October 4, 2023

দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল এন্ড মি. হাইড – রবার্ট লুই স্টিভেনসন

বুক রিভিউঃ-

বইঃ- দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল এন্ড মি. হাইড
লেখকঃ- রবার্ট লুই স্টিভেনসন
অনুবাদকঃ- লুৎফুল কায়সার
প্রচ্ছদঃ- সজল চৌধুরী
জনরাঃ- সাইকোলজিক্যাল থ্রিলার/গথিক হরর
প্রকাশনীঃ- পুঁথি পুরাণ
প্রথম প্রকাশঃ- জুন, ২০২২
মুল্যঃ- ৩৫০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১৬০

ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি রবার্ট লুই স্টিভেনসন এর কালজয়ী উপন্যাস ❝দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল এন্ড মি. হাইড❞। বইটি পড়া শুরু করার পর থেকে মনে হচ্ছিলো কোন এক ঘোরের মধ্যে আছি, হাত থেকে রেখে দিতে ইচ্ছে করছিলোনা। লেখকের লেখনিতে পুরো গল্পটি কি অসাধারণ ভাবে ফুটে উঠেছে সেটি বলে বোঝানো যাবেনা। অনেকদিন পর এমন মুগ্ধকর একটি লেখা পড়েছি। পড়তে পড়তে কিছু যায়গায় থম মেরে ছিলাম। বইটিকে আরো বেশি উপভোগ্য করে তুলেছে লুৎফুল কায়সার ভাইএর অনুবাদের জন্য, অসাধারণ একটি কাজ হয়েছে। এর জন্য উনাকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে এমন কাজগুলো আরো পাবো আমরা। আগ্রহীরা পড়া দেখতে পারেন এই অসাধারণ বইটি। আশাকরি খুব ভালো লাগবে।🥰

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

View all posts by Md Rafsan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *