আজকের মনুষ্যজাতি, বিশেষ করে মুসলিমদের খুব বেশি প্রয়োজন মানবতার জন্য একটি অনন্য চারিত্রিক আদর্শের প্রতীক তৈরী করা। কারণ, এ ছাড়া বেঁচে থাকা আনন্দহীন, অসহনীয়। এটি ব্যতীত সুশীল মানবীয় মূল্যবোধ গড়ে উঠবে না। ইসলামও তার প্রকৃত তাৎপর্য নিয়ে প্রতিভাত হতে পারবে না।
কী সেই অনন্য মানবসত্তা? কীভাবে সেই সৌন্দর্যময় ব্যক্তিত্ব তৈরি করতে হবে-অনাগত পৃষ্ঠাগুলোতে পাঠক খুঁজে পাবেন তার জবাব।
.
বই : আদর্শ মুসলিম ও তার ব্যক্তিত্বের স্বরূপ
লেখক : ড. মুহাম্মদ আলী আল-হাশেমী
মুদ্রিত মূল্য ৫৬০/-
বিক্রয় মূল্য ২৮০/-