ইসলাম পরিচিতি : লেখক ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া | Islam Porichiti

ইসলাম কী? ইসলাম কেন? ইসলাম পালন বলতে কী বোঝায়? ইসলাম কি শুধুই বিশ্বাসের নাম? দৈনন্দিন জীবনে ইসলামের পরিধি কতখানি?
.
ইসলাম নিয়ে এরকম অনেক প্রশ্নই আছে, যেগুলো সম্পর্কে আমরা অনেক মুসলিমরা স্বচ্ছ ধারণা রাখি না। অথচ প্রশ্নগুলো একেবারেই বেসিক লেভেলের। নিজ ধর্ম সম্পর্কে এই বেসিক নলেজ না থাকার ফলে ইসলামকে যে যার মতো ব্যাখ্যা করি। শুধু তাই নয়, ইসলাম সম্পর্কে আমাদের এই অজ্ঞতার কারণেই ইসলাম বিদ্বেষী, সংশয়বাদীরা আমাদেরকে ভুলভাল বোঝাতে পারে। আর সেসব কথা শুনে আমাদের ঈমান হয়ে যায় নড়বড়ে।
.
এজন্য একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, ইসলাম পরিচিতি সম্পর্কে পর্যাপ্ত জানা। অল্প শিক্ষিত থেকে শুরু করে উচ্চ শিক্ষিত, সকলেই যেন ইসলাম পরিচিতি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে, এজন্য ড. মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন সালেহ আস-সুহাইম লিখেছেন চমৎকার একটি বই। ‘ইসলাম পরিচিতি’। সহজ সাবলীল ভাষায় লেখা এই বইটি যে কোনো স্তরের পাঠকই বুঝতে পারবে ইনশা আল্লাহ্‌। বইটি থেকে ইসলামের এ পরিমাণ জ্ঞান অর্জন করতে পারবে, যা তাদেরকে খাঁটি মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য সহায়ক হবে এবং অন্যদের কাছেও দীন ইসলামের আলো ছড়িয়ে দেয়ার জন্য তাদের সাহায্য করবে।
.
ইসলাম পরিচিতি
লেখক : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনী : কাশফুল প্রকাশনী

লিংক কমেন্টে।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *