বুক রিভিউঃ-
বইঃ- কোরালাইন
লেককঃ- নিল গেইম্যান
অনুবাদকঃ- ওয়াসি আহমেদ
প্রচ্ছদঃ- আদনান আহমেদ রিজন
জনরাঃ- ডার্ক ফ্যান্টাসি / হরর
প্রকাশনীঃ- বুকস্ট্রিট
প্রথম প্রকাশঃ- ফেব্রুয়ারী, ২০১৮
মুল্যঃ- ২৬০টাকা
পৃষ্ঠা সংখ্যাঃ- ১৪৪
ব্যাক্তিগত মতামতঃ-
পড়েছি নিল গেইম্যান এর লেখা বই ❝কোরালাইন❞। এর আগে লেখকের কোন লেখা পড়া হয়নি, এটিই প্রথম এবং বইটি পড়ে মেন হচ্ছে লেখকের আরো কিছু বই পড়তে হবে। অসাধারণ একটি বই নিঃসন্দেহে, একবারের জন্যেও লেখাটি যেন থামেনি। গল্পের যেই দিকগুলো সবচেয়ে ভালো লেগেছে তার মধ্যে একটি হলো কোন দানাপানি না করে সোজা গল্পের দিকে ফোকাস করা হয়েছে। একেবারে প্রথম থেকেই গল্প তার আপন গতিতে চলতে শুরু করেছে। পাশাপাশি অনুবাদের কথাতো কিছু বলার নেই, মনেই হয়নি যে একটি বিদেশি বই পড়ছি। অসাধারণ অনুবাদ করেছেন ওয়াসি আহমেদ। পরিশেষে বলবো গল্পটি খুবই উপভোগ্য ছিলো। আগ্রহীরা পড়ে দেখতে পারেন, সময় ভালো কাটবে এইটা বলতে পারি।