সাম্প্রতিক বিষয়াবলি – আগস্ট ২০২২

current affairs august 2022

বঙ্গ-বিক্সের প্রতি মাসের নিয়মিত আয়োজন সাম্প্রতিক বিষয়াবলি। চলুন জেনে নেয়া যাক ২০২২ সালের আগস্ট মাসের সাম্প্রতিক বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

সাম্প্রতিক বিষয়াবলি – আগস্ট ২০২২

বাংলাদেশ

🔰 ৬ জুলাই ২০২২ চট্টগ্রাম প্রোকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) দেশের প্রথম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক আইটি বিজনেজ ইনকিউবেটর উদ্বোধন করে।

🤔দেশের প্রথম ৬ লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর ওপর নির্মিত? – মধুমতি
🤔বাংলাদেশ এখন পর্যন্ত কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? – ৩১টি
🤔২০২২ সালের জুন মাসে মূল্যস্ফীতির হার কত ছিল? – ৭.৫৬%

🔰প্রথম বাংলাদেশি হিসেবে ২২ জুলাই ২০২২ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2’র চূড়ায় পা রাখেন। K2 এর উচ্চতা ৮৬১১ মিটার। ১৭ জুলাই ২০২২ তারিখের রাতে তিনি K2 এর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন।

🤔দেশের এখন পর্যন্ত অনুমোদিত অর্থনৈতিক অঞ্চল কতটি? – ৯৭ টি
🤔বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে কত সাল পর্যন্ত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে? – ২০২৯ সাল
🤔ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি প্রতিষ্ঠিত হবে কোথায়? – শিবচর, মাদারীপুর

🔰বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষক-শিক্ষার্থিরা সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে নিজস্ব ল্যাবে তৈরি করেন পদ্মা নামের রোবট। তারা দাবি করেন যে, রোবটটির বিল্ট-ইন সফটওয়্যারও তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ
👉আয়কর রিটার্ন দাখিলের নিয়ম ২০২২-২০২৩
👉বিভাজ্যতা জানার শর্টকাট নিয়ম

আন্তর্জাতিক

🔰যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান Mercer ২৯ জুন ২০২২ Cost of Living Index 2022 শিরোনামে বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী সবচেয়ে কম ব্যয়বহুল শহর আঙ্কারা (তুরস্ক) এবং সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর হংকং (চীন)। তালিকায় ঢাকার অবস্থান ৯৮তম।

🤔কোন দেশ প্রথমবারের মত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে? – ইরান
🤔শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে? – রনিল বিক্রমাসিংহে
🤔সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ দেশ কোনটি? – চীন

🔰১৫ জুলাই ২০২২, সৌদি আরব ইসরায়েলের জন্য নিজেদের আকাশসীমা থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষনা দেয়।

🤔মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন দেশ বাজারে সর্ণমুদ্রা চালু করে? – জিম্বাবুয়ে
🤔মাঙ্কিপক্স কতটি দেশে বিস্তার লাভ করেছে? – ৭৫টি
🤔২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? – সামোয়া (২০২৪ সালে)

🔰৮ জুলাই ২০২২ নির্বাচনী প্রচারাভিজানে বক্তব্য দেয়ার সময় তাতসুইয়া ইয়াগামি নামক এক আততায়ীর গুলিতে নিহত হন।

🤔DBID এর পূর্ণরুপ কী? – Digital Business Identification
🤔২৩তম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হবে? – ১৭-২৯ মার্চ, ২০২৬ (অস্ট্রেলিয়া)
🤔১৫তম এশিয়া কাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? – ২৭ আগস্ট – ১১ সেপ্টেম্বর, ২০২২ (UAE)

তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো ও প্রফেসর'স কারেন্ট অ্যাফেয়ার্স

আরও পড়ুনঃ
👉পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *