কী কবিতা লিখব! শরীরে গাঁথা আছে বায়ুধর্ম !
রাত্রিবেলায় চোখের বানে লাফিয়ে ওঠে জোছনা
নতুন জলের মাছ হই থইথই ইশারায়
মেঘে মেঘে ছোটে দেখি দূর অচেনা বেলার সুখ
ডুববেলার সময় আসে শহরতলীর গন্ধ!
কী লিখব! আমার শরীরে মিশে আছে জলধর্ম!
সমুদ্রের নাভি বরাবর ডুবার তীব্র আকুতি
অক্ষরগুলো ঢেউয়ে মিশে নাচতে চাই অশেষ!
বইঃ জলজোছনার কৈতর
লেখকঃ Sajjak Hossain Shihab
ধরনঃ কাব্যগ্রন্থ
প্রকাশনীঃ কিংবদন্তী পাবলিকেশন
বিক্রয় মূল্যঃ ২০০৳