বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়মিত বার্ষিক প্রকাশনা। এই প্রকাশনার মাধ্যমে প্রতিবছর দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরা হয়।
চলুন দেখে নেয়া যাক বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্য।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ঃ সাধারণ জনমিতিক পরিসংখ্যান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লক্ষ বা ১৬.৮২ মিলিয়ন।
আরও পড়ুনঃ
👉অর্থনৈতিক সমীক্ষা ২০২২
🔰 জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৩৭%
🔰 মোট জনসংখ্যায় পুরুষ ও মহিলা অনুপাতঃ ১০০.২ঃ১০০
🔰 জনসংখ্যার ঘনত্ব/বর্গকিলোমিটারঃ ১,১৮০ জন।
প্রতি ১০০০ জনে বাংলাদেশের স্থুল জন্মহার ১৮.১ জন, মৃত্যুহার ৫.১ জন এবং শিশু মৃত্যুহার ২১ জন।
🔰 মহিলা প্রতি প্রজনন হারঃ ২.০৪ জন
🔰 প্রত্যাশিত গড় আয়ুঃ ৭২.৮ বছর, পুরুষ ৭১.২ বছর ও নারী ৭৪.৫ বছর
🔰 জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হারঃ ৬৩.৯%
অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী বাংলাদেশে দারিদ্রের হার ২০.৫% এবং চরম দারিদ্রের হার ১০.৫%
🔰 স্বাক্ষরতার হারঃ ৭৫.২% (পুরুষ-৭৭.৪% এবং নারী-৭২.৯%)
🔰 মোট শ্রমশক্তিঃ ৬.৩৫ কোটি; পুরুষঃ ৪.৩৫ কোটি ও নারীঃ ২ কোটি
🔰 খাত অনুযায়ী শ্রম শক্তিতে নিয়োজিতঃ কৃষি – ৪০.৬%; শিল্প – ২০.৪%; সেবা – ৩৯%
বাজেট ও আর্থিক পরিসংখ্যান
চলতি মূল্যে মোট জডিপির পরিমান ৩০,১১,০৬৫ কোটি টাকা এবং স্থির মূল্যে ১২,০৭,২৬৪ কোটি টাকা।
🔰 স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হারঃ ৫.৪৭%
🔰 চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়ঃ ১,৮৮,৮৭৩ টাকা বা ২,২২৭ মার্কিন ডলার
জাতীয় সঞ্চয় মোট জিডিপির ৩০.৩৯% এবং মোট বিনিয়োগ জিডিপির ২৯.৯২%। ৩০ জুন ২০২১ পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার মজুদ ৪৬,৩৯১ মিলিয়ন মার্কিন ডলার।
🔰 প্রবাসিদের প্রেরিত অর্থঃ ২৪,৭৭৮ মিলিয়ন মার্কিন ডলার
🔰 রিজার্ভ মুদ্রাঃ ৩,২৭,৮৫৩ কোটি টাকা
২০২০-২১ এর সংশোধিত বাজেট অনুযায়ী বাংলাদেশের মোট রাজস্ব ৩,৫১,৫৩২ কোটি টাকা এবং মোট ব্যয় ৫,৩৮,৯৮৩ কোটি টাকা।
🔰 মোট রাজস্ব জিডিপির ১১.৩৯%
🔰 মোট ব্যয় জিডিপির ১৭.৪৬%
🔰 বৈদেশিক অনুদানসহ বাজেট ঘাটতিঃ জিডিপির ৫.৯%
🔰বৈদেশিক অনুদান ব্যাতিত বাজেট ঘাটতিঃ জিডিপির ৬.১৫
জানুয়ারি ২০২১ পর্যন্ত মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২১,৭৭৮ মেগাওয়াট। ২০২১ সালে বিদ্যুৎ বিতরণ লাইন ৬.০৩ লক্ষ কিলোমিটার এবং গ্রাহক সংখ্যা ৩.৯৬ কোটি।
এখানে ২০২১ সালের অর্থনৈতিক সমীক্ষা থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্য তুলে ধরা হয়েছে যা যেকেনো চাকরি প্রত্যাশি কিংবা সচেতন নাগরিকের জন্য কাজে লাগতে পারে। বিশ্বের জনসংখ্যা সম্পর্কে জানতে পড়ুন বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২১।
আমরা বঙ্গ-বিক্স থেকে নিয়মিত তথ্যসমৃদ্ধ লেখা প্রকাশ করার চেষ্টা করি। লেখাটি পড়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।