সাম্প্রতিক বিষয়াবলি – জুলাই ২০২২

সাম্প্রতিক বিষয়াবলি - জুলাই ২০২২

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন – সাম্প্রতিক বিষয়াবলি। আমাদের এই পর্বে থাকছে জুলাই ২০২২ পর্যন্ত সাম্প্রতিক বিষয়ের সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন-উত্তর।

বাংলাদেশ

🔰অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ কতটি?
উত্তরঃ ১১৬টি (সরকারি ৩৭টি, বেসরকারি ৭৩টি এবং আর্মড ফোর্সেস ৬টি)।

🔰আলু উৎপাদনে শীর্ষ জেলা – মুন্সিগঞ্জ

🔰জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃ মোহাম্মদ আব্দুল মুহিত

🔰দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক

🔰বর্তমানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কত?
উত্তরঃ -১৫.১২%

🔰নারী-পুরুষ সমতায় দক্ষিন এশিয়ায় শীর্ষে – বাংলাদেশ

🔰বাংলাদেশে প্রথম নারী অর্থসচিব – ফাতিমা ইয়াসমিন

🔰বর্তমানে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা – ৪৪৮ জন

🔰জুন ২০২২ পর্যন্ত বিশ্বের কয়টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে?
উত্তরঃ ৪৩টি দেশে ৫৫টি মিশনে

🔰অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী দেশে মোট প্রাথমিক গ্যাস মজুতের পরিমাণ কত?
উত্তরঃ ৩৯.৯ ট্রিলিয়ন ঘনফুট (উত্তোলনযোগ্য ২৮.৪২ ট্রিলিয়ন ঘনফুট

🔰২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি থেকে আয় হয় – ৪২.৬২ বিলিয়ন ডলার

আরও পড়ুনঃ
👩🏻‍🏫বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
👩🏻‍🏫কিভাবে নতুন ব্যবসা শুরু করবেনঃ ৭ টি গুরুত্বপূর্ণ ধাপ

আন্তর্জাতিক

🔰বুকার পুরস্কার ২০২২ পেয়েছেন – গীতাঞ্জলি শ্রী (ভারত)

🔰শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী – দীনেশ গুনাবর্ধনে

🔰তুরস্কের বর্তমান নাম কী?
উত্তরঃ তুর্কিয়ে

🔰কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম – ফ্রান্সা মার্কেজ

🔰২০২২ সালে বিশ্বের ব্যয়বহুল শহর – হংকং

🔰সোয়াজিল্যান্ড -এর বর্তমান নাম – ইসওয়াতিনি

🔰২০২২ সালের আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সূচকে শীর্ষ দেশ – ডেনমার্ক

🔰কোন দুটি দেশের মধ্যে প্রথম সড়ক সেতু চালু হয়?
উত্তরঃ রাশিয়া ও চীন (১০ জুন, ২০২২)

🔰রেড আর্মি বা লাল ফৌজ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
উত্তরঃ জাপান (প্রতিষ্ঠাতা – ফুসাকো শিগেবু)

🔰সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় – ৩১মে, ২০২২

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইন অনুযায়ী, পর্যটকের সঙ্গা কী?

যদি কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ভ্রমণ বা শান্তি বিনোদনের জন্য ২৪ ঘন্টার বেশি কিন্ত ১ বছরের কম সময় অন্য জায়গায় থাকেন, তবে তিনি পর্যটক হিসেবে গণ্য হবেন। তবে চাকরির জন্য থাকলে তাকে পর্যটক হিসেবে ধরা হবেনা।

বৈশ্বিক বাসযোগ্যতার সূচক ২০২২

২৩ জুন ২০২২ যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেনস ইউনিট বিশ্ব বাসযোগ্যতার সূচক ২০২২ প্রকাশ করে। সূচকে ১৭২ টি শহরের মধ্যে শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। সবচেয়ে খারাপ শহর সিরিয়ার দামেস্ক। বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৬৬তম।

বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২২

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) ৯ জুন ২০২২ তারিখে World Investment Report 2022 শিরোনামে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগ প্রাপ্তিতে বিশ্বে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ চীন। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র (৫৮৫.৮৮ মিলিয়ন মার্কিন ডলার)।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *