Biwta এর কাজ কি ? বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কাজ কি?

Biwta এর কাজ কি

Biwta এর কাজ কি: Biwta এর কাজ হলো এটি নৌ-পরিবহন নিয়ন্ত্রণ ও উন্নয়নসহ নৌযান সমূহের বিভিন্ন ধরনের আইন ও নীতিমালা প্রণয়ন, অনুমোদন, নিবন্ধন ইত্যাদি কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত।  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষক ( সংক্ষেপে বিআইডব্লিটিএ বা Biwta নামে পরিচিত)।

বিআইডব্লিটিএ এটি বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্বশাসিত সংস্থা। বিআইডব্লিউটিএ দেশের অভ্যন্তরীণ নৌ চলাচল নিয়ন্ত্রণ করেন। বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত এবং এটি বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম সম্পাদন করেন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা Biwta এর কাজ কি রয়েছে তা নিম্নরূপ:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কৃর্তপক্ষের বা বিআইডব্লিউটিএ’র অধীনে নানান পদের কাজের সুবিধা রয়েছে। আমরা আর্টিকেলের এই অংশে বিআইডব্লিটিএতে কোন পদের কি কাজ রয়েছে তার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব।

চলুন তাহলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন এর অধীনে কি ধরনের কাজ রয়েছে তা জেনে নেয়া যাক।

 

বিআইডব্লিউটিএ তে গ্রীজার পদের কাজ কি?

নৌ-পরিবহন এর বিভিন্ন ডিপার্টমেন্টের চতুর্থ শ্রেণীর একটি পদ হল গ্রীজার। গ্রীজার অর্থ হলো উষ্ণ  প্রবাসন পানি গরম করার যন্ত্র। জাহাজের চাকরির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদের মধ্যে একটি হলো গ্রীজার। গ্রীজার এর কাজ হল যারা সব সময় লঞ্চ বা জাহাজে কাজ করে। 

জাহাজ এর নিচের অংশে যে মেশিন গুলো রয়েছে সেগুলো মেনটেনেন্স করা এবং জাহাজের গতিবিধি বাড়ানো-কমানো তাছাড়া কোথাও কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান করা একজন গ্রীজার এর কাজ। সহজ ভাষায় বলতে গেলে একজন গ্রীজার হল ইঞ্জিন মেকানিক যিনি জাহাজের ইঞ্জিন রুমের একজন দক্ষ সদস্য। 

 

বিআইডব্লিউটিএ তে সুকানি পদের কাজ কি?

নৌ-পরিবহন এর বিভিন্ন বিভাগের চতুর্থ শ্রেণীর একটি পদ হল সুকানি। সুকানিকে জাহাজ বা লঞ্চের মাস্টারও বলা হয়ে থাকে। সুকানির এর মূল কাজ হলো জাহাজের গতিবেগ নিয়ন্ত্রণ করা। আমরা অনেকে সুকানিকে আবার ড্রাইভার বলেও সম্বোধন করি। জাহাজ বা লঞ্চের নিয়ন্ত্রণ কাজই হচ্ছে সুকানির মূলকাজ।

 

বিআইডব্লিউটিএ তে ভান্ডারী পদের কাজ কি?

নৌ-পরিবহন এর বিভিন্ন বিভাগের চতুর্থ শ্রেণীর একটি পদ হল ভান্ডারী পদ। সহজে বলতে গেলে ভান্ডারী হলো বাবুচি। লঞ্চ কিংবা জাহাজের রান্নাবান্নার কাজগুলো যারা করে থাকে তাদেরকে মূলত ভান্ডারী বা বাবুর্চি বলা হয়।

 

বিআইডব্লিউটিএ তে তোপাষ পদের কাজ কি?

নৌপরিবহন বিভাগের তথ্য ক্যাটাগরির একটি পদ হল তোপাষ পদ। মূলত বন্দরে জাহাজ কিংবা লঞ্চ দেখাশোনার কাজ হচ্ছে তোপাষ পদের কাজ। কোন লঞ্চ বা জাহাজ যখন ঘাটে নোংগর করে তখন সে লঞ্চ বা  জাহাজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো তোপাষ পদের কর্মচারীরা করে থাকে। সহজে বলতে গেলে তোপাষ হলো সুইপার বা পরিচ্ছন্ন কর্মী।

 

বিআইডব্লিউটিএ তে লস্কর পদের কাজ কি?

নৌপরিবহন বিভাগের চতুর্থ শ্রেণীর একটি কাজ হল লস্কর পদের কাজ। একসময় জাহাজে ভারতীয় কর্মচারীদের লস্কর ডাকা হতো। লস্কর পদের কাজ হল জাহাজ কিংবা লঞ্চের রশি বাধা, খোলাও পাহারা দেওয়া হল লস্কর পদের কাজ।

 

বিআইডব্লিউটিএ তে মার্কম্যান পদের কাজ কি?

মার্কমেন হল নৌ-পরিবহনের বিভিন্ন বিভাগের চতুর্থ ক্যাটাগরির একটি পদ। মার্কম্যান পদের কাজ হল জাহাজ কিংবা লঞ্চ কোন পথ দিয়ে চলাচল করবে, জাহাজ বা লঞ্চের গতিপথ এবং যাতায়াতের রাস্তা নির্দেশ করা ও জাহাজ বা লঞ্চের চলাচলের রাস্তা সমস্ত রক্ষণাবেক্ষণ করার কাজ হল মার্কম্যানের কাজ।

প্রতিবছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন বা বিআইডব্লিটিএ বিভিন্ন বিভাগে অনেক সংখ্যক মার্কম্যান পদে নিয়োগ দিয়ে থাকে।

 

Biwta তে ট্রাফিক সুপারভাইজার পদের কাজ কি?

নৌ-পরিবহন এর বিভিন্ন ডিপার্টমেন্টের তৃতীয় শ্রেণীর একটি পদ হল ট্রাফিক সুপারভাইজার। ট্রাফিক সুপারভাইজার পদের কাজ হল বন্দরে জাহাজ কিংবা লঞ্চ প্রবেশ করলে বের হওয়ার সংকেত দেওয়া। এবং সাধারণত কখন কোন জাহাজ বন্দরে প্রবেশ করবে ও কোন জাহাজ কখন বন্দর থেকে বের হবে এর তালিকা সময় দেখে সংকেত প্রদান করা মূলত ট্রাফিক সুপারভাইজার এর কাজ।

 

Biwtaতে টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী পদের কাজ কি?

টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী নৌপরিবহন বিভাগের চতুর্থ ক্যাটাগরির একটি পদ। বন্দর বাস টার্মিনালের নিরাপত্তা রক্ষা করার কাজ হলো টার্মিনাল গার্ড বা নিরাপত্তা প্রহরী।নৌপরিবহন বিভাগে যারা বন্দরে টার্মিনালে দায়িত্ব পালন করে থাকে তাদের টার্মিনাল গার্ড বলা হয়। এবং যারা নৌ পরিবহন দপ্তর অফিসে দায়িত্ব পালন করে তাদের বলা হয় নিরাপত্তা প্রহরী। এই দুটি পদের বেতন সুযোগ-সুবিধা একই ধরনের তবে ইউনিফর্ম এর মধ্যে ভিন্নতা রয়েছে। 

 

পরিশেষে 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিটিএ নিয়ে আমাদের আজকের আর্টিকেলে নৌপরিবহনে কোন পদের কি কাজ রয়েছে তা সবিস্তার আলোচনা করার চেষ্টা করছি। আর্টিকেলের কোন অংশটি আপনার ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 

 

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যদের জানান সহযোগিতা করুন এবং নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুকে ধন্যবাদ। 

আরো পড়ুন :

➡️tsm এর কাজ কি ?

➡️১০টি সেরা অনলাইন জবস আইডিয়া ।

 

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *