বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA) -এর সহকারী ব্যবস্থাপক চাকরির পরীক্ষা ২০২০ এর বাংলা অংশ। মূল প্রশ্নটি ৮০ নম্বরের। বাংলায় এই পরীক্ষায় প্রশ্ন ছিল ২০ টি।
বাংলা (নম্বর – ২০)
পরীক্ষার তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২০
১. ‘শবপোড়া’ শব্দটির কী দোষ দেখা যায়?
- গুরুচন্ডালী
- দুর্বোধ্য
- উপমার ভুল প্রয়োগ
- আকাঙ্ক্ষার প্রয়োগে ভুল
ব্যখাঃ তৎসম শব্দের সাথে দেশী শব্দের যোগ হয়েছে যা গুরুচন্ডালী দোষ। সঠিক শব্দ ‘শবদাহ’ বা ‘মড়াপোড়া’।
২. ‘দুঃখকে প্রাপ্ত’ এটি কোন সমাস?
- দ্বিগু
- কর্মধারয়
- তৎপুরুষ
- বহুব্রীহি
ব্যাখ্যাঃ যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদ প্রধান,তাই তৎপুরুষ সমাস। ‘দুঃখকে প্রাপ্ত’ এখানে ‘কে’ বিভক্তি লোপ পেয়েছে।
৩. ‘সূর্য’ এর প্রতিশব্দ –
- আদিত্য
- সুধাংশু
- শশাঙ্ক
- বিধু
ব্যাখাঃ সূর্যের কিছু প্রতিশব্দ – রবি, আদিত্য, ভানু, তপন, আফতাব, মিহির, দিনেশ, ইত্যাদি।
৪. কোনটি তুর্কি শব্দের উদাহরণ?
- বাবুর্চি
- লুঙ্গি
- রিক্সা
- চাকু
ব্যাখ্যাঃ বাবুর্চি এবং চাকু দুটোই তুর্কি শব্দ। লুঙ্গি – বর্মি শব্দ এবং রিক্সা- জাপানি শব্দ।
৫. ডাকঘর কোন ধরনের রচনা?
- নাটক
- কবিতা
- উপন্যাস
- প্রবন্ধ
ব্যাখাঃ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক।
৬. কায়কোবাদের ‘মহাশ্মশান’ কোন ধরনের রচনা?
- ইতিহাস
- গীতিকাব্য
- মহাকাব্য
- উপন্যাস
ব্যাখ্যাঃ মহাশ্মশান পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত একটি মহাকাব্য।
৭. কোনটি শুদ্ধ বানান?
- নির্নিমেষ
- নির্ণিমেষ
- ণির্নিমেষ
- ণির্ণিমেষ
৮. কোনটি শুদ্ধ বানান?
- নিসুতী
- নিসুতি
- নিষুতী
- নিষুতি
৯.’অঞ্চল’ শব্দটি কোন শ্রেণির?
- তদ্ভব
- তৎসম
- ফারসি
- ইংরেজি
১০. ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
- বৃহৎ
- বর্ধিষ্ণু
- বর্ধমান
- বৃদ্ধিপ্রাপ্ত
১১. কোনটি নিপাতনে সিদ্ধ?
- বাক্ + দান = বাগদান
- উৎ + ছেদ = উচ্ছেদ
- পর + পর = পরস্পর
- সম + সার = সংসার
ব্যাখ্যাঃ যে সন্ধি কোনো নিয়ম অনুসারে হয়না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন, পর + পর = পরস্পর।
১২. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
- ডিসেম্বর ১৬, ১৯৭১
- ২৬ মার্চ, ১৯৭১
- পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
- ঢাকা, ২১ ফেব্রুয়ারী ১৯৫২
ব্যাখ্যাঃ ঢাকা, ২১ ফেব্রুয়ারী, ১৯৫২
১৩. খাটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ কোনটি?
- আঁকড়া
- অবেলা
- অপমান
- অতিশয়
ব্যাখ্যাঃ অ খাটি বাংলা উপসর্গ যোগে গঠিত ‘অবেলা’
১৪. ‘ডালে ডালে কুসুম ভার’ -এখানে ‘ভার’ কোন অর্থ প্রকাশ করেছে?
- সমূহ
- বোঝা
- গুরুত্ব
- বিষাদ
ব্যাখ্যাঃ ‘ভার’ শব্দের অর্থ সমূহ। এটি প্রানী বাচক ও অপ্রাণী বাচক শব্দের বহুবচন বোঝাতে ব্যবহৃত হয়।
১৫. কৃষক হলেও তার আছে রাশি রাশি ধন – বাক্যে ‘রাশি রাশি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- সামান্য
- গভীরতা
- আধিক্য
- তীব্রতা
ব্যাখ্যাঃ ‘রাশি রাশি’ বাংলা ভাষায় ব্যবহৃত একটি দ্বিরুক্ত শব্দ। এটি ‘ আধিক্য’ বোঝাতে ব্যবহৃত হয়।
১৬. ‘তুলসী বনের বাঘ’ – প্রবাদটির অর্থ কি?
- ভন্ড
- সামান্য ছুটি
- অতিশয় পণ্ডিত
- বহিপীর
১৭. কোনটি ভুল বাক্য?
- দীনতা সব সময় ভালো নয়।
- দেশের দারিদ্র দূর করতে হবে।
- সময় বড় সংক্ষিপ্ত।
- এখানে প্রবেশ নিষিদ্ধ।
ব্যাখ্যাঃ দেশের দারিদ্র্য দূর করতে হবে।
১৮. আসামির পক্ষে উকিল কে? এখানে ‘পক্ষে’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
- প্রশ্ন অর্থে
- আদেশ অর্থে
- প্রার্থনা অর্থে
- সহায় অর্থে
ব্যখ্যাঃ ‘পক্ষে’ একটি অনুসর্গ এবং এখানে এটি ‘সহায়’ অর্থে ব্যবহৃত হয়েছে।
১৯. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন?
- মগের মুল্লুক
- পুকুর চুরি
- বালির বাধ
- ভরাডুবি
ব্যাখ্যাঃ ভরাডুবি বাগধারাটি দ্বারা সর্বনাশ বোঝায়। অন্যদিকে পুকুর চুরি অর্থ বড় রকমের চুরি।
২০. ‘হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপণ’ – এ বাক্যে কোন দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে?
- যুগ্মরীতি
- অব্যয়ের
- ধ্বনাত্মক
- পদাত্মক
ব্যাখ্যাঃ এখানে ‘হাটে হাটে’ শব্দে একই পদ দুইবার ব্যবহৃত হয়েছে। বাংলা বাক্যে একই পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলে।
বাকি অংশঃ
👉 ইংরেজী (২০ নম্বর)
👉 সাধারণ জ্ঞান ও কম্পিউটার (২০ নম্বর)
#চাকরির প্রস্তুতি