মনে থাকবে? আরণ্যক বসুর কাব্যগ্রন্থ

তোর ঠিকানার ভুল ঠিকানায় পাঠালাম হাতচিঠি

আমার কিশোর বেলার সুবাস প্রাণ ভরে তুই চাস?

তাহলে তো বলতে হবেই জয় হোক পাগলামির

অনিশ্চিতের সঙ্গদোষে কাঁদিস বারোমাস!

 

আঠারো আর কাটলোনা তোর, পাগলী কাকে বলে!

আজও মিথ্যে কথায় দুলে বৃষ্টি ঝরিয়ে দিস?

টিলার শেষে বন মঙ্গল, দামাল খরস্রোতা,

ও এক মুঠো শ্যামলিমা, তুই এসেছিলি ভাগ্যিস!

 

একান্ত এই ছেঁড়া চিরকুট হাওয়ায় গেলো ভেসে

তোর ঠিকানার নীল দিগন্তে, আমার নিরুদ্দেশে!

 

বইঃ মনে থাকবে?

লেখকঃ আরণ্যক বসুর

ধরনঃ কাব্যগ্রন্থ

প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *