December 11, 2023

তুমি ফিরবে বলে লেখক :জাকারিয়া মাসুদ

ব‌ই :তুমি ফিরবে বলে
লেখক :জাকারিয়া মাসুদ
সম্পাদনা :আসিফ আদনান
প্রকাশনা:সমর্পণ প্রকাশন

🍁প্রারম্ভ কথনঃ
“তুমি ফিরবে বলে” নামটি শুনে আমি ভেবেছিলাম এটা কোন প্রেমের উপন্যাস। যেখানে হয়তো অপেক্ষা করছে কোন ব্যাক্তি তার আপন মানুষের জন্য। তাই হয়তো তার অপেক্ষার প্রহরকে উদ্দেশ্যে করেই লেখা হয়েছে তুমি ফিরবে বলে।

🍁ব‌ইয়ের প্রচ্ছদঃ
ব‌ইয়ের প্রচ্ছদ টা লক্ষ্য করলে দেখবেন এখানে প্রকৃতিকে কী সুন্দর ফুটিয়ে তুলেছে। কিছু গাছপালা, একটা বাতি আর তার পাশে খালি পড়ে আছে বসার টুল টা। আচ্ছা এমন‌ওতো হতে পারতো এখানে কেউ বসে আছে! কিন্তু এমনটা হয়নি। প্রকৃতি তার মতোই বিচরন করছে আর আমরা আমাদের মতো স্রষ্টাকে উপেক্ষা করেই চলছি। ঐ যে টুল টা দেখছেন, আমার মতে এটি আমাদের মতো পথ হারা পথিকের জন্য অপেক্ষা করছে।

🍁একনজরে সূচিপত্র :
১. ফাগুন হাওয়া বয়ে যাক তোমার পরানে
২. জীবনটা কি এসবের জন্যেই?
৩. জীবন্ত কিংবদন্তির উপাখ্যান
৪. Come on my brother, let us pray
৫. কাছে আসার সাহসী গল্প
৬. চমকানো মেঘ যেন চমকায় অবিরাম
৭. আঁধার ছাড়ায়ে যাবে হারিয়ে সঙ্গে তোমার লয়ে
৮. তবুও অনেক দেরি হয়ে যাবে
৯. মুশরিকরাও যাকে সত্যভাষী বলে মেনে নিয়ে ছিল
১০. স্বাধীনতার সুখ
১১. প্রবঞ্চনা করোনা নিজের সাথে
১২. চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
১৩. সময়ের ভ্রান্তিতে টলো না,লড়াইটা কখনো ভুলো না
১৪. তুমি ফিরবে বলে

🍁বই পর্যালোচনাঃ
“দুনিয়ার মোহে পড়ো যদি ভাই পরকালকে ভুলি
রহমতের কোমল পরশ দয়াময় নেবেন তুলি
অনেক কিছু পাইনি আমি- এই সুর বাজবে প্রতিটা ক্ষণ
বেদনার হাওয়া করিবে দাওয়া প্রাণপিন্জরে আমরণ
করুনাময় যদি বিস্মৃত হন তোমার সকল কাজে
বোশেখী ঝড় উঠবে বেজে জীবনবীনার মাঝে
তাই হাত বাড়ায়ে কান্না জড়ায়ে তাকে ডাকো রজনীশেষে
জীবন তব উজ্জলিত হোক বিধাতার আলোক পরশে”

“আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ‌ থাকে, তবে অবশ্যই আরেকটি (উপত্যকা) স্বর্ণ চাইবে।মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না”
আমরা যত পাই তত চাই। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কোন কিছুই যেন আমাদের তৃপ্ত করতে পারে না। যার সাইকেল আছে সে মোটরসাইকেল চায়, যার মোটরসাইকেল আছে সে একটি প্রাইভেট কার চায়। এভাবেই চলতে থাকে আমাদের জীবন দ্বারা। চাওয়ার কোন শেষ নেই। তাও অপূর্ণতায় ভর্তি আমাদের এই জীবন।

🍁পাঠ প্রতিক্রিয়া:
“তুমি ফিরবে বলে” তরুনদের উদ্দেশ্য করে লেখা একটি ইসলামিক ব‌ই। আমাদের চাওয়া, পাওয়া ,উদ্দেশ্য ,চাহিদা সব কিছু বাস্তবতার আলোকে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনকে নতুন করে ভাবতে একটু হলেও সহায়তা করবে ব‌ইটি। হয়তো কারো নীড়ে ফেরার গল্প হয়ে রবে।
🍁পরিশেষে,, বর্তমান তরুণ প্রজন্মের জন্য ব‌ইটি খুব তাৎপর্যপূর্ণ। নিজের ধর্ম বাদ দিয়ে শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে পরকালে পরীক্ষার খাতায় শূন্য পেতে হবে। তাই সময় থাকতে আগাম প্রস্তুতি নেওয়া উচিত।

Md Rafsan

বইইনফো ডট কম একটি বই সম্পর্কিত লেখালেখির উন্মুক্ত কমিউনিটি ওয়েবসাইট। শুধু মাত্র একটি ফ্রি একাউন্ট খোলার মাধ্যমে আপনিও লিখতে পারেন যে কোনো বই সম্পর্কে, প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয়ের উপর।

View all posts by Md Rafsan →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *