#বুকরিভিউ
ইসলামি মূল্যবোধের সাথে কি আধুনিক জীবনের সম্পর্ক আছে?
বইটির লেখক ভূমিকায় বলেছেন তার এই বই লেখার পেছনের উদ্দেশ্য দু’টিঃ
১. প্রোডাক্টিভিটির সাথে ইসলামের সম্পর্ক
২. পাঠকদের প্রোডাক্টিভ জীবন কাটাতে উৎসাহিত করা।
প্রথম অধ্যায়ে, প্রোডাক্টিভিটি কে লেখক সংজ্ঞায়িত করেছেন এভাবে,
প্রোডাক্টিভিটি = ফোকাস * শক্তি * সময় ,
তিনি বলেছেন প্রোডাক্টিভিটি মানেই ব্যস্ততা, একঘেয়েমি এসব নয়।
পরবর্তী অধ্যায়ে প্রোডাক্টিভিটি ও ইসলামের সম্পর্ক তুলে ধরা হয়েছে। আধুনিক প্রোডাক্টিভিটি বিজ্ঞান ও উত্তর আধুনিক যুগের সমাজে এর প্রভাব বিশদ ভাবে আলোচিত হয়েছে। ইসলামিক প্যারাডাইম অব প্রোডাক্টিভিটি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। যেখানে প্রোডাক্টিভিটি কে ভাগ করা হয়েছেঃ
* Purpose LED Productivity: আল্লাহর দাস হওয়া, পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করা।
* Value Driven Productivity
* Soul Guided Productivity
অধ্যায় তিনে লেখক আত্নিক ( রুহানী / spiritual ) প্রোডাক্টিভিটির আলোচনা করেছেন।
আত্নিক শক্তিঃ তাকওয়া বা খোদাভীতি, তাওয়াক্কুল, কৃতজ্ঞতা, ধৈর্য , দয়া।
নামাজের সাথে শক্তির সম্পর্ক , যিকর, সদকা, সুন্নাহর অনুসরণ।
আত্নিক ফোকাসঃ নিয়ত, হালাল রুজি, দুয়া, কুরআন পাঠ ও মুখস্থকরণ, ইস্তিখারা , তাহাজ্জুদ।
অধ্যায় চারঃ শারিরীক প্রোডাক্টিভিটি
শারিরীক শক্তিঃ পর্যাপ্ত ঘুম, সুন্দরভাবে ঘুমানোর জন্য আধ্যাত্মিক ও শারিরীক পরামর্শ , ন্যাপ, রোজা রাখা, পুষ্টি ও প্রোডাক্টিভিটি।
অধ্যায় পঞ্চমঃ সামাজিক প্রোডাক্টিভিটির অর্থাৎ সমাজ কল্যাণমূলক কাজ করা।
শেষের কয়েক অধ্যায়ে মিশন ভিশনের সাথে প্রোডাক্টিভিটির সম্পর্ক এবং কিভাবে প্রোডাক্টিভিটির অভ্যাস গড়ে তুলবেন, রামাদান ও প্রোডাক্টিভিটি, মৃত্যুর পরেও প্রোডাক্টিভিটি সেগুলো আলোচনা করা হয়েছে।
খুবই চমৎকার দিকনির্দেশনামূলক একটি বই, প্রতি অধ্যায়ের শেষে সারাংশ এবং পরিচ্ছেদের শেষে করণীয় কাজ সমূহ দেয়া আছে। আমি মাঝেমাঝেই বইটি খুলে দেখি যখন আমার প্রোডাক্টিভিটিতে ঘাটতি পরে।
——-
Book: The Productive Muslim: Where Faith Meets Productivity
Author: Faris Mohammad
Price: 19 $; I took the Nilkhet version ( 120 – 150 tk )
Publisher: Claritas Books
গার্ডিয়ান প্রকাশিত অনুবাদ ও পাওয়া যায় বাজারে।
9 may , 2022