের যে সংস্থা রোহিঙ্গাদের ভাসানচর প্রক্রিয়ায় যুক্ত হতে যাচ্ছে-
    • UNHCR
  6. বিশ্বে গ্রিনহাউস নিঃসরনে শীর্ষ দেশ কোনটি?
    • চীন
  7. মিয়ানমার থেকে থাইল্যান্ডকে পৃথক করে কোন নদী?
    • সালবিন নদী
  8. ইয়াস ঘূর্ণিঝরের নামকরণ করে কোন দেশ?
    • ওমান
  9. মাইক্রোসফট ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ কবে থেকে বন্ধ করে দেবে?
    • ১৫ জুন, ২০২১
  10. সামোয়ার প্রথম নারী প্রধান্মন্ত্রী কে?
    • ফিমে নাওমি মাতা’আফা
  11. বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    • ১.১ শতাংশ।
Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *