নবীজীবনের শেষ বছর বিদায় হজের সময় সাহাবিদের সংখ্যা ছিল প্রায় এক লক্ষ। এঁদের মধ্যে এগারো হাজার এমন ব্যক্তিই রয়েছেন, যাঁদের জীবনী ইতিহাসের পাতায় লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এঁদের সকলেই অল্পবিস্তর রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,বাণী কার্যকলাপ ও জীবনের ঘটনাবলির রেওয়ায়েত করার খেদমত আঞ্জাম দিয়েছেন বলেই বিশেষভাবে এঁদের জীবনী লেখা হয়েছে।আর এ জন্যই তাঁদের জীবনী ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে।
বই: নবী পরশমনি
লেখক: সাইয়েদ সুলাইমান নদবী রহ.
অনুবাদ: আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
প্রকাশনায়:ইত্তিহাদ পাবলিকেশন