অর্ধবৃত্ত লেখক সাদাত হোসাইন – পাঠক অনুভূতি !

বইয়ের নাম:অর্ধবৃত্ত
বইয়ের ধরন:উপন্যাস
লেখক:সাদাত হোসাইন

আফজাল সাহেব এবং মছিদা বেগমের সংসারকে গ্রাস করা নানা সমস্যা নিয়ে অর্ধবৃত্ত উপন্যাসটি আবর্তিত হয়েছে।সমস্যাগুলোকে লেখক আশ্রয় দিয়েছেন শব্দের নিপুণতায়, বইয়ের পাতায়। বইটির পাতাজুড়ে আছে প্রেম ও প্রেমহীনতার গল্প,আছে অসুস্থ রাজনীতির গল্প,আছে অপ্রাপ্তি আর দীর্ঘশ্বাসের গল্প,আছে দ্বিধা ও দ্বন্দ্বের গল্প।

সব ইচ্ছা পূর্ণতা পেতে নেই,সব স্বপ্ন সত্যি হতে নেই-এ যেন মানবসংবিধানের আজন্ম এক অলিখিত চুক্তি।পূর্ণতা প্রাপ্তির মূহুর্তেই যেন প্রকৃতি তার অপূর্ণতার শামিয়ানা টাঙিয়ে দেয় স্বপ্নের আঙিনাজুড়ে-যেভাবে সুখকর মূহুর্তে সুমিকে গ্রাস করেছে মৃত্যু ;আর নাদিয়াকে ধর্ষণ।
পুরো কাহিনীর মূল আকর্ষণ ছিল মুনিয়া আর রাফির মধ্যকার রসায়ন।একইসাথে রাফির প্রতি ঋদ্ধির অনুরাগ।মুনিয়াকে পাগলের মতো ভালোবাসতো যে রাফি, সেই রাফি তার জীবনবৃত্তকে অপূর্ণ রেখেই অবলীলায় বাঁক জমিয়েছে ভিন্ন কোন জীবনের মোহনায়!মুনিয়ার শহরজুড়ে সে কেবল রেখে গেছে তার ভালোবাসার রেশ,, কবিতালেখা দেওয়ালগুলো ঘোষণা করে তার অশরীরী অস্তিত্ব।

সর্বোপরি,জীবনের নানা খেয়ালিপনার আশ্রয়ে বইটি লেখকের এক অপূর্ব লেখনী।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *