Hello,

একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে বই প্রেমীদের দুনিয়ায় প্রবেস করুন..🌡️

Welcome Back,

অনুগ্রহ করে আপনার একাউন্টি লগইন করুন

Forgot Password,

আপনার পাসওয়ার্ড হারিয়েছেন? আপনার ইমেইল ঠিকানা লিখুন. আপনি একটি লিঙ্ক পাবেন এবং ইমেলের মাধ্যমে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করবেন।

You must login to ask a question.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

বই প্রেমীদের দুনিয়ায় আপনাকে স্বাগতম

এমন হলে ব্যাপারটা কেমন হয়? বাংলা ভাষা-ভাষি সকল লেখক এবং পাঠকগণ একই যায়গায় থাকবে এবং একই প্লাটফর্মে তাদের বই সম্পর্কিত অনুভূতিগুলো শেয়ার করবে। যেখানে শুধুমাত্র বই সম্পর্কিত আলোচনা হবে। কখন কোন বই প্রকাশিত হয়েছে বা হবে তা মুহুর্তেই বই প্রেমিরা জানতে পারবে। প্রিয় পাঠক, নিশ্চয়ই আপনি বই পড়তে অনেক ভালোবাসেন। আপনার লেখা বইয়ে রিভিউ গুলো খুবই সুন্দর, তাই পড়তে অনেক ভালো লাগে। বাংলাদেশে এই প্রথম পাঠকদের জন্য "বাংলাদেশ পাঠক ফোরাম" তৈরি করেছে boiinfo.com নামে চমৎকার একটি কমিউনিটি ওয়েবসাইট। এখানে আপনি আপনার বই সম্পর্কিত অনুভূতিগুলো ছড়িয়ে দিতে পারেন লাখো পাঠকের কাছে। এই ওয়েবসাইটের কি কি সুবিধা রয়েছে? এখানে খুব সহজেই অর্থাৎ শুধুমাত্র একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ফ্রিতে একটি অ্যাকাউন্ট খুলে আপনি হয়ে যেতে পারেন বইইনফো.কম এর একজন সম্মানিত লেখক। ১. থাকছে ফেসবুকের মত চমৎকার একটি প্রোফাইল। ২. একজন পাঠক অপরজনকে মেসেজ করার সুবিধা ৩. প্রিয়ো ক্যাটাগরি, লেখক, পাঠক, অথবা ট্যাগ ফলো দিয়ে রাখলেই ঐ সম্পর্কিত বইয়ের নটিফিকেসন। ৪. বই রিলেটেড বেশি বেশি আর্টিকেল লিখে এবং বই সম্পর্কিত প্রশ্ন করে জিতে নেয়া যাবে পয়েন্টস, স্পেশাল ব্যাজ এবং আকর্ষণীয় বই উপহার। ৫. যারা নিয়মিত পাঠক তাদের জন্য থাকছে ভেরিফাইড প্রোফাইল সহ আরো অনেক কিছু! বইইনফো.কম এর উদ্দেশ্য হলো বাংলা ভাষাভাষী সকল লেখক ও পাঠকদের কে একত্রিত করা। 💕লাইফ টাইম মেম্বার সিপ 💕কোন ধরনের সাবস্ক্রিপশন ফি নেই ♂️রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন মোট দুটি ধাপে। ১. সংক্ষিপ্ত তথ্য ও ইমেইল আইডি দিয়ে সাইন আপ করুন। ২. ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তাই দেরি না করে এখনি চলে আসুন বইয়ের দুনিয়ায়, আমরা তৈরি করতে চাই বই পাঠকের এক নতুন দুনিয়া! ফ্রি রেজিস্ট্রেশন করতে এখনই ক্লিক করুন। ♂️ boiinfo.com

মানিক বন্ধ্যোপাধ্যায় – একটি জীবন একটি ইতিহাস

একজন সাহিত্যিককে সম্পূর্ণরুপে সাহিত্যিক না বলা গেলে তাকে আর কি বলা যেতে পারে? তিনি সাহিত্য লিখেন, সাহিত্য জানেন, সাহিত্য নিয়ে গভীর চিন্তা করেন। তবু তৎকালীন সমসাময়িক সাহিত্যিকদের মাঝে তার কোনো বিস্তর জানাশোনা নেই। বিখ্যাত— অথচ কোনো বন্ধু নেই। ৪৮ বছরের জীবনে ৫৭ টি গ্রন্থের একটিতেও কোনো ব্যক্তিবিশেষকে উৎসর্গ করে নয়। গোড়া কমিউনিস্ট কিন্তু চূড়ান্ত ব্যক্তিত্ববাদী – তার রচনার মতোই একক ও একচ্ছত্র ।

মানুষটি প্রবোধকুমার বন্ধ্যোপাধ্যায় ওরফে মানিক বন্ধ্যোপাধ্যায়। দেখতে শ্যাম বর্ণের প্রবাল দেহ আর কঠোর তীক্ষ্ণ দৃষ্টি অথচ স্বভাবে স্পষ্টভাষী, নির্জন, চিন্তাশীল, বিশ্লেষণ প্রবণ এ লেখকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে বরাবরই ছিল কেবলই মানুষ। তাই পরবর্তীতে তাঁর রচনা বিশ্লেষণ করলে আমরা সেখানে বস্তুজগৎ ও অন্তর্জগৎ – প্রকৃতিচিত্রণ কমই দেখতে পাই।

“একটুখানি বুদ্ধি থাকলে যে কোনো লোক পাঠযোগ্য গল্প লিখতে পারে।” — সাহিত্য বিতর্কে নিজের এই বক্তব্যকে সত্য প্রমাণ করতে তিন দিনের মধ্যে লিখে ফেললেন তার প্রথম গল্প ‘অতসী মামী’। প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। প্রেসিডেন্সি কলেজে গণিতে পড়া সে ছাত্র সেই যে আকস্মিক সাহিত্যে যুক্ত হলেন, মৃত্যু অবধি তা থেকে অবসর নেয়ার আর সুযোগ হয়ে উঠেনি। লেখাপড়ার ইস্তফাও এ সময়ে টেনে দেন।

মানিক বন্ধ্যোপাধ্যায় স্বাধীনচেতা ও দূরদরশী একজন লেখক ছিলেন। তাঁর সময়ে রবীন্দ্র পরবর্তী কল্লোলীয় যুগে বাংলা সাহিত্যে যে আমূল পরিবর্তন ঘটেছিল তিনি তা সমর্থন করলেও, এ গোষ্ঠী বা যুগের লেখক বলে নিজেকে মনে করতেন না। তিনি যেমন এ যুগকে বাংলা সাহিত্যের এক বলিষ্ঠ প্রতিবাদ বলে আখ্যায়িত করেন ঠিক তেমনি আবার এর ব্যর্থতা স্বীকার করে বলেন, কল্লোল প্রকৃত বস্তুপন্থী সাহিত্য সৃষ্টি করতে পারেন নি।

তবে মানিকের নিজস্ব সাহিত্য পর্যালোচনা করলে দেখা যায় তাঁর সাহিত্য জীবনের শুরুতে তিনি নিজেও কল্লোলীয় ধারায় প্রভাবিত ছিলেন। তাঁর লেখা ‘অতসী মামী’ ও ‘দিবারাত্রির কাব্য’ যার সফল উদাহরণ। তবে সময়ের পরিপক্কতায় পরবর্তীতে রবীন্দ্র-শরৎ প্রভাব থেকে তাকে ক্রমেই মৌলিক লেখকে পরিণত করে। নিজেকে বারবার নতুন করে উপস্থাপনের চেষ্টাই তাকে স্বয়ংসম্পূর্ণ করেছে।

বিজ্ঞানের প্রাক্তন ছাত্র মানিক কৈশরে ফ্রয়েডবাদের প্রতি আকৃষ্ট হলেও সাহিত্য জীবনে এসে তা পরিত্যাজ্য করেন। তাঁর সাহিত্যে মানুষের আবেগের থেকে বেশি প্রাধান্য দিয়ে এসেছেন বাস্তবতা তথা সামাজিক ব্যস্ততাকে। তিনি মনে করতেন সাহিত্যে মানুষের অতি মিশ্রিত আবেগ বা রোমান্টিসিজমের থেকে বেশি যখন গূঢ় বাস্তবতার বহিঃপ্রকাশ হবে তখনই তা প্রকৃত সাহিত্য বলে ফুটে উঠবে।

উনিশ শতকের শেষের দিকে বিশ্বে ঘটে যাওয়া বাস্তববাদী শিল্পের অভ্যুত্থানে সামিল হতে সর্বোপর চেষ্টা তিনি করেছিলেন। কিছুটা সফলও হয়েছিলেন। এ সম্পর্কে তাঁর স্ব-স্বীকারোক্তিতে তিনি বলেছেন, “সচেতনভাবে বস্তুবাদের আদর্শ গ্রহণ করে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সাহিত্য করিনি বটে – কিন্তু ভাবপ্রবণতার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ সাহিত্যে আমাকে বাস্তবকে অবলম্বন করতে বাধ্য করেছিল।”

অপরদিকে ফ্রয়েড ও মার্ক্সের ব্যাপারে মানিক যেমন সুস্পষ্ট ছিলেন, অস্তিত্ববাদ সম্পর্কে তাঁর তেমন স্পষ্ট উল্ল্যেখ না থাকলেও, যখন ‘পুতুলনাচের ইতিকথায়’ শশী বলে উঠে, “ কাজ আর দ্বায়িত্ব ছিল জীবনে, কাজ আর দ্বায়িত্বের জীবনটা আবার ভরপুর হয়ে উঠিল” তখন এর মধ্যে আমরা অস্তিত্ববাদী চরিত্রের প্রভাব প্রকটভাবে ফুটে উঠতে দেখি।

নিজের সাহিত্য জীবনের শেষ পর্যায়ে এসে অস্তিত্ববাদী ও মার্ক্সবাদীর এক সম্মিলন সাধন করেছিলেন মানিক। ‘আরোগ্য’ উপন্যাসে এসে যখন কেশব আবিষ্কার করে “ ‘ব্যক্তিগত’ অসুখের কারণ ‘সামাজিক’ “– তখন আমরা এর মাঝে মানিকের এমন আদর্শের অস্তিত্ব দেখতে পাই। তবে মানিকের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে, তাঁকে নির্দিষ্ট কোনো প্রকোষ্ঠে আবদ্ধ করা যায় না। যখন তিনি বিশুদ্ধ মার্ক্সবাদী তখন তাঁর মাঝে থাকা পূর্বের ফ্রয়েডকেও বর্জন করতে পারেন নি। সাহিত্যের পরিমণ্ডলে তিনি ছিলেন সদা সচল, পরিবর্তমান, ক্রম অগ্রসমান।

ব্যক্তি জীবনে সাহিত্যের মতো মানিক তাঁর নিজের চিন্তাচেতনায় স্বাধীন ছিলেন। ১৯৪৪ সালে কমিউনিস্টে যোগ দান করার পর যখন ১৯৪৬ সালে দাঙ্গাবিরোধী ভূমিকায় নেমেছিলেন- তখন এর জন্যে তাঁকে শুনতে হয়েছিল ‘মুসলমানদের দালাল’। তবু নিজ জীবনের শেষ দিন অবধি তিনি কমিউনিস্ট দলের সদস্য হিসেবেই ছিলেন।

বাবার চাকরি সূত্রে দেশ ঘুরে বেড়ানো চঞ্চল, দুরন্ত মানিক তাঁর এই স্বাধীনতার অধিকার ছোটতেই অর্জন করেছিলেন। হঠাৎ দিন চার-পাঁচের জন্য জন্য হারিয়ে যেতেন টাঙ্গাইলের মাঝিমাল্লার দেশে, কখনো বা টালিগঞ্জের বস্তিতে কাটিয়ে দিতেন সারাদিন। বোধ হয় এর জন্যেই তাঁর উপন্যাস-গল্পে বস্তুবাদ মানুষের অস্তিত্বের সমুখ ধারণা আমাদের চিন্তায় বিস্মিত করে তোলে। অবশ্য এ নিয়ে মানিক নিজেই গর্ব করে বলেন, “…… আড়াই বছর বয়স থেকে আমার দৃষ্টিভঙ্গির ইতিহাস আমি মোটামুটি জেনেছি।”

সাহিত্যের ভূত মাথায় চাপবার পর যখন বড়ো ভাইয়ের সাথে ঝগড়া করে ১৯৩০ এ ঘর ছেড়েছিলেন, তখন থেকে দারিদ্রতা আর তাঁর পিছু ছাড়ে নি। মানিক চাকরী বিরোধী ছিলেন। তবে তিনি চাকরী করেছেন আবার খারিজও হতেন। এর মাঝে ১৯৩৫ এ ‘পুতুলনাচের ইতিকথা’ লিখবার সময় তাঁর আজীবনের সঙ্গী হয়ে আসে মৃগী রোগ। এ বছরই গ্রন্থকার হিসেবে আবির্ভূত হন।

এভাবেই চাকরী, বিবাহ, একটি ছোট প্রেস ও প্রকাশনা সংস্থার মধ্য দিয়েই অতিবাহিত হয় তাঁর জীবন। তবু নিজের জীবনকে কখনো ছোট করে দেখেন নি তিনি। বড়ো ভাইকে দেয়া এক চিঠিতে তিনি গর্ব করে লিখেছিলেন,” …… তিন-চার বছরের মধ্যে বাংলা সাহিত্যের অধিকাংশ সমালোচক স্বীকার করিয়াছেন যে, রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরবর্তী যুগে আমিই সর্বশ্রেষ্ঠ লেখক।”


তবে মানিকের ব্যাপারে পরে মোহিতলাল বলেছিলেন, শুরুর দিকে যে শক্তিশালী মানিককে পাঠক আবিষ্কার করেছিল, বয়সের সাথে সাথে তা তার শক্তি হারিয়েছে। যা তাঁকে একজন রূপকার কবির আসন থেকে রূপ-বিদ্রোহী কর্ম্মকারের পদবীতে নামিয়ে এনেছে।

দস্তয়েভস্কি যেমন ছিলেন জুয়ায় আসক্ত, তেমনি মানিক ছিলেন মদ্যাসক্ত। দুজনেই ছিলেন মৃগী রোগী। দস্তয়েভস্কি যেমন জুয়ায় সর্বস্ব না-হারানোর পর্যন্ত লেখায় বসতেন না, মানিকের কাছে আসরও ছিল তেমনি। শেষ জীবনে যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন অতুলচন্দ্র গুপ্ত।

জীবনের দারিদ্রটা যখন চরমে, তখন পশ্চিমবঙ্গ সরকার থেকে তাঁকে মাসিক ১০০ টাকা বৃত্তি হিসেবে দেয়ার ব্যবস্থা করা হয়। এছাড়াও তাঁর ঋণ পরিশোধের জন্য রাজ্য সরকার এককালীন ১৯০০ টাকা দিয়েছিলেন। ৪৮ বছর বয়সের শেষে এমনই কোন এক ভোরে নীলরতন সরকার হাসপাতালে অচেতন অবস্থায় মৃত্যু হয় বাংলা সাহিত্যের নির্জনতম কথা-সাহিত্যিক মানিক বন্ধ্যোপাধ্যায়ের। সময়টি ছিল, ১৯৫৬ সাল ৩ ডিসেম্বর ; বাংলা, ১৭ অগ্রহায়ণ ১৩৬৩।

উল্লেখ্য, বাংলা সাহিত্যকে রোমান্টিসিজম বা অতি কল্পনীয় ধারা থেকে পরিত্রাণ দিতে ১৯২৩ সালে দীনেশরঞ্জন দাশের প্রতিষ্ঠা করা ‘কল্লোল’ পত্রিকার হাত ধরেই বলা চলে বাংলায় কল্লোলীয় যুগের আবর্তন। কল্লোলীয় যুগ মূলত রবীন্দ্রোত্তর ও বস্তুবাদকে আদর্শ ধরে বাংলা সাহিত্যে যে পালাবদল ঘটে সে সময়কালকেই বোঝানো হয়।

এ যুগের সূচনায় ভূমিকা রেখেছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু প্রমুখ সাহিত্যিকেরা। কল্লোলীয় চেতনার মূলে আমরা দেখতে পাই, রবীন্দ্রোত্তর বস্তুবাদী সাহিত্য সৃষ্টি, কবিতা ও কথাসাহিত্যে দ্রোহী চেতনা, বিদেশি সাহিত্য থেকে পরিগ্রহণ ইত্যাদি ছিল এ যুগের প্রধান বিষয়বস্ত।

তথ্যসূত্র : মানিক বন্ধ্যোপাধ্যায় অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা
লেখক : আবদুল মান্নান সৈয়দ
প্রথমা প্রকাশনী

Md Rafsan

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

Related Posts

Leave a comment

7 Comments

  1. Доброго часу доби пани[url=https://ccwater.kiev.ua/].[/url]
    [url=https://ccwater.kiev.ua/][img]https://i120.fastpic.org/big/2022/0701/2a/e3eeeef0cd390c35334c3285837bea2a.jpg[/img][/url]
    Пропонуємо до Вашої уваги цікавий сайт для замовлення чистої питної води.[url=https://ccwater.kiev.ua/]купити води[/url],[url=https://ccwater.kiev.ua/]вода додому[/url], [url=https://ccwater.kiev.ua/]вода доставка[/url],[url=https://ccwater.kiev.ua/]замовити воду[/url],[url=https://ccwater.kiev.ua/]вода бутильована[/url],[url=https://ccwater.kiev.ua/]вода доставка[/url] и [url=https://ccwater.kiev.ua/]купити воду ціна[/url].
    Доставка води в Києві. За нормами ВООЗ дорослій людині необхідно не менше 1,5 л чистої води щодня. При цьому якість питної рідини не менш важливо, ніж кількість. Оптимальним варіантом вважається очищена столова вода, призначена для щоденного застосування.Сама ідеальна вода для втамування спраги, приготування напоїв і страв для дорослих і дітей. Нашу воду в будь-яких обсягах можна замовити з доставкою по Києву в офіс або додому. Найшвидша доставка питної води в Києві ключовою перевагою компанії є швидка доставка. Вже через 60 хвилин після підтвердження замовлення на сайті, вода в зазначених обсягах прибуде в будь-яку точку Києва. Ми пишаємося оперативною і злагодженою роботою наших співробітників, які зробили можливим настільки швидку обробку замовлень в умовах мегаполісу. Якщо з технічних причин замовлення прибуло пізніше, то ви гарантовано отримуєте знижку 10% за кожні 10 хвилин простою. Замовити воду можна 7 днів на тиждень з 8:00 до 20:00, в неділю – з 9: 00 до 18: 00. Оператори колл-центру обробляють замовлення максимально швидко, а крім того вони дають детальну консультацію з усіх питань доставки води, в тому числі в оптових кількостях. Джерела питної води Наша вода видобувається з глибинних свердловин на рівні 335 м.видобута з артезіанських джерел вона проходить тестування в лабораторії, де визначається мінеральний склад і відповідність міжнародним нормам. Багатоступенева система фільтрації дозволяє отримати кристально чисту рідину, ідеально збалансовану по мікроелементному складу воду. Зверніть увагу на переваги нашої продукції: безпека-завдяки природним джерелам і глибокому очищенню наша питна вода підходить для дітей і дорослих. Екологічність – на глибині буріння наших свердловин знаходяться підземні джерела, в яких немає токсинів і шкідливих хімічних домішок антропогенного походження. Природний склад-внаслідок фільтрації рідина ідеально балансується по мікроелементному складу. Природний смак-низька концентрація мінералів дозволяє отримати воду нейтрального освіжаючого смаку, що найкраще підходить для пиття в натуральному вигляді і приготування їжі. Вже готову для вживання воду розливають в міцні бутлі, які після використання можуть бути схильні до вторинної обробки, що екологічно і сучасно. Контроль якості питної води піклуючись про своїх клієнтів, ми гарантуємо високу якість води. Фахівці компанії перевіряють її склад на відповідність міжнародному стандарту FSSC 22000. Крім регулярного контролю якості питної води, ми перевіряємо чистоту бутлів, які пройшли процедуру автоматичного миття та знезараження. Саме тому можна стверджувати, що питна вода принесе тільки користь вашому організму.
    Від щирого серця Вам всіх благ!
    [url=https://ccwater.kiev.ua/]очищена вода[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода 19[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода в офіс[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода бутель[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода бутильована 19 літрів ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка бутильованої води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду з доставкою по києву[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка бутильованої питної води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]постачання води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода питна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода київ доставка ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вартість бутильованої води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити питну воду додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити бутильовану воду київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення бутильованої води в офіс[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода доставка додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода кулер[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду київ акція[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду у бутлях[/url]
    [url=https://ccwater.kiev.ua/]чиста вода[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]київ доставка води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]компанії з доставки води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка питної води київ ціни[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода з доставкою додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення питної води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити бутильовану воду додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити бутильовану воду в києві[/url]
    [url=https://ccwater.kiev.ua/]компанія з доставки питної води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду додому київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення доставка води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода 19 л доставка[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода бутильована київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода купити[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода додому київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води акція[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити доставку води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода в школу[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода для дому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду в бутлях київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода замовити[/url]
    [url=https://ccwater.kiev.ua/]безкоштовна доставка води київ[/url]

  2. Здрастуйте товариші[url=https://ccwater.kiev.ua/].[/url]
    [url=https://ccwater.kiev.ua/][img]https://i120.fastpic.org/big/2022/0701/2a/e3eeeef0cd390c35334c3285837bea2a.jpg[/img][/url]
    Є такий чудовий сайт для замовлення чистої питної води.[url=https://ccwater.kiev.ua/]купити води[/url],[url=https://ccwater.kiev.ua/]вода додому[/url], [url=https://ccwater.kiev.ua/]вода доставка[/url],[url=https://ccwater.kiev.ua/]замовити воду[/url],[url=https://ccwater.kiev.ua/]вода бутильована[/url],[url=https://ccwater.kiev.ua/]вода доставка[/url] и [url=https://ccwater.kiev.ua/]купити воду ціна[/url].
    Доставка води по Києву: здоровий спосіб життя в ритмі мегаполісу.З ходом індустріального і технічного прогресу, людство все далі віддалялося від природи, віддалялося від своїх витоків на користь штучного, але тепер, досягаючи небувалого прогресу, блудний син все більше прагне повернутися до матері-землі.На хвилі популяризації правильного харчування спорту та ведення здорового способу життя, підвищується актуальність питання здорового пиття і насичення організму необхідними мінералами і мікроелементами.Доставка питної води в кожен будинок або офіс в Києві.Торгова марка зарекомендував себе постачальник якісної бутильованої води, максимально наближеною за своєю структурою і складом до гірських джерел. Компанія бере початок в 2006 році, коли вперше запропонувала власний вид питної води з доставкою на замовлення на ринку Києва. Беручи за основу стандарти якості води високогірних скандинавських джерел, за допомогою передових технологій і високоточного обладнання General Electric, Magnum, Clack Wave Cyber і Park Structural Tanks. Компанією досягається гранична схожість якості та хімічного складу талої води, формула якої трепетно оберігається трирівневим захистом продукції ТМ Скандинавія від підробок, зберігаючи автентичність і оригінальність.Перед характерною обробкою, підготовка води проходить комплексне поетапне виробництво: механічне очищення і фільтрація. На цьому етапі з води видаляються домішки і дрібнодисперсні частинки;абсорбційна фільтрація. Обробка води активованим вугіллям, що контролює кількість розчинних органічних речовин; пом’якшення води. Обробка води до отримання оптимального вмісту кальцію і магнію;купажування. Змішування одного потоку води з другим, зворотньоосмотичним, насичення води мінералами; УФ опромінення як фінальна природна бактерицидна обробка, безпечна для здоров’я людини. Розлив води, що пройшов сертифікацію за системою світового стандарту якості ISO 9001 та ISO 22000, здійснюється на обладнаному заводі. Весь процес виробництва повноцінно автоматизований при жорсткому контролі якості. Кожна бутель проходить процес глибокого очищення і дезінфекції і подальшого ополіскування, що гарантує чистоту і якість води в кожній бутлі.За 5 років роботи компанії, бездоганна якість, зручні класичні бутлі, гнучкі часові рамки, програми лояльності та знижки дозволили забезпечити доставку найкращої питної води в Києві в кожен будинок і офіс в будь-який зручний час.
    Побачимося!
    [url=https://ccwater.kiev.ua/]доставка питної води київ ціни[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити бутильовану воду в києві[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка бутильованої питної води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]київ доставка води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води додому київ недорого[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода 19[/url]
    [url=https://ccwater.kiev.ua/]постачання води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка бутильованої води київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]компанія з доставки питної води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення води київ ціни[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду київ акція[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода питна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити бутильовану воду київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка бутильованої води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода кулер[/url]
    [url=https://ccwater.kiev.ua/]компанії з доставки води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода в школу[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води акція для нових клієнтів[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода з доставкою додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити бутильовану воду додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода в офіс[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води чиста вода[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду в бутлях київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода 19 л доставка[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду у бутлях[/url]
    [url=https://ccwater.kiev.ua/]чиста вода[/url]
    [url=https://ccwater.kiev.ua/]купити воду з доставкою по києву[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води день у день[/url]
    [url=https://ccwater.kiev.ua/]очищена вода[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду додому київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода 19 літрів[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода київ доставка ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення доставка води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода бутильована 19 літрів ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення бутильованої води київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду київ ціна[/url]
    [url=https://ccwater.kiev.ua/]безкоштовна доставка води київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода купити[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовлення води додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода додому київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода для дому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити питну воду додому[/url]
    [url=https://ccwater.kiev.ua/]замовити воду в бутлях київ[/url]
    [url=https://ccwater.kiev.ua/]вода питна київ доставка[/url]
    [url=https://ccwater.kiev.ua/]бутильована вода замовити[/url]
    [url=https://ccwater.kiev.ua/]доставка води київ[/url]

  3. Good day [url=https://whenismovie.com/].[/url]
    I found your forum very attractive and promising.
    I want order advertising space for a banner in the top of the site, for $ 1100 per month.
    Pay I will be through WebMoney, 50% immediately, and 50% in 2 weeks. And yet, the address of my portal https://whenismovie.com/ – will it not contradict the topic? Thank you!
    Write about your decision to me in the PM or to the mail viktoriailovebackcham@gmail.com

  4. Good afternoon [url=https://whenismovie.com/].[/url]
    I found your forum very attractive and promising.
    I want order advertising space for a banner in the top of the site, for $ 1100 per month.
    Pay I will be through WebMoney, 50% immediately, and 50% in 2 weeks. And yet, the address of my portal https://whenismovie.com/ – will it not contradict the topic? Thank you!
    Send a letter about your decision to me in the PM or to the mail viktoriailovebackcham@gmail.com

  5. Good day [url=https://russtoday.com/].[/url]
    I found your forum very attractive and promising.
    I want place advertising space for a banner in the header , for $ 1400 per month.
    Pay I will be through WebMoney, 50% immediately, and 50% in 2 weeks. And yet, the address of my page https://russtoday.com/ – will it not contradict the topic? Thank you!
    Send a letter about your decision to me in the PM or to the mail 1jannakuchinskaya20196@gmail.com

  6. Can’t change my password ??
    What am I doing wrong?
    Please tell me.
    Thank you.

    Прошу подсказать, как мне изменить пароль?
    Может мне создать новый логин и пароль?
    Прошу помочь.
    Спасибо.

নতুন প্রকাশিত হওয়া আর্টিকেলগুলো

Boi Info Latest Articles

কাল থেকে পড়তে বসবো!

কাল থেকে পড়তে বসবো!

❐ আপনার কিন্তু কিছুদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা, ইনকোর্স অথবা সেমিস্টার ফাইনাল। আপনি পড়াশোনা ফেলে এখনও দিব্যি ফেইসবুক স্ক্রল করছেন, আর ভাবছেন কাল থেকে পড়তে বসবেন! আমাদের এই প্রজন্মকে ”ইলেভেন্-থ আওয়ার জেনারেশন” বললে বোধহয় ভুল হবে না। ইলেভেন্-থ আওয়ার বাক্যাংশের অর্থ দাঁড়ায় নির্ধারিত সময়ের একেবারে শেষ পর্যায়ে যেয়ে কোনো কাজ সম্পাদন করা। মিলিয়ে দেখুন, আপনার কাছে […]

এস্কেভেটর ভাড়া ঢাকা – Excavator Rental Service Dhaka

এস্কেভেটর ভাড়া ঢাকা – Excavator Rental Service Dhaka

এখন ঢাকা বিভাগের মধ্যে যেকোনো সাইজের এস্কেভেটর/ভেকু/Excavator ভাড়া করুন ট্রাকভাড়া.কম এর মাধ্যমে। বিস্তারিত জানতে কল করুন 01771536999 নম্বরে।

নারী-পুরুষেরসেক্সুয়াল ওরিয়েন্টেশনের ভিন্নতা এবং পরিশীলিতযৌন-শিক্ষার প্রয়োজনীয়তা

নারী-পুরুষেরসেক্সুয়াল ওরিয়েন্টেশনের ভিন্নতা এবং পরিশীলিতযৌন-শিক্ষার প্রয়োজনীয়তা

আমরা পুরুষরা নিজেদের যৌন আচরণ সম্পর্কে যতটা ধারণা রাখি—তার ন্যূনতম ধারণাও নারীদের ব্যাপারে আমাদের থাকে না। এমনকি সম্ভবত পুরুষের যৌন আচরণের ব্যাপারে নারীদের ধারণাও খুব একটা ক্লিয়ার না। দুঃখজনক হলেও সত্য—আমরা নারীদের যৌন আচরণ ও আকাঙ্ক্ষা সম্পর্কে জ্ঞান লাভ করি গল্প, উপন্যাস, কবিতায়! কেউকেউ দ্বারস্থ হয়—অশ্লীল সিনেমা কিংবা পর্নোগ্রাফির—যার বেশিরভাগের রচয়িতা বা নির্মাতা স্বভাবতই পুরুষ। […]

এলাইজা – একটি অর্থহীন কাহিনি

এলাইজা – একটি অর্থহীন কাহিনি

মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু পর্যায় আসে যখন সে বুঝতে পারে না, যে কোনটা ভুল আর কোনটা ঠিক, কী করতে হবে আর কী করতে হবে না! কাছের মানুষদের ধীরে ধীরে বদলে যেতে দেখে। ঠিক তেমনই একটা অদ্ভুত সময় কাটছিল অভির জীবনে। তারপরেই হুট করে সবকিছু বদলে পেল! মাঝে মাঝে যেন নিজের অজান্তেই অন্য এক […]

যেভাবে মজা করতেন নবীজি সা.

যেভাবে মজা করতেন নবীজি সা.

হাদিস শরিফের ঘটনা। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ‘ইয়া রাসূলাল্লাহ! আমাকে একটি উট দিন।’ সে সময় উটকে সবচে’ মূল্যবান সম্পদ মনে করা হতো। আর উট-ওয়ালাকে ধনী মনে করা হতো। যার কাছে যতো বেশি উট থাকত সে ততো অধিক ধনী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি তোমাকে উটনির বাচ্চা দেবো।’ […]

অবাধ্যতার ইতিহাস বইটি সম্পর্কে কিছু তথ্য

অবাধ্যতার ইতিহাস বইটি সম্পর্কে কিছু তথ্য

ইতিহাস বিষয়ক বইগুলোর মধ্যে ভালো রিভিউ পেয়েছি যে বইগুলোতে, তার মধ্যে ‘অবাধ্যতার ইতিহাস’ একটি। চিন্তা করলাম, কেন এত ভালো রিভিউ আসছে বইটি নিয়ে? রিভিউগুলো পড়তে পড়তে একজন পাঠকের মন্তব্যে চোখ আটকে গেল। তিনি লিখেছেন:.’এই বইকে যদি ১০০০ স্টারও দিতে হয়, তবুও কম হয়ে যায়। আল্লাহ ডা সামসুল আরেফিন স্যার কে নেক হায়াত দান করুন। বইটা […]

আল্লাহর আনুগত্যে যেমন ছিলেন সালাফরা.

আল্লাহর আনুগত্যে যেমন ছিলেন সালাফরা.

সালাফদের বিস্ময়কর ইবাদত বইটিতে নামাযে, রোযায়, হজ্বে, তিলাওয়াতে, তাকওয়া অবলম্বনে সালাফরা যে অবিরাম সাধনার সোনালি সাক্ষর রেখে গেছেন, সেইসব বিস্ময়কর ঘটনাবলী উল্লেখ করা হয়েছে।

যে বইটিকে বলা যায় উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর

যে বইটিকে বলা যায় উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর

বইটিকে বলা যায় উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর . কুরআনের একেকটি তাফসীর স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ। কুরআন এমন এক গভীর সমুদ্র, যার তলদেশে মণিমুক্তোর শেষ নেই। আর সেই মণিমুক্তোর একেকটি অংশের দেখা আপনি পাবেন একেকটি তাফসীরে। উপমহাদেশের প্রখ্যাত দুই আলেমে দ্বীনের হাতে রচিত ‘তাফসীরে উসমানী’ এমনই এক মুক্তোর আধার। . শাইখুল হিন্দ লিখিত কুরআনের তরজমা ও সূরা ফাতিহা, […]

বই পড়ার ৬টি উপকারিতা

বই পড়ার ৬টি উপকারিতা

বই পড়ার ৬টি উপকারিতা পার্সোনাল গ্রোথ বা আত্ম উন্নয়নের জন্য বই পড়া বেশ কার্যকরী একটি উপায়। কাগজের বই বলুন আর ই-বুক কিংবা আর্টিকেল, অবসর সময়ের সদ্ব্যবহার করতে চাইলে এর জুড়ি মেলা ভার। তাছাড়া বই পড়ার আরও অনেক উপকার রয়েছে। যেমন: . 💭 বই আপনার কল্পনাশক্তি বাড়ায় — একজন পড়ুয়া ব্যক্তির কল্পনা এবং একজন সাধারণ মানুষের […]

ম্যাজিক মুনশি – হুমায়ূন আহমেদ

ম্যাজিক মুনশি – হুমায়ূন আহমেদ

  ম্যাজিক মুনশি – হুমায়ূন আহমেদ ম্যাজিক মুনশিকে কোনো উপন্যাস বলা যাবে কি? আত্মজৈবনিক গোছের একটি লেখা ম্যাজিক মুনশি। ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমাটির সেট দেখতে দলবল নিয়ে হাওড় অঞ্চলে যাওয়ার সময় ঝড়ের মুখে পড়ে তারানগর নামক অঞ্চলে লঞ্চ থামাতে হয়েছিলো লেখকের দলটিকে। সেসময় পরিচয় ঘটা একটি চরিত্রকে নিয়েই লেখা হয়েছে বইটি। বরাবরই হুমায়ূন আহমেদের বিচিত্র মানুষের […]

পরিশুদ্ধ ক্বলব – ক্বলবকে পরিশুদ্ধ করার কৌশল নিয়ে বই

পরিশুদ্ধ ক্বলব – ক্বলবকে পরিশুদ্ধ করার কৌশল নিয়ে বই

ক্বলবকে পরিশুদ্ধ করার কৌশল নিয়ে বই ‘পরিশুদ্ধ ক্বলব’ অন্তরের রোগ ও চিকিৎসা, স্বভাব ও প্রতিরোধব্যবস্থা, কপটতা ও প্রতিকার নিয়ে খুবই মর্মভেদী আলোচনা তুলে ধরা হয়েছে বইটিতে। অন্তরকে কীভাবে একনিষ্ঠ করা যায়, কীভাবে যাবতীয় কালিমা থেকে মুক্ত করা যায়, বন্ধু ও শত্রুর মাঝে কীভাবে পার্থক্য করা যায়, দুআ ইসতিগফার কীভাবে করতে হয়, কীভাবে তা কার্যকর হয় […]

বাবুদের জন্য প্রোগ্রামিং – এখন বাবুরাও করবে কম্পিউটার প্রোগ্রামিং!

বাবুদের জন্য প্রোগ্রামিং – এখন বাবুরাও করবে কম্পিউটার প্রোগ্রামিং!

এখন বাবুরাও করবে কম্পিউটার প্রোগ্রামিং! . আপনি বড় মানুষ, খটাখট কিবোর্ড চেপে ঠুসঠাস কোড লিখে যান। তাই বলে কি ভেবেছেন আর কেউ কোড লিখতে পারে না? এবার বাবুরা আপনাকে দেখিয়ে দেবে বয়সে ছোট হলেও ওরাও পারে প্রোগ্রামিংয়ের জগতে ছুটোছুটি করতে। ওদের শার্প ট্যালেন্ট দিয়ে ওরা সহজেই শিখে ফেলতে পারে প্রোগ্রামিংয়ের অনেক কিছু। আর এই শেখানোর […]

Kemon Celo Priyo Nobir Alapcharita – কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা

Kemon Celo Priyo Nobir Alapcharita – কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা

নিশ্চয়ই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজেই ছিলেন আদর্শস্বরূপ। তার সুবাসিত জীবনচরিত অধ্যয়ন করে আমরা তা জেনেছি। আমরা আরও জেনেছি, তিনি কথোপকথনের ক্ষেত্রেও ছিলেন আদর্শ। তাই আমাদের তা শেখা উচিত।   বর্তমান ক্রমবর্ধমান উন্নতি এবং নানা ব্যস্ততার এ যুগে আমরা দেখতে পাই যে, মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্কের বাঁধনগুলো ছিন্ন হয়ে পড়েছে। এর বদলে বহু হৃদয়েই […]

ইতিহাসখ্যাত সব মুসলিম ব্যক্তিত্ব – বিস্মৃত মুসলিম মানস

ইতিহাসখ্যাত সব মুসলিম ব্যক্তিত্ব – বিস্মৃত মুসলিম মানস

ইতিহাসখ্যাত সব মুসলিম ব্যক্তিত্ব অন্ধকারে ডুবে যাওয়া এক ধরণীতে আলোর ফোয়ারা হয়ে এসেছিল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জগৎবাসীর সামনে পেশ করেছিলেন অনুপম এক আদর্শের বয়ান। এই আদর্শ আর চেতনাকে ধারণ করে উত্থান হয় নতুন এক সভ্যতার, যাদের হাত ধরে পাল্টে যায় ইতিহাসের গতিপথ! ইতিহাস পাল্টে দেওয়া এই সভ্যতার অগ্রযাত্রায় শামিল হয়েছিলেন অনেকেই। ইসলামী […]

পৃথিবীর রং-তামাশা! – সিয়ান

পৃথিবীর রং-তামাশা! – সিয়ান

| পৃথিবীর রঙ-তামাশা | বেদনাই দুনিয়াবি জীবনের সারকথা। যদিও জীবনের রঙ-চং, বিনোদন, উচ্ছ্বাসের তীব্রতা—এইসব দেখে মনে হয় জীবনটা বোধহয় কখনোই ফুরাবে না। এই তো সেদিনের কথা, ছোট্ট ছেলেটি ছিলাম। দেখতে দেখতে বয়স ত্রিশের কোঠায়। একদিন বার্ধক্যে যাবো, হয়তো বা তার আগেই মারা যাবো। আমি তো আল্লাহকে বিশ্বাস করি। আখিরাত আছে বলে মানি। কিন্তু তবুও কেন […]

রাগ কি মানসিক রোগ? রাগ নিয়ন্ত্রণের ২০ টি উপায়

রাগ কি মানসিক রোগ? রাগ নিয়ন্ত্রণের ২০ টি উপায়

  রাগ কি মানসিক রোগ লেখা: অর্পিতা ঐশ্বর্য ‍কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন, কিছু কিছু মানুষ আছে হঠাৎ হঠাৎ করেই রেগে যান , খুব সামান্য কিছু হলেই যেন রাগে তাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়, আবার কিছুক্ষণ পর সেই মানুষ টা বুঝতে পারে আসলেই তার রাগ করা উচিত হয়নি । রাগ এমন […]

দ্য ডে অব দি জ্যাকেল – মূল : ফ্রেডারিক ফরসাইথ

দ্য ডে অব দি জ্যাকেল – মূল : ফ্রেডারিক ফরসাইথ

দ্য ডে অব দি জ্যাকেল মূল : ফ্রেডারিক ফরসাইথ অনুবাদ : মোহাম্মদ নাজিম উদ্দিন প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০৫ প্রচ্ছদ : দিলান প্রকাশনা : বাতিঘর প্রকাশনী জঁরা : থ্রিলার রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ ফ্রান্সের একনায়ক দ্য গলের উপর ছয়-ছয়বার ব্যর্থ আক্রমণ হয়েছে। বিদ্রোহী এক গ্রুপ ওএএসের অবস্থা খারাপ। রোমে এক হোটেলে অবস্থান করছেন তিনজন […]

Eklobber Aungul By Shomiron Das | একলব্যের আঙুল – লেখক সমীরণ দাস

Eklobber Aungul By Shomiron Das | একলব্যের আঙুল – লেখক সমীরণ দাস

★ পাঠ প্রতিক্রিয়া ★ ———————- ☞ উপন্যাস : একলব্যের আঙুল ☞ লেখক : শ্রদ্ধেয় সমীরণ দাস ☞ প্রকাশক : প্ল্যাটফর্ম ☞ মূল্য : ২৭৫/- টাকা (প্রথম প্রকাশ) ———————————- ✪ “একলব্য” মহাভারতের একটি বহু বিতর্কীত চরিত্র। বিভিন্ন বইতে আমরা একলব্যকে বিভিন্ন ভাবে পেয়েছি। তারমধ্যে কোনটি সঠিক কোনটি বেঠিক তার বিচারের ভার এই অধম পাঠকের নয়। এটি […]

র‌বের প‌থে যাত্রা   –   মুহাম্মাদ শা‌কিল হোসাইন

র‌বের প‌থে যাত্রা – মুহাম্মাদ শা‌কিল হোসাইন

আশা-আকাঙখাকে সার্বক্ষণিকভাবে বিবেক দ্বারা বিদ্ধ করে রাখা। কামনা-বাসনাকে সর্বক্ষণ পাহারায় রাখা। চিন্তার ময়লা দূরে করে চিন্তাকে পরিশুদ্ধ করা। অন্তরকে সত্য ও সুন্দর দিয়ে সজ্জিত রাখা এবং এসবের মাঝেই অন্তরকে ব্যস্ত রাখা। কামনার চোখকে চেতনার আলো প্রদান করা- এই যদি হয় ধ্যানের অর্থ তবে কোনো সমস্যা নেই। বরং এই প্রকারের ধ্যান ইসলামের একান্ত কাম্য। ইসলাম চায় […]

র‌বের প‌থে যাত্রা   –   মুহাম্মাদ শা‌কিল হোসাইন

র‌বের প‌থে যাত্রা – মুহাম্মাদ শা‌কিল হোসাইন

আশা-আকাঙখাকে সার্বক্ষণিকভাবে বিবেক দ্বারা বিদ্ধ করে রাখা। কামনা-বাসনাকে সর্বক্ষণ পাহারায় রাখা। চিন্তার ময়লা দূরে করে চিন্তাকে পরিশুদ্ধ করা। অন্তরকে সত্য ও সুন্দর দিয়ে সজ্জিত রাখা এবং এসবের মাঝেই অন্তরকে ব্যস্ত রাখা। কামনার চোখকে চেতনার আলো প্রদান করা- এই যদি হয় ধ্যানের অর্থ তবে কোনো সমস্যা নেই। বরং এই প্রকারের ধ্যান ইসলামের একান্ত কাম্য। ইসলাম চায় […]

আমি থেকে আমরা – সিরাজাম বিনতে কামাল

আমি থেকে আমরা – সিরাজাম বিনতে কামাল

“বিয়ে” দুই অক্ষরের শব্দটির অর্থ যেনো স্বপ্নের ভেলা। তরুণ তরুণীদের কাছে বিয়ে মানে বহুল আকাঙ্ক্ষিত সেই জগৎ যেখানে থাকবে সীমাহীন আনন্দ। অনেক অনেক খেয়াল রাখা। ঘুরাঘুরি করা। বারান্দাবিলাস। দুজন একসাথে কফি খাওয়া। ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলেই কী তাই! বিয়ে মানেই ফানুস না, কোনো স্বপ্ন না। বিয়ে একটা ইবাদাত। বিয়ে হলো উত্তম সুন্নাহ। বিয়ে একটা পবিত্র […]

ঋভু    –    শরিফুল হাসান

ঋভু – শরিফুল হাসান

সাড়ে তেইশ শো বছর আগে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই কাজে তাকে সহায়তা করেন তার বন্ধু চাণক্য পন্ডিত। আমরা সবাই জানি অর্থশাস্ত্র লিখেছেন চাণক্য পন্ডিত কিন্তু আরেকটি বিষয় যা জানি না তা হলো তিনি আরেকটি গ্রন্থ লিখেছেন- যুদ্ধশাস্ত্র। এই শাস্ত্র দিয়ে চিরতরে বদলে যেতে পারে যেকোনো যুদ্ধের পরিণতি। সেই জ্ঞানের উত্তরাধিকার ছেড়ে যান […]

মাসিক চুক্তিতে মিনি কাভার ভ্যান ভাড়া দেওয়া হয় | Monthly Basis Mini Covered Van Rental Service

মাসিক চুক্তিতে মিনি কাভার ভ্যান ভাড়া দেওয়া হয় | Monthly Basis Mini Covered Van Rental Service

মাসিক চুক্তিতে মিনি কাভার ভ্যান ভাড়া দেওয়া হয় | Monthly Basis Mini Covered Van Rental Service We Provide Best Quality Monthly Basis Truck/Pickup/Mini Pickup/Covered Van/Mini Covered Van/Tata Ex2 Mini Covered Van Rental Service এছাড়াও.. দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান ক্রেন, চেইন কপ্পা ও কার্গো গাড়ি ভাড়া করুন, খোলা ও কাভার্ড […]

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও? | ইসলামী কবিতা

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও? | ইসলামী কবিতা

ঠিক কোন কারণে তুমি আমারে বদলাইতে কও? ঠিক কোন দিক দিয়া বড় হইয়া গেলা এক হাত উঁচা? ঠিক কোন বুঝে বুঝলা আমার বুঝটা এক্কারে হাঁটুর তলায়? ঠিক কোন চোখটা বন্ধ কইরা তুমি কইলা আমি এক চোখা? জুব্বা-বোরকার চাইতে শার্ট-কামিজ, মিসওয়াকের চাইতে টুথব্রাশ, টুপির চাইতে ক্যাপ, পানির চাইতে টিস্যু- কোন হিসাবে বড় কিছু? ভোরের আলোয় কার্পেটে […]

বইটিতে উঠে এসেছে অনেক আপত্তির জবাব অনেক প্রশ্নের উত্তর

বইটিতে উঠে এসেছে অনেক আপত্তির জবাব অনেক প্রশ্নের উত্তর

‘আমার সাহাবিরা একেকজন নক্ষত্রতুল্য। তোমরা যাকে অনুসরণ করবে, তাঁর মধ্যে সত্যপথের সন্ধান পেয়ে যাবে।’ . নবিজি (সা.)-এর এই বক্তব্যটা ছিল সকল সাহাবীদের নিয়ে। আসলে নবীজির সান্নিধ্য পাওয়া সাহাবীরা তাঁর আনুগত্যে ছিলেন অতুলনীয়। এর মধ্যে প্রথম চার খলিফা হলেন শ্রেষ্ঠ। তাদের ৩০ বছর শাসনকাল ইতিহাসের পাতায় ইসলামের স্বর্ণযুগ হয়ে লিপিবদ্ধ আছে। . ড. মুহাম্মাদ সাইয়িদ ওয়াকিল […]

তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করব

তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করব

জামিল, তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে আমি আত্মহত্যা করব।’ খাতা চেক করতে গিয়ে এই একান্ত বার্তাটি চোখে পড়ে যাওয়ায় অত্যন্ত বিব্রতবোধ করলাম। স্পষ্টতই বার্তাটি আমার জন্য লেখা নয়, আমার দৃষ্টির জন্যও নয়, খাতার মধ্যে এল কীভাবে তাও বোধগম্য নয়। কিন্তু প্রাথমিকভাবে ভ্যাবাচ্যাকা খেয়ে যাবার পর যখন বার্তার বিষয়বস্তু আমার মাথায় উদিত হলো, তখন […]

হারিয়ে যাওয়া মুক্তো – উস্তাদ আলী হাম্মুদা

হারিয়ে যাওয়া মুক্তো – উস্তাদ আলী হাম্মুদা

বইঃ হারিয়ে যাওয়া মুক্তো লেখকঃ উস্তাদ আলী হাম্মুদা অনুবাদকঃ শিহাব আহমেদ তুহিন প্রকাশনীঃ সন্দীপন তেইশ তম রমাদান চলছে। রমাদানে কুরআন তিলাওয়াতের পাশাপাশি ইসলামিক বই পড়ার অভ্যাস অনেক দিনের। কিন্তু এবার পড়া হয়নি। মনের মতো বই পাইনি বলে। মনে পড়লো সন্দীপনের পাঠানো বইয়ের কথা। আমি হাতে তুলে নিলাম ‘হারিয়ে যাওয়া মুক্তো’ নামক বইখানা। অনেকদিন থেকেই আমার […]

ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে যেসব বই

ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী করে তুলবে যেসব বই

আমি নিজ অভিজ্ঞতাথেকে দেখেছি যাদের দ্বীন সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাদের হাতে হঠাৎ করে দু’চারটা ইসলামি বই তুলে দিলে হয় অপমানিত বোধ করে নাহয় হাসি মুখে বইগুলো নিয়ে পড়ার টেবিলে সাজিয়ে রাখে। নিজের আর পড়া হয় না। এটা কিন্তু খুবই স্বাভাবিক বিষয় যে বেদ্বীন জীবনে অভ্যস্ত কাউকে সরাসরি ইসলামি বই দিলে তারা পড়বে না। যদি […]

চারটি গুণ (সম্পদ, সৌন্দর্য, বংশ, দীনদারি) দেখে মেয়েদের বিয়ে করার কথা হাদিসে বলা হয়নি। এ অনুবাদ ভুল!

চারটি গুণ (সম্পদ, সৌন্দর্য, বংশ, দীনদারি) দেখে মেয়েদের বিয়ে করার কথা হাদিসে বলা হয়নি। এ অনুবাদ ভুল! হাদিসটি হচ্ছে- عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تُنْكَحُ الْمَرْأَةُ لأرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ. হাদিসটি বুখারি ও মুসলিম উভয়খানেই আছে। এই আরবি ইবারাতের কোথাও এই কথা বলা হয় […]

নট ফর সেল – রেহনুমা বিনতে আনিস

নট ফর সেল – রেহনুমা বিনতে আনিস

“নট ফর সেল”— বিক্র‍য়ের জন্য নহে। স্কুল কলেজে দেখতাম স্যারদের জন্য বই দেওয়া হতো প্রকাশনী থেকে। বইয়ে সিল দেওয়া থাকতো নট ফর সেল। বা লেখা থাকতো সৌজন্য সংখ্যা। এই বইয়ের নামটাও “নট ফর সেল”। এখানে কি কোনো পণ্য ক্রয়-বিক্রয়ের কথা বলা হয়েছে নাকি অন্য কিছু সেটাই দেখার বিষয়। প্রচ্ছদ দেখলে যে কেউ বুঝবে এখানে মূল্যবান […]

পশ্চিমা সংস্কৃতি – চাকচিক্যের আড়ালে অশ্রুই যেথা সম্বল

পশ্চিমা সংস্কৃতি – চাকচিক্যের আড়ালে অশ্রুই যেথা সম্বল

পলের স্ত্রী প্রায় সাত-আট বছর ধরে মানসিকভাবে অসুস্থ। অনেকটা পঙ্গু হয়ে একটা নার্সিং হোমে ভর্তি ছিলেন। দুই সন্তানের মধ্যে মেয়ে বড়ো আর ছেলে ছোটো। মেয়েটি তার বয়ফ্রেন্ড এবং এক কন্যা সন্তানসহ পর্তুগালে বাস করতেন। প্রায় বছর দশেক আগে এক গাড়ি অ্যাক্সিডেন্টে সেখানেই মারা যান। তার বয়ফ্রেন্ড মেয়েসহ সেখানেই বসবাস করছেন। নতুন গার্লফ্রেন্ড হিসেবে গ্রহণ করেছেন […]

অনাকাঙ্ক্ষিত বাঁধন

অনাকাঙ্ক্ষিত বাঁধন

রাত দশটা রাজন নিজের সাইজের চেয়ে প্রায় ডাবল সাইজের পাঞ্জাবি পরে বাইট্টা বাবুল এর ড্রইংরুমে বসা। থুতনিতে কয়েকটা দাড়ি এমন একজন তার সামনে খাতা নিয়ে বসে আছে। এ সম্ভবত কাজী। একজন বয়স্ক মহিলা আসা-যাওয়া করছেন যে দেখতে অনেকটা নাদিয়ার মতো। এ-ই বোধহয় নাদিয়ার ডাকাত পিটায়ে আধমরা করে ফেলা খালা। ড্রইংরুমে অনেকগুলা গুন্ডা টাইপ দেখতে মানুষ। […]

খেলা আসক্তি

খেলা আসক্তি

খেলাধুলা বা স্পোর্টস বিষয়টা নতুন কিছু নয়। সেই আদিকাল থেকেই মানুষ ছুটোছুটিপ্রিয়। সেই ছুটোছুটিকেই কিছু নিয়ম-কানুনের জালে আটকে ফেলে শুরু হয় খেলার। ঠিক কবে থেকে খেলাধুলা শুরু হয়েছে, তা নিশ্চিত করা সম্ভব না হলেও, বর্তমান বিশ্বে খেলাধুলা একটি সুবিশাল অংশ দখল করে আছে সন্দেহ নেই। মানুষ খেলাধুলা কেন করে, সেই প্রশ্নের অনেক রকম উত্তর হয়। […]

মানিক বন্ধ্যোপাধ্যায় – একটি জীবন একটি ইতিহাস

একজন সাহিত্যিককে সম্পূর্ণরুপে সাহিত্যিক না বলা গেলে তাকে আর কি বলা যেতে পারে? তিনি সাহিত্য লিখেন, সাহিত্য জানেন, সাহিত্য নিয়ে গভীর চিন্তা করেন। তবু তৎকালীন সমসাময়িক সাহিত্যিকদের মাঝে তার কোনো বিস্তর জানাশোনা নেই। বিখ্যাত— অথচ কোনো বন্ধু নেই। ৪৮ বছরের জীবনে ৫৭ টি গ্রন্থের একটিতেও কোনো ব্যক্তিবিশেষকে উৎসর্গ করে নয়। গোড়া কমিউনিস্ট কিন্তু চূড়ান্ত ব্যক্তিত্ববাদী […]

যেভাবে স্ত্রীর প্রতি অনুরাগ প্রকাশ করবেন!

যেভাবে স্ত্রীর প্রতি অনুরাগ প্রকাশ করবেন!

| যেভাবে স্ত্রীর প্রতি অনুরাগ প্রকাশ করবেন! | জীবনসঙ্গীকে ফুল অথবা পছন্দনীয় কিছু উপহার দিন। কিন্তু তা কেবল জন্মদিন বা বিবাহবার্ষিকী উপলক্ষে নয়। তথ্য-প্রযুক্তির এ যুগে দিন-তারিখের এসব ছকবাঁধা জিনিস আজকাল আর কাউকে যত্ন করে মনে রাখতে হয় না, যন্ত্রগুলোই আমাদের মনে করিয়ে দেয়। বরং সম্ভব হলেই উপহার দিন। সবসময় যে বড় উপহার দিতে হবে […]

770+ Bangla Islamic Gojol Mp3 Free Download | বাংলা নতুন এবং পুরাতন ইসলামিক গজল Mp3 Download | Islamic Gojol 2023 MP3 download

Bangla Islamic Gojol Mp3 Free Download 2023 | বাংলা নতুন এবং পুরাতন ইসলামিক গজল Mp3 Download 2023 | Islamic Gojol 2023 MP3 download all bangla islamic gojol audio mp3 download Welcome to Bangla Islamic Song lovers. Many bangla islamic gojol have been published in 2022. Kalrab is the best Islamic bangla gojol publishing organization. Saimum […]

দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেকটিভ পিপল

দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেকটিভ পিপল

দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেকটিভ পিপল লেখক : স্টিফেন রিচার্ডস কোভি প্রকাশনী : অনুজ প্রকাশন বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন অনুবাদক : বানান আন্দোলন পৃষ্ঠা : 320, কভার : হার্ড কভার ভাষা : বাংলা বিশ বছর আগে যখন আমি এই বইটি লিখছিলাম, তখন পৃথিবী যে এভাবে বদলে যাবে, অথবা মানুষ যে এই অসাধারণ […]

রউফুর রহীম কেন পড়বেন?

রউফুর রহীম কেন পড়বেন?

একটি জরাগ্রস্ত জনপদের আলপথ ধরে তিনি দাঁড়ালেন। জনপদটি ছিল দাঁড়াবার নিমিত্তমাত্র। পুরো পৃথিবীই তখন পাপের সাম্রাজ্য। জগতের সর্বস্তর আর জীবনের সবখান থেকেই মুছে গেছে বেঁচে থাকবার মানে। এই নরকের পিঠে তিনি নামলেন আল্লাহর প্রেরিত পুরুষ হয়ে। তাঁর চোখে ত্রিকালের মায়া, বুকে কম্প্র-দরদের টলোমল জল, মুখে আল্লাহর মোহন-মহান বাণী; তিনি স্থবির এই মানুষ-জীবনের মূলে ফুঁকে দিলেন […]

কহশিমিয়ান আগমন –   নেওয়াজ নাবিদ

কহশিমিয়ান আগমন – নেওয়াজ নাবিদ

  🔵 বইয়ের নামঃ কহশিমিয়ান আগমন। 🟡 লেখকঃ নেওয়াজ নাবিদ। 🔵 জনরাঃ অতিপ্রাকৃত,থ্রিলার। 🟡 প্রচ্ছদঃ লর্ড জুলিয়ান। 🔵 পৃষ্ঠাঃ ৩১৯। 🟡 প্রকাশকালঃ মার্চ ২০২২। 🔵 প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী। 🟡 মুদ্রিত মূল্যঃ ৩৮০/- 🔵 পার্সোনাল রেটিংঃ ৪/৫ 🔸 ফ্ল্যাপ থেকে- যুথির অন্তর্ধানের পর কেটে গেছে সাত বছর। নতুন করে বিপত্তি দেখা দিয়েছে সাইফুদ্দিনের জীবনে। স্বপ্নে এসে […]

কহশিমিয়ান আগমন –   নেওয়াজ নাবিদ

কহশিমিয়ান আগমন – নেওয়াজ নাবিদ

  🔵 বইয়ের নামঃ কহশিমিয়ান আগমন। 🟡 লেখকঃ নেওয়াজ নাবিদ। 🔵 জনরাঃ অতিপ্রাকৃত,থ্রিলার। 🟡 প্রচ্ছদঃ লর্ড জুলিয়ান। 🔵 পৃষ্ঠাঃ ৩১৯। 🟡 প্রকাশকালঃ মার্চ ২০২২। 🔵 প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী। 🟡 মুদ্রিত মূল্যঃ ৩৮০/- 🔵 পার্সোনাল রেটিংঃ ৪/৫ 🔸 ফ্ল্যাপ থেকে- যুথির অন্তর্ধানের পর কেটে গেছে সাত বছর। নতুন করে বিপত্তি দেখা দিয়েছে সাইফুদ্দিনের জীবনে। স্বপ্নে এসে […]

দীনেশ গুপ্তের রিভলভার    –    সন্মাত্রানন্দ

দীনেশ গুপ্তের রিভলভার – সন্মাত্রানন্দ

  বই – দীনেশ গুপ্তের রিভলভার লেখক-সন্মাত্রানন্দ একটা পুরোনো ড্রয়িং খাতা ও একটি রহস্যময় বাড়ি ও কিছু পুরোনো চিঠি।এই রহস্যের জালে জড়িয়ে যায় এক কিশোর একজন গনিতের অধ্যাপক ও তার স্ত্রী কন্যা এক রহস্যময় পুরুষ এক চিত্রশিল্পী দম্পতি একজন ধর্মভীড়ু লোক এক ট্যাক্সি ড্রাইভার রহস্যের গোড়া খুজতে খুজতে তারা এর যোগসূত্র খুজে পায় ১৯২৭-১৯৩৩ এর […]

দ্যা স্টেট অভ গড   –    আব্দুল কাইয়ুম আহমেদ

দ্যা স্টেট অভ গড – আব্দুল কাইয়ুম আহমেদ

বই: দ্যা স্টেট অভ গড লেখক: আব্দুল কাইয়ুম আহমেদ প্রকাশনি: দারুল ইলম। …আমি আগেও উল্লেখ করেছি, মিস্টার ফোর্ডের লেখা থেকেও প্রমাণিত হয় যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি, প্রথম বিশ্বযুদ্ধ, বেলফোর ঘোষণা- এসবই ইহুদিদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন। আশ্চর্যজনকভাবে ইহুদিরা পৃথিবীর অন্যসব জাতির থেকে খুব বেশিরকম মেধাবী। তারা সংখ্যায় নয়, মেধায় বিশ্বাস করে। সেজন্যই ইহুদি ধর্মে প্রচারের […]

কে তিনি    –     মুফতি মুহাম্মদ বিন-ইয়ামিন

কে তিনি – মুফতি মুহাম্মদ বিন-ইয়ামিন

  ★ প্রতিটি সাহিত্যপ্রেমি মানুষের কাছে এমন কিছু বই থাকে যার তুলনা হয় কেবল সেই বইটাই। আমি সাহিত্যপ্রেমি নই তবে আজ বলতে চাই এমন একটি বইয়ের কথা তার তুলনা শুধু সেই বইটাই। আল্লাহ সেই লেখককে উত্তম বারাকাহ্ দান করেন। 🍁বই পরিচিতি🍁 বইঃ- “কে তিনি” লেখকঃ- মুফতি মুহাম্মদ বিন-ইয়ামিন প্রকাশনায়ঃ- প্রয়াস প্রকাশন – Proyas Prokashon প্রচ্চদঃ- […]

বউ সোহাগি – রোকসানা রহমান

বউ সোহাগি – রোকসানা রহমান

এক নজরে: বই – বউ সোহাগি লেখক – রোকসানা রহমান প্রচ্ছদ – জাওয়াদ উল আলম প্রকাশনী – বর্ণলিপি প্রকাশনী জনরা – সামাজিক উপন্যাস প্রকাশকাল – ১ অক্টোবর , ২০২১ পৃষ্ঠা – ১৭৫ মলাট মূল্য – ২৪৯ টাকা লেখনীতে – তাসফিয়া নূর তাম্মি 🔸ভূমিকা: প্রথমবারের মতো লেখকের বই পড়লাম। এর আগে হয়তো ফেসবুকে ছোটগল্প পড়েছিলাম। মনে […]

রূপকথন   –   বন্যা হোসেন

রূপকথন – বন্যা হোসেন

নামঃরূপকথন লেখকঃবন্যা হোসেন মূল্যঃ৪৫০টাকা বাহারউদ্দিন আদর করে মেয়ের নাম রেখেছিলেন রূপকথা।কিন্তু মা জাহিদার কাছে সে অপয়া,দাসীবাদীর মতো।জীবনে সংগ্রাম করে নিজের অবস্থা বদলেছে।রূপকথা অংক বোঝে না। কিন্তু অংকের সুত্র ধরে বদমাশদের শায়েস্তা করতে পারে।জীবনে এক ফোটা ও মায়ের ভালবাসা পায় নি।কিন্তু শায়লার মতো খালা আর রোরিং লাইট,তূর্যের মতো ভাল বন্ধু পেয়েছে।পেয়েছে হাজারো অসহায় নারীর ভালবাসা। বইটা […]

দুয়ার প্রকাশনী  –   তাহমিদ আরমান

দুয়ার প্রকাশনী – তাহমিদ আরমান

  পিউরিফিকেশন অব দ্যা লাভ বইটির রিভিউ দেওয়া চেষ্টা করলাম।। বইয়ের পরিচিতি 📕 পিব দ্যা লাভ 🖋️মোহাম্মদ আলীনূর ইসলাম প্রকাশক : দুয়ার প্রকাশনী ধরণ : ইসলামিক বই প্রচ্ছদ : তাহমিদ আরমান পৃষ্ঠা: – ৬৪ টি। ★ লেখক পরিচিতি :- মুহাম্মদ আলীনুর ইসলাম ২০০৪ সালের ২৬ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পিরোজখালী গ্ৰামে জন্মগ্ৰহন করেন,তিনি অল্প […]

মা  –  আনিসুল হক

মা – আনিসুল হক

গল্প কিংবা চরিত্রটি কাল্পনিক নয়, বরং বাস্তব…! মুক্তিযুদ্ধ বিষয়ক খুব বেশি বই পড়া হয়ে ওঠেনি আমার, তবে আনিসুল হক স্যারের “মা” বইটি আমার কাছে সব থেকে সেরাই মনে হয়েছে। যদি এককথায় বলতে হয় তবে বলবো বইটি ‘হৃদয়স্পর্শী’। যতক্ষণ বইটি পড়েছি ততক্ষণ মনে হয়েছে আমি সেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ফিরে গিয়েছি। প্রতিটা বিষয় যেন নিজের চোখের […]

সালিহাত – সারা হিশাম নুরি ও মুনিরা আদিল জাকির

সালিহাত – সারা হিশাম নুরি ও মুনিরা আদিল জাকির

দাম্পত্য-বন্ধন : নির্ভরতার অপূর্ব আশ্রয় দাম্পত্য-জীবন যেন ছবিয়ালের সযত্নে গড়া অপূর্ব এক ক্যানভাস। যে ক্যানভাসে আশ্রিত হয়ে আছে শত রংয়ের নির্মল ব্যঞ্জন। এর মাঝে যে চিত্রটি দাম্পত্য-বন্ধনের এই ক্যানভাসটিকে সবচেয়ে আকর্ষণীয় করে তোলে সেটি হলো—পারস্পরিক নির্ভরতাবোধ। কখনো নারী পুরুষের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে, আবার কখনো নিজেই হয়ে ওঠে স্বামীর জন্য নির্ভরতার প্রতীক, এগিয়ে যাওয়ার আশ্রয়। […]

দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা তৈরির কৌশল – লরা ডয়েল

দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা তৈরির কৌশল – লরা ডয়েল

| দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা তৈরির কৌশল | স্বামীকে সম্মান করার মানে হলো আপনার স্বামী ভুল পথে গাড়ি বের করলে তাকে পথনির্দেশনা দিতে শুরু না-করা। এমনকি তিনি ভুল দিকে যেতে যেতে শহর পেরিয়ে গেলেও আপনি তার কাজকে সংশোধন করবেন না। মোটকথা, স্বামী যেটাই করুক-না কেন, আপনি তাকে কোনো কিছুই ‘শেখাতে’ যাবেন না, উন্নত করার চেষ্টা করবেন […]

নারীবাদের আর্তনাদ – Naribader Artonad

নারীবাদের আর্তনাদ – Naribader Artonad

ইফতেখার সিফাত হাফিজাহুল্লার মূল্যায়ন বাংলাভাষী তরুণদের মাঝে ড্যানিয়েল হ্যাকিকাতজু ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। তিনি মুসলিম সমাজে পশ্চিমা মতবাদগুলোর প্রভাব হ্রাসকরণে কাজ করে যাচ্ছেন। নিয়মিত লেখনী, ভিডিও কন্টেন্ট তৈরি ও ডিবেটে অংশগ্রহণের মাধ্যমে পশ্চিমা মতবাদগুলোর ভিত্তিতে আঘাত করে যাচ্ছেন। পাশাপাশি তিনি আলাসনা নামে একটি একাডেমিও পরিচালনা করে আসছেন। ড্যানিয়েল হাকিকাতজুর সম্মানিত আহলিয়া হলেন বোন উম্মে […]

দূরবীন : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বই: দূরবীন লেখক: শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূরবীন মূলত তিন প্রজন্মের গল্প। প্রথম প্রজন্মের নায়ক জমিদার হেমকান্ত, দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত এবং তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক ধ্রুব। উপন্যাসের প্রথম পর্যায়ে বিপত্নীক হেমকান্ত ও রঙ্গময়ী নামের প্রবল ব্যক্তিত্ব অধিকারী এক পুরোহিত কন্যার গোপন প্রণয় কাহিনী ও আনুষঙ্গিক অন্যান্য পারিবারিক কাহিনী নিয়ে গল্প এগিয়ে যায়। দ্বিতীয় প্রজন্মের নায়ক […]

সালিহাত : ইসলামের‌ ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয় 

সালিহাত : ইসলামের‌ ও ইতিহাসের আলোকে নারীর আত্মপরিচয় 

পুরুষের জীবনে নারীর দেওয়া উৎসাহ ও প্রেরণার শক্তি অনস্বীকার্য। নারীর পক্ষ থেকে একটুখানি সমর্থন পুরুষের ভাবনাকে পালটে দিতে পারে। পরিবর্তন করে দিতে পারে জীবনের গতিপথ। নারীর প্রতি পুরুষের নির্ভরতার সবচেয়ে শ্রেষ্ঠ ও সত্যনিষ্ঠ উপমা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে এসে ভয় ও আশঙ্কার কথা ব্যক্ত করেছিলেন তখন কত সচেতনতা […]

মাগফিরাতের পথ ও পাথেয় : আসবাবুল মাগফিরাহ

মাগফিরাতের পথ ও পাথেয় : আসবাবুল মাগফিরাহ

মাগফিরাতের টিকেট “তাওহীদ” আল্লাহ তাআলা বলেন:- اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِا للّٰهِ فَقَدِ افْتَرٰۤى اِثْمًا عَظِيْمًا “নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ […]

আদর্শ মুসলিম ও তার ব্যক্তিত্বের স্বরূপ লেখক ড. মুহাম্মদ আলী আল-হাশেমী

আদর্শ মুসলিম ও তার ব্যক্তিত্বের স্বরূপ লেখক ড. মুহাম্মদ আলী আল-হাশেমী

আজকের মনুষ্যজাতি, বিশেষ করে মুসলিমদের খুব বেশি প্রয়োজন মানবতার জন্য একটি অনন্য চারিত্রিক আদর্শের প্রতীক তৈরী করা। কারণ, এ ছাড়া বেঁচে থাকা আনন্দহীন, অসহনীয়। এটি ব্যতীত সুশীল মানবীয় মূল্যবোধ গড়ে উঠবে না। ইসলামও তার প্রকৃত তাৎপর্য নিয়ে প্রতিভাত হতে পারবে না। কী সেই অনন্য মানবসত্তা? কীভাবে সেই সৌন্দর্যময় ব্যক্তিত্ব তৈরি করতে হবে-অনাগত পৃষ্ঠাগুলোতে পাঠক খুঁজে […]

একাত্তরের কানাগলি PDF : লেখক আসিফ সিদ্দিকী দীপ্র | Ekattorer Kanagoli PDF

একাত্তরের কানাগলি PDF : লেখক আসিফ সিদ্দিকী দীপ্র | Ekattorer Kanagoli PDF

বই : একাত্তরের কানাগলি PDF Download Available ⤵️ Now লেখক : আসিফ সিদ্দিকী দীপ্র জনরা : মৌলিক, স্পাই থ্রিলার, অ্যাকশন,ঐতিহাসিক স্পাই থ্রিলার। প্রকাশনী : বুকস্ট্রিট প্রকাশক : রোদেলা প্রকাশনী প্রচ্ছদ : অনীক মোস্তফা আনোয়ার প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০১৭ পার্সোনাল রেটিং : ৪.৫/৫ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের কোভার্ট এ্যাকশন ডিভিশনে একটি ইন্টারোগেশন হয়, যার […]

জাপানের পুরাণ – কামি পর্ব : মো. ফুয়াদ আল ফিদাহ

জাপানের পুরাণ – কামি পর্ব : মো. ফুয়াদ আল ফিদাহ

বই : জাপানের পুরাণ – কামি পর্ব লেখক : মো. ফুয়াদ আল ফিদাহ প্রচ্ছদ : রিয়াজুল ইসলাম প্রকাশক : বিবলিওফাইল মূদ্রিত মূল্য : ৬০০৳ পৃষ্ঠা : ৪০০ 🔰পাঠ প্রতিক্রিয়া : জাপানের পুরাণ – কামি পর্ব জাপান হলো পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। জাপানকে প্রায়শই “উদীয়মান সূর্যের দেশ” বলে অভিহিত করা হয়। সাংস্কৃতিক দিক দিয়ে জাপান […]

প্রিয় মায়াবতীর মায়া

প্রিয় মায়াবতীর মায়া

প্রতিভার_সন্ধানে_কিংবদন্তী বিভাগঃচিঠি প্রতিযোগির নামঃ প্রিয়া প্রিয় মায়াবতীর মায়া, পত্রের শুরুতে মায়াবতীর মায়াকে জানাই হৃদয়ের গহীন থেকে ভালবাসা আর সম্মান। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো। থাকবেন নাই বা কেন। মায়ারা সবসময় ভালো থাকে আর ভালো রাখে। আপনি কনফিউজড হয়ে আছেন তাই না আপনাকে মায়া বলে সম্মোধন করার কারণ খুজতেছেন নিশ্চয়ই। আচ্ছা আর খুঁজতে হবে না আমিই […]

প্রিয় মায়াবতীর মায়া

প্রিয় মায়াবতীর মায়া

প্রতিভার_সন্ধানে_কিংবদন্তী বিভাগঃচিঠি প্রতিযোগির নামঃ প্রিয়া প্রিয় মায়াবতীর মায়া, পত্রের শুরুতে মায়াবতীর মায়াকে জানাই হৃদয়ের গহীন থেকে ভালবাসা আর সম্মান। কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো। থাকবেন নাই বা কেন। মায়ারা সবসময় ভালো থাকে আর ভালো রাখে। আপনি কনফিউজড হয়ে আছেন তাই না আপনাকে মায়া বলে সম্মোধন করার কারণ খুজতেছেন নিশ্চয়ই। আচ্ছা আর খুঁজতে হবে না আমিই […]

বাতাস কলের সিম্ফনি – মাসুদ হাসান উজ্জ্বল

বাতাস কলের সিম্ফনি – মাসুদ হাসান উজ্জ্বল

কাচের মতো স্বচ্ছ দেহ নিয়ে পড়ে থাকা অর্ক আর ধড় থেকে যখন খুশি মাথা খুলে রাখতে পারার ক্ষমতাপন্ন মানুষ অনাদীর প্রথম দেখা হয় একটা থানায়। দু’জনেই দুটি পৃথক খুন করে এসে থানার এ্যাসিস্ট্যান্ট কমিশনার জনাব মঞ্জুরে ইলাহিকে অনুরোধ করেন লাশ খুঁজে দিতে অথবা তাদেরকে খুনের দায়ে গ্রেফতার করতে। ইলাইহি সম্মত হন না তাদের সেই দাবিতে। […]

হুজুর হয়ে হাসো কেন? বইয়ের রিভিউ

হুজুর হয়ে হাসো কেন? বইয়ের রিভিউ

হুজুর হয়ে হাসো কেন? বইয়ের রিভিউ শত্রুকে ঘায়েল করার অন্যতম মাধ্যম হলো হাস্যরস। এই বইতে হাস্যরসের মাধ্যমে সেকুলারিজম, ফেমিনিজম, ওয়েস্টার্ন কালচার, বিদআত ইত্যাদি মতবাদ ও চিন্তাধারার অসারতাকে তুলে ধরা হয়েছে। যারা প্রাক্টিসিং মুসলিম এবং এসমস্ত ভ্রান্ত-বাতিলের বিরোধীতায় মেতে থাকেন তারা বইটি পড়ে দারুন মজা পাবেন। বইয়ে কোথাও হাসিমজার মাধ্যমে তুলে ধরা হয়েছে এ যুগের কঠিন […]

পুতুল – লেখা আজিজুল হক শাওন

পুতুল – লেখা আজিজুল হক শাওন

হঠাৎ!”প্রথম আলো” পত্রিকার প্রথম পৃষ্ঠায় নিচের একটা সংবাদে,চোখ আটকে গেলো আমার।সংবাদটা দেখে অঝোরে ঘাম ঝরতে লাগলো শরীর বেয়ে। সংবাদ নয় বলতে গেলে বড় সড় এক বিজ্ঞাপনের এড।প্রথম পৃষ্ঠার একদম নিচে বড় করে লেখা ছিল,”জরুরি ভিত্তিতে মেয়ের জন্য কেয়ারটেকার আবশ্যক”! যোগ্যতা অনার্স পাশ।উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি।শারিরীক গঠন মোটাতাজা হতে হবে।গায়ের রং দবদবে ফর্সা।বয়স হতে হবে […]

নবি‌জির (স.) তিলাওয়াত    –    রায়হান প্রকাশন

নবি‌জির (স.) তিলাওয়াত – রায়হান প্রকাশন

‘তিলাওয়াত’ অর্থ পঠন, অধ্যয়ন ও আবৃত্তিকরণ। ইসলামি পরিভাষায় ‘তিলাওয়াত’ অর্থ কেবল আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে সুমিষ্ট স্বরে ধীরে ধীরে কুরআন তিলাওয়াত করা। আর এই ‘তিলাওয়াত’ অতীব গুরুত্বপূর্ণ, বহু তাৎপর্যময় এবং অনেক বড় একটি ইবাদাত। নবিজি ﷺ এর ভাষায়— ‘কুরআন তিলাওয়াত সর্বোত্তম ইবাদাত।’ [১] এজন্যই আল্লাহর কালামে অবতীর্ণ প্রথম সুরার প্রথম আয়াতের প্রথম […]

দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস    –    জন বয়েন

দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস – জন বয়েন

বইয়ের_ভুবন_বুক_রিভিউ_প্রতিযোগিতা প্রতিযোগীর নামঃ সুমাইয়া আক্তার পোস্ট নং ১ বইয়ের নামঃ দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস লেখকঃ জন বয়েন অনুবাদকঃ সালমান হক প্রচ্ছদঃ ডিলান প্রকাশনীঃ বাতিঘর প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০১৭ মলাট মূল্যঃ১৬০ টাকা পৃষ্ঠাঃ ১৪৪ ব্যক্তিগত রেটিংঃ ৯/১০ আমার পড়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পটভূমিতে লেখা কোনো যথোচিত ও প্রশংসনীয় বইয়ের তালিকায় প্রথমে থাকবে ” দ্য […]

জিন্দাবাহার : ইমদাদুল হক মিলন

জিন্দাবাহার থার্ড লেনের সাত নম্বর বাড়ি।নিন্মবিত্তের বহু মানুষের বাস এই বাড়িতে।মিলু নামের সাত বছর বয়সি এক শিশু তাঁর চোখ দিয়ে দেখছে বাড়ির বিচিত্র মানুষগুলোকে।তাদের পেশা,সুখ দুঃখ আনন্দ বেদনার ভেতর দিয়ে কেটে যাচ্ছে দিন।বাড়ির বাইরে গলির পর গলি।সেখানেও কত মানুষ।জিন্দাবাহার নামের মতই যেন বছরব্যাপী এক অদ্ভুত বসন্তকাল বিরাজ করে এই এলাকায়।ষাটের দশকের শুরুর দিককার পুরান ঢাকার […]

আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন

আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন

আবু বাকর আস-সিদ্দীক : জীবন ও শাসন Author : ড. আলি মুহাম্মাদ সাল্লাবি Category : খুলাফায়ে রাশেদিন ওমর রাযিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ‘আপনি কী জানেন ঐ ব্যক্তি কে?’ মহিলা জানালেন, ঐ ব্যক্তি কে, সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মদিনার ওই লোক কখনোই বৃদ্ধার কাছে এই ব্যাপারে কিছু বলেনি। ওমর রাযিয়াল্লাহু আনহু তখন বৃদ্ধাকে বললেন, […]

দ্যা আলমানাক অব নাভাল রাভিকান্ত

দ্যা আলমানাক অব নাভাল রাভিকান্ত

দ্যা আলমানাক অব নাভাল রাভিকান্ত লেখক : এরিক জর্জেনসন প্রকাশনী : রুশদা প্রকাশ বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন পৃষ্ঠা : 192, কভার : হার্ড কভার আইএসবিএন : 9789849642657 এই বইটি আপনাকে নাভালের বুদ্ধিদীপ্তির এক ঝলক দেখাবে এবং আপনি এই বইটিতে আলাদা এক মজা খুজে পাবেন। তাই, মনোযোগ দিয়ে বইটি পড়ুন … কিন্তু তোতাপাখির মত […]

ব্র্যান্ড যেভাবে “ব্র্যান্ড” হয়ে ওঠে

ব্র্যান্ড যেভাবে “ব্র্যান্ড” হয়ে ওঠে

ব্র্যান্ড যেভাবে “ব্র্যান্ড” হয়ে ওঠে . যেকোনো কিছু কেনাকাটায় নির্ভরযোগ্যতার অপর নাম “ব্র্যান্ড”। ব্র্যান্ডের জিনিস হলে মানুষ খুশিমনে, নির্ভরতার সাথে চটপট সেটা কিনে ফেলে। বিশ্বাস আর সুনামের উপর গড়ে ওঠে বলে ব্র্যান্ডের পণ্য কিনতে ক্রেতা স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। কিন্তু এই ব্র্যান্ড গড়ে তোলার নিয়ম কী? কীভাবেই বা একটি ব্র্যান্ডকে ধারাবাহিকভাবে উন্নতির দিকে নিয়ে যেতে হয়? […]

মাত্র ৩ হাজার সেনা নিয়ে প্রায় ২ লাখ সেনার বাহিনীকে পরাজিত করেছিলেন যিনি

মাত্র ৩ হাজার সেনা নিয়ে প্রায় ২ লাখ সেনার বাহিনীকে পরাজিত করেছিলেন যিনি

মাত্র ৩ হাজার সেনা নিয়ে প্রায় ২ লাখ সেনার বাহিনীকে পরাজিত করা সেনাপতির নাম খালিদ ইবনুল ওয়ালিদ। রাদ্বিয়াল্লাহু আনহু। ইসলামের যুদ্ধে তাঁর বীরত্ব ও বিচক্ষণতার দাস্তান অবিস্মরণীয়। নবিজি (সা.)-এর দুআ ও শিক্ষায় তাঁর মধ্যে ঘটেছিল কাঙ্ক্ষিত সব গুণের সমাবেশ। ফলে সাহাবিদের কাফেলায় তিনি হয়ে উঠেছিলেন অনন্য। ছাড়িয়ে গিয়েছিলেন নিজের সত্তাকেও। আর তাই ইসলামগ্রহণের পর মাত্র […]

ফুল ফুটেছে বনে : আবদুল হক

ফুল ফুটেছে বনে : আবদুল হক

এ যাবত তার কোনো বই প্রকাশিত হয় নি; তবুও জানেন অনেকে, আবদুল হক আসলে কে! এই নামের মানুষটি তার লেখালেখিতে এতই সিরিয়াস, সেই ‘সিরিয়াসনেস’ তাকে না দেখলে, তার কথা না শুনলে, তার খুঁতখুঁতে ও কাঁটাচেরা স্বভাব সম্পর্কে না জানলে অনুমান করা কঠিন। যাইহোক, আল্লাহর অশেষ শোকর, এই মানুষটির ছড়ার একটি বই আসছে দারুল ইলম থেকে। […]

হাদীস বোঝার মূলনীতি – ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস

হাদীস বোঝার মূলনীতি – ড. আবু আমিনাহ বিলাল ফিলিপস

ভুল জ্ঞান মানুষকে ঠেলে দেয় জাহিলিয়াতের দিকে। জ্ঞান অর্জন ন্যুনতম কতটুকু পরিমাণ প্রয়োজন? এর অনেক একাডেমিক উত্তর আছে। একটি অন্যরকম উত্তর হলো : যতটুকু জ্ঞান থাকলে নিজের জ্ঞানহীনতাকে উপলব্ধি ও পরিমাপ করা যায়, ততটুকু জ্ঞান অন্তত সকলেরই থাকা উচিৎ। অযাচিত তর্ক-বিতর্ক, হিংসা-বিদ্বেষ ও সংকীর্ণ দলাদলি জ্ঞানহীনতারই আরেক নাম। হাদিস শাস্ত্রের পরিধি ও গভীরতা যত বেশি, […]

বৃষ্টিমুখর রৌদ্রমুখর – আব্দুল্লাহ মাহমুদ নজীব

বৃষ্টিমুখর রৌদ্রমুখর – আব্দুল্লাহ মাহমুদ নজীব

আমাদের চারপাশের প্রকৃতিতে ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন। একজন বিশ্বাসীর চোখ কীভাবে সেখানে খুঁজে পায় স্রষ্টার অস্তিত্ব? প্রকৃতির ফুল-পাখি-ফল, শীত-গ্রীষ্ম-বসন্ত-বর্ষার নানা ঘরোয়া আলোচনায় উঠে এসেছে কুরআন-সুন্নাহর ঝিনুক। কখনো বসন্তের কোকিলের বেশে, কখনো ঝরঝর বাদল দিনের আবহে, কখনো রক্তজবা ফুলের মৌতাতে। Author : আব্দুল্লাহ মাহমুদ নজীব Category : ইসলামি প্রবন্ধগল্প Price : ২৫৯ ৳

আমার মুহাম্মাদ রাসুল : মুহাম্মাদ শফিকুল ইসলাম

আমার মুহাম্মাদ রাসুল : মুহাম্মাদ শফিকুল ইসলাম

আমার মুহাম্মাদ রাসুল লেখক : মুহাম্মাদ শফিকুল ইসলাম মুদ্রিত মূল্য : ১৬০৳ পৃষ্ঠা সংখ্যা : ১০৮ ছাড় মূল্য : ৮০৳ প্রকাশক : দীপাধার প্রকাশন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত ও জীবনী নিয়ে বিভিন্ন ভাষায় ছোট-বড় অসংখ্য গ্রন্থ ও প্রবন্ধ-নিবন্ধ রচিত হয়েছে। লেখা হয়েছে তাঁর জীবনের ছোট ছোট অনুষঙ্গ নিয়েও। যেমন তাঁর ব্যক্তি-জীবন, পারিবারিক জীবন, […]

স্বপ্ন-সুখের দাম্পত্য – শাইখ মুহাম্মাদ ইউনুস আবদুস সাত্তার

স্বপ্ন-সুখের দাম্পত্য – শাইখ মুহাম্মাদ ইউনুস আবদুস সাত্তার

বইটিতে আমি বেশ কিছু বিস্ময়কর গল্পের অবতারণা করেছি, যে গল্পগুলোতে আপনি খুঁজে পাবেন অসংখ্য শিক্ষণীয় বিষয়, অভিজ্ঞতা ও উপকারী উপদেশ। কিছু আদর্শ মানুষের পারিবারিক অবস্থা ও দাম্পত্য-রসায়নের অভিজ্ঞতা তুলে ধরে সেইসব বিষয়ের প্রতি পাঠকদের উদ্বুদ্ধ করাই মূলত এই দুর্লভ ঘটনাগুলো উল্লেখের কারণ। কেননা, কুরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন— তাদেরকে বিভিন্ন ঘটনা শোনাও, তাহলে তারা বিবেচনা […]

পাওয়ারফুল ফোকাস : থিবো মেরিস | Powerful Focus : Thibaut Maris

পাওয়ারফুল ফোকাস : থিবো মেরিস | Powerful Focus : Thibaut Maris

পাওয়ারফুল ফোকাস লেখক : থিবো মেরিস প্রকাশনী : রুশদা প্রকাশ বিষয় : আত্ম উন্নয়ন ও মোটিভেশন অনুবাদক : প্রিতম মুজতাহিদ পৃষ্ঠা : 80, কভার : হার্ড কভার ভাষা : বাংলা মনোযোগ দেয়ার ক্ষমতা হল সব থেকে মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি যা আপনি কখনও বিকাশ করবেন। আপনি যখন আপনার সব থেকে উত্তেজনাপূর্ণ লক্ষ্যগুলো অর্জনের জন্য এটি […]

লীলাবতীর মৃত্যু    –   হুমায়ূন আহমেদ

লীলাবতীর মৃত্যু – হুমায়ূন আহমেদ

—————২০২০ এর লেখা ——— বইঃ লীলাবতীর মৃত্যু লেখকঃ হুমায়ূন আহমেদ প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০১৪ প্রকাশকঃ অন্য প্রকাশ পৃষ্ঠা সংখ্যাঃ ৯৫ “কাঠপেন্সিল”, “রংপেন্সিল” “হিজিবিজি” ইত্যাদি বইগুলো প্রয়াত হুমায়ূন আহমেদ এর স্মৃতিচারণামূলক গ্রন্থ বা প্রবন্ধ সংকলন। “লীলাবতীর মৃত্যু” বইটিও একই ঘরানার বই কিন্তু এটি যে কারনে পূর্বে উল্লেখ করা বইগুলোর তুলনায় আলাদা বিশেষত্ব ধারন করেছে তা হলো […]

প্রশান্তির বাঁধন : উস্তাদ আলী হাম্মুদা

প্রশান্তির বাঁধন : উস্তাদ আলী হাম্মুদা

….সে তোমার পছন্দের খাবার বানাতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা রান্নাঘরের উত্তপ্ত আগুনের পাশে দাঁড়িয়ে নিজের যৌবন ক্ষয় করেছে। সে তার অভ্যন্তরে তোমার অস্তিত্বের শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু মনে রেখেছে। যেগুলো আজ তোমার কাছে পুরোনো ধূলিমাখা স্মৃতি মাত্র; তোমার মায়ের নিকট এগুলোই তার জীবনের শ্রেষ্ঠ সময়। .. বই : প্রশান্তির বাঁধন লেখক : উস্তাদ আলী […]

জমজম :যুবাইর আহমাদ তানঈম

জমজম :যুবাইর আহমাদ তানঈম

বই : জমজম লেখক : যুবাইর আহমাদ তানঈম প্রকাশনায় : বই প্রকাশ পবিত্র মক্কায় অবস্থিত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জমজম একটি। নবী ইসমাইল আ.-এর মুজেযা হিসেবে এটি প্রকাশ পেলেও এর ফায়েজ ও বরকত শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীবাসী ভোগ করে আসছে। আল্লাহ তা’য়ালা এই কূপকে এমন সব অলৌকিক ক্ষমতা দিয়ে প্রকাশ ঘটিয়েছেন, আধুনিক বিজ্ঞান পর্যন্ত […]

মুসলিম প্যারেন্টিং   –   ডঃ মুহাম্মাদ আব্দুল বারী

মুসলিম প্যারেন্টিং – ডঃ মুহাম্মাদ আব্দুল বারী

বই: মুসলিম প্যারেন্টিং লেখক: ডঃ মুহাম্মাদ আব্দুল বারী প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশনস প্রকাশকাল: ১৫ অক্টোবর, ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ২০০ নির্ধারিত মূল্য: ২২০ টাকা যখন একটি শিশুর জন্ম হয়, তখন জন্ম হয় একজন বাবা এবং একজন মা এর। নবজাতক শিশু যেমন ভূমিষ্ঠ হওয়ার পরে এই জগৎ সম্পর্কে জ্ঞানশূন্য থাকে, ঠিক তেমনই যারা প্রথম পিতা-মাতা হন বেশিরভাগ ক্ষেত্রে […]

জুমানা :   রাঙাপরি  –   সাবের চৌধুরী

জুমানা : রাঙাপরি – সাবের চৌধুরী

আমার জীবনে শুরু হয়েছে নতুন এক’উৎপাত’। উৎপাতকে উদ্ধৃতি চিহ্ন দিয়ে আপন জায়গা থেকে খানিকটা সরিয়ে এনেছি সত্য, কিন্তু খুব দূরেও নিতে চাচ্ছি না। কারণ, যে সময়টিতে আমি নিঃশ্বাস ফেলবার ফুরসতটুকু পাচ্ছি না, সামনে পড়ে আছে কাজের পাহাড়, এমন মাথাপাগল ব্যস্ত সময়েও যে নিজের সামান্য একটু উপস্থিতি দিয়ে আমার মন মস্তিষ্ক শরীর সব কিছুকে বন্দি করে […]

আই ফিয়ার আল্লাহ্ : আয়মান আশ্রাফ | I Fear Allah : Ayman Ashraf

আই ফিয়ার আল্লাহ্ : আয়মান আশ্রাফ | I Fear Allah : Ayman Ashraf

বই : আই ফিয়ার আল্লাহ লেখক : আয়মান আশ্রাফ প্রকাশনী : ফিলহাল প্রকাশন বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা পৃষ্ঠা : 96, কভার : পেপার ব্যাক আইএসবিএন : 9789849619505 আমরা পকেটে দামি দামি স্মার্টফোন রাখতে পারি, মানিব্যাগ রাখতে পারি। কিন্তু সে পকেটে আমরা টুপি রাখতে ভুলে যাই, মেসওয়াক রাখতে ভুলে যাই। আমাদের হাতে বেশি দামি না হলেও কম দামি […]

উনিশ বসন্ত   –    জান্নাতুল নাঈম প্রীতি

উনিশ বসন্ত – জান্নাতুল নাঈম প্রীতি

  বইঃ উনিশ বসন্ত লেখকঃ জান্নাতুল নাঈম প্রীতি বইটা নিয়ে যে অভিযোগ শুনেছি তার মধ্যে অন্যতম হলো – এত অল্প বয়সেই আত্মজীবনী লেখা! বইটাকে আমার ঠিক সেই অর্থে আত্মজীবনী মনে হয়নি। প্রীতি তাঁর জীবনের টুকরো টুকরো স্মৃতি লিখেছেন, যা তাঁকে প্রভাবিত করেছে এবং তা ঠিক আত্মজীবনীর ফরম্যাটে নয়। প্রতিটি অধ্যায়ের একটি করে শিরোনাম রয়েছে, তার […]

ব্ল্যাক ফেয়ারি টেইল    –   অৎসুইশি

ব্ল্যাক ফেয়ারি টেইল – অৎসুইশি

বইঃ ব্ল্যাক ফেয়ারি টেইল লেখকঃ অৎসুইশি অনুবাদকঃ সালমান হক পৃষ্ঠাঃ ২২৪ বইটা শুরু হয় একটা ছোট গল্প দিয়ে..যেখানে আছে একটি কাক যার কিনা সিনেমা হলে জন্ম। ছোটবেলা থেকে সিনেমা দেখে দেখে সে মানুষের মতো কথা বলা শিখে ফেলে। মাঝেমাঝেই এভাবে কথা বলে সবাইকে চমকে দিতো সে। কিন্তু হঠাৎই এক অন্ধ মেয়ের প্রেমে পড়ে যায় সে। […]

ইকারাস   –   মুহম্মদ জাফর ইকবাল

ইকারাস – মুহম্মদ জাফর ইকবাল

  “এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী হচ্ছে ভীত ও আতঙ্কিত মানুষ। তারা বুঝে হোক, না বুঝে হোক ভয়ংকর সব ঘটনা ঘটিয়ে দিতে পারে।” সমুদ্রের মাঝে একটি দ্বীপ। সেই দ্বীপে তৈরি হয়েছে অত্যাধুনিক এক হাসপাতাল। সেখানে কাজ করার লোক খুঁজে বেড়ানো হচ্ছে। এভাবে খুঁজে পাওয়া গেল জহুর নামের একজনকে। যার জীবনের সব আলো নিভে গিয়েছে অনেকদিন। […]

কে তিনি    –   প্রয়াস পাবলিকেশন

কে তিনি – প্রয়াস পাবলিকেশন

মহান আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবীর আয়তনকে জীবনধারণের উপযোগী করে তোলার জন্য সমান করে তৈরি করেছেন। যদি পৃথিবীর আয়তন কিছুটা কম হত, তবে এটি এর বর্তমান বায়ুমণ্ডলকে ধরে রাখতে পারত না। কারণ, এর অভিকর্ষিয শক্তি গ্যাসকে ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট হত না। আল্লাহ তাআলা কতই-না সূক্ষ্মদর্শী, কতই-না সুনিপুণ কারিগর, যিনি পৃথিবীকে এত সূক্ষ্ম পরিমাপ দিয়ে সৃষ্টি […]

মার্ডার অ্যানালাইসিস : মোহাম্মদ সহিদুল ইসলাম রাজন

মার্ডার অ্যানালাইসিস : মোহাম্মদ সহিদুল ইসলাম রাজন

বই : মার্ডার অ্যানালাইসিস লেখন : মোহাম্মদ সহিদুল ইসলাম রাজন প্রকাশনী : বই বাজার মুল্য : ৩০০ ৳ আমি বইটি মনোযোগ সহকারে পড়ার চেস্টা করেছি, ২ দিন লেগেছে শেষ করতে  অনেকেই একদিনেই শেষ করতে পারবেন। বইটির নামের সাথে খুন খুন গন্ধ আছে তাই না? হ্যা গল্পটি মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে লেখা যিনি একজন থ্রিলার […]

ডাবল্ স্ট্যান্ডার্ড   –   ডাঃ শামসুল আরেফীন

ডাবল্ স্ট্যান্ডার্ড – ডাঃ শামসুল আরেফীন

ডাবল স্টান্ডার্ড – ৩’ বইয়ের দ্রোহের সাজা থেকে একটুখানি — ভার্সিটি হাজারও মত-পথের এক জগাখিচুরি । একদিকে ডাইলখোর এসে যেমন হুজুর হয় এখানে । আবার মাওলানা পাশ করে এসে বিড়িও ধরে এখানে । এ এক তেলেসমাতি জায়গা বাপু। ক্যাম্পাসে আবদুল্লাহ উন্দুলুসির বহু মিনিয়েচার পাবেন । সে বহুত বড়ো এক আল্লাহর ওলি ছিলেন । এক খ্রিস্টান […]

পরার্থপরতার অর্থনীতি    –   আকবর আলি খান

পরার্থপরতার অর্থনীতি – আকবর আলি খান

বাস্তব জীবনের অর্থনৈতিক সমস্যা সম্পর্কে মূলধারার অর্থনীতির বক্তব্য তুলে ধরার লক্ষ্যে এই গ্রন্থে লেখকের পনেরটি প্রবন্ধ সন্নিবেশিত করা হয়েছে। বইটির শুরু দানখয়রাতের অর্থনীতি নিয়ে। আরও রয়েছে দুর্নীতির অর্থনীতি, সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, মেরামত ও পরিচালনার অর্থনীতি, বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের রাজনৈতিক অর্থনীতি,স্বাস্থ্য অর্থনীতি ও লিঙ্গভিত্তিক বৈষম্যের অর্থনীতি সম্পর্কে মনোজ্ঞ বিশ্লেষণ। অর্থনীতির সবচেয়ে জটিল সমস্যা অর্থনৈতিক অসাম্য সম্পর্কে […]

বোনেদের প্রতি নসিহত – দারুল ইলম

বর্তমানে নারীদের মধ্যে যে-সকল ত্রুটি-বিচ্যুতি ও পদস্খলন সৃষ্টি হয়েছে সেগুলো এমন যে, এর দ্বারা আখিরাত ও দুনিয়া—উভয় স্থানেই অপমান ও অপদস্থতা রয়েছে। এই দোষগুলো যদিও আমাদের দৃষ্টিতে কোনো গুরুত্ব ও প্রভাব রাখে না; কিন্তু আল্লাহ ও তাঁর রাসুলের নিকট অনেক বড়ো গুনাহ। অথচ এগুলোই আমরা দিন-রাত করছি এবং একে কিছুই মনে করছি না যে, কাল […]

নারীবাদী বনাম নারীবাঁদি

ধরুন ‘ক’ এবং ‘খ’ নামক দুজন ব্যক্তির দুজনই শারীরিকভাবে সব দিক থেকে সুস্থ এবং তাদের শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের কার্যক্ষমতা ঠিকঠাকমতো আছে। শুধু ব্যক্তি ‘ক’ এর চোখ দুটো অন্ধ। একদিন এই দুজন ব্যক্তিকে দুজন সুন্দরী নারীর সাথে বিবাহ দেয়া হলো। এখন সহজ একটা প্রশ্নের উত্তর দিনতো দেখি, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিটি তার স্ত্রীর সাথে […]

দুজন দুজনার : মুহাম্মাদ আতীক উল্লাহ | Both of them : Muhammad Atiq Ullah

দুজন দুজনার : মুহাম্মাদ আতীক উল্লাহ | Both of them : Muhammad Atiq Ullah

বইয়ের নাম : দুজন দুজনার লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহ প্রকাশনী : মাকতাবাতুল আযহার বিষয় : ইসলামী সাহিত্য পৃষ্ঠা সংখ্যা : ১০৯ মুদ্রিত মূল্য : ২০০ ভালোবাসা কতটা প্রবল হয়, কতটা আলোড়ন তোলে হৃদয় তন্ত্রীতে। প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ কীভাবে ঘটাই আমরা। ভালোবাসা হরেক রকম, প্রিয় মানুষকে কতভাবেই না ভালোবাসা যায়। আমাদের জীবনের রোমাঞ্চকর […]

উমর (রাঃ) এর ঢাকা সফর PDF  : মুহাম্মদ নুরুযযামান | Omar Ra Er Dhaka Safar : Mohammad Nuruzzaman

উমর (রাঃ) এর ঢাকা সফর PDF : মুহাম্মদ নুরুযযামান | Omar Ra Er Dhaka Safar : Mohammad Nuruzzaman

বই : উমর (রাঃ) এর ঢাকা সফর লেখক : মুহাম্মদ নুরুযযামান প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স প্রকাশকাল : ১৬ জুন, ২০২২ পৃষ্ঠা সংখ্যা : ১২০ মুদ্রিত মূল্য : ১৪০ টাকা। হযরত উমর (রাঃ) চরিত্রটি বরাবরই আমাকে অনেক বেশী মুগ্ধ করে। ওনার সম্পর্কে যতই পড়ি, যতই জানি, এই অশান্ত; অবিচারে ভরা পৃথিবীতে ওনার প্রয়োজনীয়তা ততই অনুভব করি। […]

গজদন্তিনী     –    যোবায়েদ আহসান

গজদন্তিনী – যোবায়েদ আহসান

•••’একজন ক্যাকাসু’খ্যাত যোবায়েদ আহসান’র নতুন বই••• #প্রি_অর্ডার_পোস্ট বই: গজদন্তিনী লেখক: যোবায়েদ আহসান প্রকাশনী: নয়া উদ্যোগ মলাট মূল্য: ৩৫০ টাকা প্রি-অর্ডার মূল্য: ২৪৫ টাকা কাউকে আধ খাওয়া কফি খেতে বলাটা অভদ্ৰতা। অন্তু জেনেশুনেই এই অভদ্রতাটা করলো। তার উদ্দেশ্য গজদন্তিনীকে বিভ্রান্ত করা। সুন্দরী তরুণীকে পটাতে হলে প্রথম প্রথম তাকে বিভ্রান্ত করতে হয়। এর ফলে তরুণী ঘন ঘন […]

হার না মানা অন্ধকার      –     বাপ্পী খান

হার না মানা অন্ধকার – বাপ্পী খান

বুক রিভিউঃ- বইঃ- হার না মানা অন্ধকার লেখকঃ- বাপ্পী খান প্রচ্ছদঃ- রাজু জনরাঃ- হরর প্রকাশনীঃ- বাতিঘর প্রকাশনী প্রথম প্রকাশঃ- ফেব্রুয়ারি, ২০১৯ মুল্যঃ- ১৫০টাকা পৃষ্ঠা সংখ্যাঃ- ১০৯ ব্যক্তিগত মতামতঃ- পড়েছি লেখক বাপ্পী খান এর লেখা বই ❝হার না মানা অন্ধকার❞। এটি অন্ধকার ট্রিলজির প্রথম বই। এর আগে লেখকের তিনটি বই পড়া হয়েছে(হিমঘুম, বিসর্জনের দ্বিতীয় সত্তা, ক্ষ্যাপা), […]

আড়ালে রয়েছে সে     –    স্মরণজিৎ চক্রবর্তী

আড়ালে রয়েছে সে – স্মরণজিৎ চক্রবর্তী

এখন হয়েছে যশোর। দেশভাগ, মহকুমাগুলো জেলা হয়ে আকারও কমে গেছে। তখন ছিল যশোহর। জেলা নয় একটা দেশ। তারও আগে নাকি ছিল জসর। কিন্তু এই উপন্যাস ১৫৮৩ সালের যশোহর নিয়ে। কথিত আছে, বিক্রমাদিত্য ও রাজা বসন্ত রায় গৌড়ের যশ হরণ করে এই শহরের শ্রীবৃদ্ধি করেছিলেন বলে স্থানীয় পুরাতন নাম জসর পরিবর্তনের মাধ্যমে নতুন নামকরণ হয় যশোহর। […]

কথুলহু    –   আসিফ রুডলফায

কথুলহু – আসিফ রুডলফায

  বইয়ের নাম :কথুলহু লেখত :আসিফ রুডলফায প্রকাশনী :ভূমিপ্রকাশ বইয়ের টাইপ :লভক্রাফটিয়ান থ্রিলার পৃষ্ঠা :১৯২ মূল্য :২৬০টাকা কথুলহু : আপনি কি দুঃস্বপ্ন দেখেন?আমি দেখি।আপনি কি জানেন আপনার দুঃস্বপ্নের উৎস কী?কে দেখায় আপনাকে এই ভয়ঙ্কর স্বপ্নগুলো?তার নাম কথুলহু।সে আপনাকে ডাকছে।কিন্তু আপনি তার ডাক শুনতে পাচ্ছেন না,কারণ আপনার দুর্বল ভঙ্গুর মন তার আহবান অনুধাবনে অক্ষম।আপনি এক বিকৃত […]

পিপীলিকার ডানা     –    সিদ্দিক আহমেদ

পিপীলিকার ডানা – সিদ্দিক আহমেদ

নাম: পিপীলিকার ডানা লেখক: সিদ্দিক আহমেদ জনরা: সামাজিক ক্রাইম থ্রিলার প্রচ্ছদ: আয়ান এবং মাহাতাব রশীদ প্রকাশনী: বাতিঘর প্রথম প্রকাশ: জুন ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ১৯২ মুদ্রিত মূল্য: ২২০/- 𝐿𝒾𝓀𝑒 𝒶𝓃 𝑜𝒸𝑒𝒶𝓃, 𝓁𝒾𝒻𝑒 𝒾𝓈 𝒹𝑒𝑒𝓅, 𝒷𝓊𝓉 𝓌𝑒 𝒶𝓇𝑒 𝒿𝓊𝓈𝓉 𝒻𝓁𝑜𝒶𝓉𝒾𝓃𝑔 𝑜𝓃 𝓉𝒽𝑒 𝓈𝓊𝓇𝒻𝒶𝒸𝑒. — 𝑀𝒾𝒸𝒽𝒶𝑒𝓁 𝐵𝒶𝓈𝓈𝑒𝓎 𝒥𝑜𝒽𝓃𝓈𝑜𝓃 ছোট ছোট চাওয়াগুলোও যখন অসাধ্য হয়ে যায় তখন ❝আমি❞- নামক […]

ইকুয়েশন অব লাইফ    –    নাজমুশ শাবাব

ইকুয়েশন অব লাইফ – নাজমুশ শাবাব

শীঘ্রই প্রকাশিতব্য বইঃ ইকুয়েশন অব লাইফ লেখকঃ নাজমুশ শাবাব প্রকাশনায়ঃ ইসাবাহ্ প্রকাশন ফ্ল্যাপ থেকেঃ দ্বীনের পথে চলতে গিয়ে বিভিন্ন ভ্রান্তির মায়াজালে থমকে যায় আমাদের পথচলা। মাঝে মাঝে জীবনকে অর্থহীন মনে হয়_এভাবে কী একটা জীবন চলতে পারে? এভাবে কী আস্ত একটা জীবনকে ধ্বংস হতে দেওয়া যায়? আমাদের জীবন তো খুুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে, সে দিকে আমাদের […]

তাফসীরে উসমানী

তাফসীরে উসমানী

তাফসীরে উসমানী পৃষ্ঠাসংখ্যা : ২৭৩২ (তিন খণ্ড) কাগজ : ৭০ গ্রাম অফহোয়াইট অফসেট বাঁধাই : হার্ডকভার প্রি-অর্ডার মূল্য : ৩০০০৳ মুদ্রিত মূল্য : ৭২০০ টাকা . রাহনুমা’র প্রকাশনায় ৩ খণ্ডে উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরগ্রন্থ ‘তাফসীরে উসমানী’র পূর্ণাঙ্গ ও পরিমার্জিত অনুবাদ। . বর্ষীয়ান আলেম অধ্যাপক গিয়াসুদ্দীন আহমদ হাফি.-এর অনুবাদ ও দেশবরেণ্য আলেম মাওলানা আবদুল মালেক হাফি.-এর সুদীর্ঘ […]

And Then There Were None    –    Agatha Christie

And Then There Were None – Agatha Christie

বইঃ And Then There Were None লেখকঃ Agatha Christie পৃষ্ঠা সংখ্যাঃ ২৫০ জনরাঃ মিস্ট্রি, ক্রাইম, সাইকোলজিক্যাল থ্রিলার আগাথা ক্রিস্টিকে বলা হয় ডিটেকটিভ গল্পের রাণী। অসংখ্য উপন্যাস লিখেছেন তিনি। তবে তার মতে, এর মধ্যে এই বইটি লেখা ছিলো সবচেয়ে কঠিন ব্যাপার। বইটা প্রথম প্রকাশ হয় ১৯৩৯ সালে Ten Little Niggers নামে। পরবর্তীতে ১৯৪০এ And Then There […]

পুরষ্কার     –    রাহাত বিন সিদ্দিক

পুরষ্কার – রাহাত বিন সিদ্দিক

আজ রাহাত অনেক দিন পর হাসিমুখে কলেজে ঢুকে হাসিমুখে কলেজ থেকে বের হল। না হয় এতোদিন তো সে হাসিমুখে কলেজে গেলেও দেয়। কলেজের নানা ঘটনা / সমস্যা তাঁর মনকে বিষিয়ে দিন শেষে সেই হাসি আর মুখে থাকে না। থাক সে কথা, সে কথা পরে বলা যাবে। এখন মূল কথায় আসি। রাহাতের একটা সমস্যা আছে সেটা […]

প্রশ্নগুলোর উত্তর দিন ⤵️