সিরাতে রাসুল ﷺ শিক্ষা ও সৌন্দর্য : ড. মুসতফা সিবায়ী

সিরাতে রাসুল ﷺ শিক্ষা ও সৌন্দর্য 
ড. মুসতফা সিবায়ী
আম্মার আবদুল্লাহ অনূদিত 
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
মুদ্রিত মূল্য : ১৮০/-
ধরন : হার্ডকাভার

ছোট্ট বয়সেই তিনি নিজের ভেতর গড়ে তুলেছিলেন আভিজাত্যের এক সুরম্য প্রাসাদ। নবীজির ﷺ অসামান্য আচরণ-দক্ষতা ও অভাবনীয় কৌশলের কারণে তাঁর প্রতি সকলের মনে গড়ে উঠত ভালোবাসার ভিত। প্রথম দেখাতেই উথলে উঠত ভালোবাসা। 
.
তখন তিনি ছোট। বুঝ-বুদ্ধি সবে ফুটতে শুরু করেছে। সেই তখনই তিনি তাঁর দাদার শাহিগদিতে বসে পড়তেন নিঃসংকোচে। সেখানে তাঁর চাচারা পর্যন্ত বসতে সাহস করত না। এটা দু-এক দিনের ঘটনা নয়, প্রায় দিনই ঘটত এমন ঘটনা। নবীজিকে ﷺ তাঁর চাচারা সেখান থেকে নামিয়ে দিতে চাইত; কিন্তু তখনই তাঁর দাদা বলে উঠতেন – ‘আরে! ওকে বসতে দাও না! আল্লাহর শপথ, অবশ্যই তাঁর এক অনন্য অবস্থান আছে!’
.
“সিরাতে রাসূল ﷺ : শিক্ষা ও সৌন্দর্য” বইয়ের চুম্বকাংশ। ড. মুসতফা সিবায়ী রাহিমাহুল্লাহর রচিত বইটি অনুবাদে ছিলেন আম্মার আবদুল্লাহ। বইটি প্রকাশ করেছে নাশাত পাবলিকেশন।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?