October 4, 2023

The Rules Of English Pronunciation – Mohammad Jakir Hossain

ইং রে জি উ চ্চা র ণে র নি য় ম
Mohammad Jakir Hossain
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা
বিক্রয় মূল্য : ২২৫ টাকা


ইংরেজি একটি বর্ণ সকল ক্ষেত্রে একটি ধ্বনিকে নির্দেশ করেনা। ইংরেজি ধ্বনি ৪৪টি কিন্তু বর্ণ মাত্র ২৬টি। এই ২৬টি বর্ণ কখন কোন ধ্বনি প্রকাশ করে তা অবশ্যই জানতে হবে।


ইংরেজি বানানের সাথে উচ্চারণের ব্যাপক পার্থক্য রয়েছে আর এই পার্থক্যের কারণসমূহ জানা প্রতিটি শিক্ষার্থীর জন্য অপরিহার্য। আমাদের দেশের শিক্ষার্থীরা সাধারণত ইংরেজি বানান ও উচ্চারণ মুখস্থ করে থাকে। এভাবে ইংরেজি বানান ও উচ্চারণ মুখস্থ করে মনে রাখা অত্যন্ত কষ্টসাধ্য কাজ যা যুগযুগ ধরে তারা এই কঠিন কাজটি করে আসছে। অথচ এভাবে বানান ও উচ্চারণ মুখস্থ করা ছাড়াই কিছু নিয়ম অনুসরণ করলে সহজেই সঠিক বানান ও উচ্চারণ শেখা যায়।


‘The Rules Of English Pronunciation’ বইটি ইংরেজি বানান ও উচ্চারণের আর্ন্তজাতিক যে নিয়ম রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি বইটি শিক্ষার্থীদের উপকারে আসবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *