ফেরা বইটি কেন আপনার পড়া উচিত? লেখক সিহিন্তা শরিফা,নাইলা আমাতুল্লাহ।

বইয়ের নাম: ফেরা
লেখক: সিহিন্তা শরিফা,নাইলা আমাতুল্লাহ।
প্রকাশক : সমকালীন প্রকাশক।
Review Credit 💕 : শেখ ইসরাত

ফেরা- বাসে,ট্রেনে বা প্লেনে করে বাসায় ফেরা নয়।
আবার এটাও না যে বহুদিনপর হারিয়ে যাওয়া কাউকে ফিরে পাওয়া…

এই ” ফেরা ” হচ্ছে অমুসলিম থেকে দ্বীনে ফিরে আসার এক মনোমুগ্ধকর গল্প কাহিনি।

শুধু একজন নয় বরং দুই-বোনের ফিরে আসার গল্প।
দুইটা খ্রিষ্টান মেয়ের আসল সৃষ্টিকর্তা কে খুঁজে নিড়ে ফেরার গল্প।
তারা একের পর এক লড়াই করে আপন প্রতিপালক কে খুঁজে পায়..
পায় আলো যে আলো মানুষ কে ভয়ংকর অন্ধকার থেকে রক্ষা করে।
পায় তারা হেদায়াত। আর এই হেদায়াত এর ব্যাপারে আল্লাহ তায়ালা কুরআনুল কারিমে বলেছেন:

আল্লাহ যাকে ইচ্ছে তার দ্বীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে তিনি দ্বীনের দিকে হেদায়াত করেন।
(42:14)

দুনিয়ার মরিচিকায় যখন একদল মানুষ ব্যস্ত তখন ভাবুক মেয়েটি তার খ্রিষ্টীয় ধর্ম নিয়ে বেশ ভাবনায়।
সে বুঝতে চাইতো কিন্তু পারতো না।
যিশুর দাঁড়ি আছে কিন্তু খ্রিষ্টানরা সেই দাঁড়ি পছন্দ করতো না।
সে বাইবেলে এমন অনেক কথা পায় যা তাদের ধর্মের সাথে মেলে না।
সে সত্যের সন্ধানে বাইবেল সমন্ধে অভিজ্ঞ তার মামির কাছে তার বর্তমানের খ্রিষ্টীয় কালচার আর বাইবেলে বলা কথা গুলো তুলে ধরলেও সে অসংগত যুক্তি পায়।
মেয়েটি বুঝতে পারল এইভাবে দিন গেলে শেষ পরিণতি ভয়াবহ হতে পারে।
একদিন তার ক্লাসে ইসলাম নিয়ে বেশ কিছু আলোচনা হলে ইসলাম সমন্ধে কিছু তথ্য যোগাড় করতে লাগল। ইসলামের ভুল ধরার জন্য কিছু হাদিস কিনে এনে পড়তে শুরু করল।
মুহাম্মদ (স.) এর হাদিসের বাণী তাকে মুগ্ধ করে।
সে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়।
এইভাবে সে নানা রকম তথ্য সংগ্রহ করতে শুরু করে এমনকি কুরআনের বাংলা অর্থ পড়ে সে গপনে মুসলিম হয়ে যায়।
তাকে পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
তবুও সে পিছুপা হয়নি।
তার হেদায়াতের আলোতে তার ছোট বোনও হেদায়াতের আলোতে আলোকিত হয়ে ওঠে।

★এই বইটি কেনো পড়া উচিতঃ
আমরা মুসলিম হয়েও নিজ ধর্ম সমন্ধে উদাসীন।
এই বই যদি কোনো মুসলিম পড়ে তার ঘুমিয়ে থাকা ঈমান জাগত হবে।
সে উপলব্ধি করবে তাকে তার রবের নিকট ফেরার জন্য নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে।
এই বইটি আপনি আপনার অমুসলিম বন্ধু-বান্ধবদের উপহার দিতে পারেন।
এমনকি নিজেকে পরিবর্তন করতে পারেন।
তারা দুইবোন অমুসলিম হয়ে বহু যুদ্ধ করে সফল হতে পারলে আপনি একজন মুসলিম হয়ে কেনো সফল পথ থেকে বঞ্চিত হবেন?…

নিজের ঘুমন্ত ঈমানকে জাগত করতে এই বইটি আপনার জন্য যথেষ্ট।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *