October 4, 2023

বাদশাহ নামদার – হুমায়ূন আহমেদের

“বাদশাহ নামদার”- লেখক হুমায়ূন আহমেদের অন্যতম সেরা ঐতিহাসিক উপন্যাস
অনুভূতিঃ-
গতকাল এক বসাতে ৮তম বারের মত আবার বাদশাহ নামদার পড়ে শেষ করলাম। ১১ বছর আগে ২০১১ সালে প্রথমবার বাদশাহ নামদার যেমন অনুভূতি ছিল, এখন ঠিক একই রকম অনুভূতি অনুভব হয় এই বইয়ের ক্ষেত্রে।

লেখক এতো প্রাসঙ্গিকভাবে একের পর এক ঘটনা উপস্থাপন করেছেন যে মন্ত্রমুগ্ধের মতো পুরো বইটা পড়ে গেছি, যেন মনে হচ্ছিল ঘটনা গুলো চোখের সামনেই ঘটে যাচ্ছে। হুমায়ূন আহমেদ অনেকের কাছে সস্তা বাজারি লেখক মনে হলেও ব্যক্তিগত ভাবে তিনি আমার কাছে শব্দের জাদুকর, যার প্রমান মেলে “বাদশাহ নামদার” “দেয়াল” “মাতাল হাওয়া “জ্যোৎস্না ও জননীর গল্প”… ইত্যাদি।

প্রতিবার বাদশাহ নামদার পড়া শেষে একটা কথাই মনে হয় “উপন্যাসটা আরো লম্বা হলো না কেন? আরো বেশিক্ষণ পড়তে পারতাম। কিন্তু ভালো কিছু কেন যে দীর্ঘস্থায়ী হয় না, জগতের এসব হিসেব আমি বুঝিনা”

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

View all posts by Md Rafsan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *