- বই: রবের পথে যাত্রা
- লেখক: মুহাম্মাদ শাকিল হোসাইন
- প্রকাশনায়: রাইয়ান প্রকাশন
“আশা-আকাঙখাকে সার্বক্ষণিকভাবে বিবেক দ্বারা বিদ্ধ করে রাখা। কামনা-বাসনাকে সর্বক্ষণ পাহারায় রাখা। চিন্তার ময়লা দূরে করে চিন্তাকে পরিশুদ্ধ করা। অন্তরকে সত্য ও সুন্দর দিয়ে সজ্জিত রাখা এবং এসবের মাঝেই অন্তরকে ব্যস্ত রাখা।
কামনার চোখকে চেতনার আলো প্রদান করা- এই যদি হয় ধ্যানের অর্থ তবে কোনো সমস্যা নেই। বরং এই প্রকারের ধ্যান ইসলামের একান্ত কাম্য। ইসলাম চায় এ ধরণের ধ্যানস্থ মানুষ তৈরী করতে।
আর যদি ধ্যানের মানে হয় আরাম করে বসে আকাশ-কুসুম ভাবনার মনকে ব্যস্ত রাখা, একমনে ‘ওঁ’ ধ্বনি উচ্চারণ করা, যোগীক চক্রের উর্ধ্বমুখী গতির কল্পনার বিভোর থাকা- তবে এ ধরণের ধ্যানে ইসলামের আপত্তি আছে। কারণ এগুলোর মূলে রয়েছে ভিত্তিহীন ও ভ্রান্ত বিশ্বাস।”
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?