রুকইয়াহ : আয়াত, দুআ, পদ্ধতি -২ লেখক আবদুল্লাহ আল মাহমুদ | Rukyah 2

রুকইয়া কী? 

শাব্দিক অর্থে রুকইয়া সকল প্রকার ঝাড়ফুঁককে বলা হয়। শরিয়াহসম্মত হলে রুকইয়া শরইয়্যাহ বিপরীত হলে রুকইয়া শিরকিয়্যাহ। 

পারিভাষিক অর্থে আমাদের দেশে রুকইয়া বলতে বুঝানো হয়, শরিয়াহসম্মত সকল প্রকার ঝাড়ফুঁক; যার পদ্ধতি নবিজি, সালাফ ও গ্রহণযোগ্য আলিম হতে প্রাপ্ত এবং পরবর্তীতে প্রয়োজন অনুপাতে শরিয়াহ স্বীকৃত উসুল অনুযায়ী নিয়মাবলি গৃহীত।  

রুকইয়া কি না? 

গায়বের বিষয়ে খবর দেয়া, কে? কিভাবে? কি করেছে? -তা নিশ্চিত করা, গ্যারান্টিসহ এক বসায় সুস্থ করে দেয়া, কাউকে বশ করা, রাকি দেখালেই সুস্থ হয়ে যাওয়া ও মনের আশা পূরণ করার কোনো ব্যবস্থাপনর নাম রুকইয়া না। 

রুকইয়াহ কিভাবে করা হয়? 

রাকি রোগীর কানে কোরআন তিলাওয়াত ও দোয়া পড়ার মাধ্যমে সুস্থতার নিয়তে ঝারফোঁক করে। সমস্যা অনুপাতে শব্দ করে তিলাওয়াত ও দোয়া পড়া হয়। রুকইয়া চলাকালীন শরীরের বিভিন্ন পরিবর্তন দিক বিবেচনা করে সমস্যার সম্ভাবনা নিশ্চিত হয়। 
বিস্তারিত লক্ষ্মণ শুনে বা রুকইয়ার মাধ্যমে যে সমস্যা বুঝতে পারে; তা অনুযায়ী বাসায় নির্দিষ্ট কিছু আমল দেয়া হয়৷ তন্মধ্যে মাসনুন আমল, কোরআনের নির্দিষ্ট সুরা বা আয়াত, পানি ও বিভিন্ন সুন্নাহ মেডিসিন ব্যবহার, রুকইয়া অডিও শোনা এবং রোগ অনুযায়ী বিভিন্ন গোসল দেয়া হয়। 
অল্প কিছু দিনের মধ্যেই আব্দুল্লাহ আল মাহমুদ রচিত এই বইটির প্রি-অর্ডার শুরু হচ্ছে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?