অপয়া ১৩, আমার চতুর্থ বই, দ্বিতীয় ই-বুক। অপয়া ১৩- ১৩ টি অপয়া গল্পের সংকলন। থ্রিলার, হরর- মোদ্দা কথা, ভিন্ন ভিন্ন স্বাদের ১৩টি গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো বইটি।
অপয়া ১৩ বইটি থেকে একটি গল্পের চুম্বক অংশ-
ছবিটা দেখেই বুকটা ধক করে উঠল সিফাতের। হৃৎপিণ্ডটাকে যেন একটা বরফ শীতল হাত খামচে ধরেছে। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে।
ঘুরে দরজার দিকে তাকিয়েই আতঙ্কে জায়গায় বরফের মতো জমে গেল সিফাত। পুরো দরজা দখল করে রুমকী দাঁড়িয়ে আছে। মুখে লাবণ্যের ছিঁটেফোঁটাও অবশিষ্ট নেই। পটলচেরা মায়াবী চোখ দু’টি যেন জ্বলন্ত দু’টি কয়লার টুকরো। ঠোঁটের লিপস্টিক এমনভাবে থেবড়ে আছে যে মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেও মেয়েটা রক্ত খাচ্ছিল।
সামনে এগুনোর বদলে সিফাত উল্টো দেয়ালের দিকে কিছুটা পিছিয়ে এল। দেয়ালের সাথে শরীরটাকে মিশিয়ে দিয়ে চোখে মুখে প্রবল আতঙ্ক নিয়ে তাকিয়ে রইলো সামনে দাঁড়িয়ে থাকা পিশাচিনীটার দিকে…
এরকমই রুদ্ধশ্বাস, ছমছমে আর ভয় জাগানিয়া ১৩ টি গল্প নিয়ে সাজানো হয়েছে অপয়া ১৩।
প্রিয় পাঠক,
#Boitoi অ্যাপ থেকে আপনি সরাসরি নামাতে পারবেন বইটি।
তাছাড়া সরাসরি এই লিংক থেকেও বইটি নামানো যাবে- https://link.boitoi.com.bd/99U3
৭৫ পৃষ্ঠার বইটির দাম মাত্র ১৩ টাকা।