সাম্প্রতিক বিষয়াবলি – ডিসেম্বর ২০২২

সাম্প্রতিক বিষয়াবলি - ডিসেম্বর ২০২২

বঙ্গ-বিক্সের মাসিক আয়োজন সাম্প্রতিক বিষয়াবলি। নভেম্বর – ডিসেম্বর, ২০২২ -এর নানা গুরুত্বপূর্ণ খবরের সন্নিবেশে সাজানো হয়েছে আমাদের এ আয়োজোন। দেখে নিন সাম্প্রতিক বিষয়াবলি – ডিসেম্বর ২০২২।

সাম্প্রতিক বিষয়াবলি – ডিসেম্বর ২০২২

বাংলাদেশ বিষয়াবলি

🤔সামুদ্রিক মৎস্য আহরনে বাংলাদেশ বিশ্বে কততম?

উত্তরঃ ২৫তম

🤔২০২২ সালের আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ১২৭তম

🤔প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের “ডোলমা খাং” পর্বতচূড়া জয় করেন কে?

উত্তরঃ শায়লা পারবিন বীথি

🤔কোন বেসরকারি এয়ালাইন্স কোম্পানি বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়?

উত্তরঃ এয়ার অ্যাস্ট্রা

🤔বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক কে?

উত্তরঃ ফাতেমা তুজ জোহরা

🤔ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের দৈর্ঘ কত?

উত্তরঃ ২৪ কিলোমিটার

🤔জাতীয় সংবিধান দিবস কবে?

উত্তরঃ ৪ নভেম্বর

আরও পড়ুনঃ
📖সাম্প্রতিক বিষয়াবলি – নভেম্বর ২০২২
📖নোবেল পুরস্কার ২০২২

আন্তর্জাতিক বিষয়াবলি

🤔বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে?

উত্তরঃ ১৮ নভেম্বর

🤔বিশ্বের ৮০০ কোটিতম মানব শিশুর নাম কি?

উত্তরঃ ভিনিস ম্যাবান্স্যাগ

🤔SVR কোন দেশের গোয়েন্দা সংস্থা?

উত্তরঃ রাশিয়া

🤔টুইটারের বর্তমান CEO কে?

উত্তরঃ ইলন মাস্ক

🤔১৭তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ বালি, ইন্দোনেশিয়া

🤔১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ নয়াদিল্লি, ভারত

🤔২০২২ সালের আইনের শাষন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?

উত্তরঃ ভেনেজুয়েলা

🤔পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়ার কে?

উত্তরঃ ক্রিস্টিয়ানো রোনালদো

🤔মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?

উত্তরঃ আনোয়ার ইব্রাহিম
Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *