বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

হোস্টিং সার্ভিস বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ শেয়ারড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ইত্যাদি। আবার আপনার ওয়েবসাইটের অধিকাংশ ট্রাফিক কোন দেশের সেটার উপরেও নির্ভর করে আপনি কোন হোস্টিং নেবেন। কারন আপনার ওয়েবসাইটের ট্রাফিক যে দেশের, হোস্টিং এর ডাটা সেন্টার যদি অন্য দেশের হয় সেক্ষেত্রে আপনার সাইটের গতি কম হতে পারে। আর সাইটের গতি এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সাধারনত হোস্টিং সার্ভিস নেয়ার ক্ষেত্রে বাংলাদেশী কোম্পানিগুলোকে অবহেলা করি। হোস্টিংগার, নেইমচিপ, সাইটগ্রাউন্ড এর মত বিদেশি কোম্পানিগুলোর পেছনে ছুটি। কিন্ত আমাদের বাংলাদেশেরও বেশ কিছু কোম্পানি ভালমানের হোস্টিং সেবা দিয়ে থাকে। তো, চলুন জেনে নেয়া যাক বাংলাদেশসের সেরা ৫ টি ডোমেইন হোস্টিং কোম্পানি সম্পর্কে। বাজেট ও সার্ভিস বিবেচনায় হোস্টেভার বর্তমানে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি।

বাংলাদেশের সেরা ৫ টি ডোমেইন হোস্টিং কোম্পানি

১। হোস্টেভার
২। এক্সনহোস্ট
৩। ডায়ানাহোস্ট
৪। আইটিনাট হোস্টিং
৫। জিয়নবিডি

১। হোস্টেভার – Hostever

আপনি যাদি কোনো রকমের ঝামেলা বিহীন এবং সঠিক বাজেটের মধ্যে ভাল মানের ওয়েব হোস্টিং খুজে থাকেন, নিঃসন্দেহে হোস্টেভার থেকে হোস্টিং সার্ভিস নিতে পারেন।

হোস্টেভার

তাদের সাপোর্ট সিস্টেম অনেক ভালো। আপনি যেকোনো সমস্যার জন্য তাদেরকে বললে, তারা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখে। এছাড়া সাইটের স্পীড ও খুব ভালো পাওয়া যায়। তাদের সার্ভিসে ৯৯.৯% আপটাইমের নিশ্চয়তা দিয়ে থাকে।

আপনি যদি নতুন হয়ে থাকেন এবং সিদ্ধান্ত নিতে না পারেন যে কোন প্যাকেজটি আপনার জন্য সঠিক, তাহলে তাদের সাথে কেনার আগে যোগাযোগ করে নিতে পারেন। তারা আপনাকে সঠিক পরামর্শটাই দিবে। বিকাশ কিংবা রকেটে পেমেন্ট করতে পারবেন।

সেবাসমূহঃ

  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • লিনাক্স শেয়ারড হোসটিং
  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • বিডিক্স হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • উইন্ডোজ ASP.NET হোস্টিং

সুখবরঃ হোস্টেভার হোস্টিং এর সাথে প্রথম ১ বছরের জন্য .Com ডোমেইন সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকে। ফ্রি ডোমেইন পেতে ব্যবহার করুন COMFREE কুপন কোড।

২। এক্সনহোস্ট – Exonhost

এক্সনহোস্ট বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি। এটি ২০০৯ সাল থেকে সুনামের সাথে ব্যবসা করছে। এটি প্রথমে অবসর ডট কম নামে পরিচিত ছিল। এক্সনহোস্টও তাদের সার্ভিসে ৯৯.৯% আপটাইমের নিশয়তা দিয়ে থাকে।

exonhost

কোম্পানিটির বর্তমানে ৫০০০ এর অধিক সেবা গ্রহীতা রয়েছে। তাদের তিন ধরনের হোস্টিং প্লান আছে, ওয়েব হোস্টিং, তুব্র হোস্টিং এবং রিসেলার হোস্টিং। এখান থেকে আপনি ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি পাবেন।

সেবাসমূহঃ

  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ওয়েব হোস্টিং
  • বিডিক্স হোস্টিং
  • রিসেলার হোস্টিং
  • বিজনেস ইমেইল হোস্টিং

আপনি যেকোনো সময় আপনার হোস্টিং প্লান আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন।

৩। ডায়ানাহোস্ট – Dianahost

ডায়ানাহোস্ট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই কোম্পানিটি স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। তারা ওয়েব হোস্টিং, রিসেলার হোস্টিং ও ভিপিএস হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।

dianahost

সেবাসমূহঃ

  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ওয়েব হোস্টিং
  • বিডিক্স হোস্টিং
  • চিপ শেয়ারড হোস্টিং
  • প্রিমিয়াম ওয়েব হোস্টিং
  • কর্পোরেট হোস্টিং
  • Windows ASP.NET হোস্টিং

৪। আইটিনাট হোস্টিং – Itnuthosting

আইটিনাট হোস্টিং ২০১৪ সাল থেকে অনেক ভাল হোস্টিং সেবা দিচ্ছে। এটি যুক্ত্রাষ্ট্রের ডাটা সেন্টারের সেবা দিয়ে খুব ছোট আকারে শুরু করলেও বর্মানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের ওয়েব হোস্টিং, উয়িন্ডোজ হোস্টিং ও রিসেলার হোস্টিং এর জন্য পৃথক প্যাকেজ রয়েছে।

itnuthosting

সেবাসমূহঃ

  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • ওয়েব হোস্টিং
  • বিজনেস ইমেইল
  • উইন্ডোজ হোস্টিং
  • রিসেলার হোস্টিং

৫। জিয়নবিডি – XeonBD

জিয়নবিডি ২০০৫ সালে তাদের ব্যবসা শুরু করে। প্রতিষ্ঠানটি কয়েকজন দক্ষ প্রফেশনাল দ্বারা পরিচালিত হয়। তাদের কয়েকটি উল্লেখযোগ্য হোস্টিং প্যাকেজ হচ্ছে লিনাক্স শেয়ারড এসএসডি, ওয়ার্ডপ্রেস সার্ভিস, ভিপিএস সার্ভার হোস্টিং, ফাইল ক্লাউড হোস্টিং, উইন্ডোজ শেয়ার্ড এসএসডি, রিসেলার হোস্টিং প্লান, ডেদিকেটেড সার্ভার ইত্যাদি।

xeonbd

সেবাসমূহঃ

  • ওয়ার্ডপ্রেস হোস্টিং
  • ওয়েব হোস্টিং
  • ডোমেইন রেজিস্ট্রেশন
  • বিজনেস ইমেইল হোস্টিং
  • ওয়েব ডেভ্লপমেন্ট
Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *