Tafsire Usmani – তাফসীরে উসমানী

কুরআনের মুক্তো সংগ্রহ করুন উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীরগ্রন্থ থেকে

 

কুরআনের একেকটি তাফসীর স্বতন্ত্র বৈশিষ্ট্যে পরিপূর্ণ। কুরআন এমন এক গভীর সমুদ্র, যার তলদেশে মণিমুক্তোর শেষ নেই। আর সেই মণিমুক্তোর একেকটি অংশের দেখা আপনি পাবেন একেকটি তাফসীরে। উপমহাদেশের প্রখ্যাত দুই আলেমে দ্বীনের হাতে রচিত ‘তাফসীরে উসমানী’ এমনই এক মুক্তোর আধার। 
শাইখুল হিন্দ লিখিত কুরআনের তরজমা ও সূরা ফাতিহা, বাক্বারাহ ও নিসার তাফসীর এবং শাইখ শাব্বির আহমদ উসমানী লিখিত সূরা আলে ইমরান ও সূরা মায়েদা থেকে নাস পর্যন্ত তাফসীর—এই নিয়ে তাফসীরে উসমানীর ৩টি খণ্ড। কুরআনের এই অসাধারণ তাফসীরটির বঙ্গানুবাদের ভূমিকা লিখে দিয়েছেন শাইখ আবদুল মালেক। তাফসীরটির অনুবাদ ও অনুবাদক সম্পর্কে উচ্চ প্রশংসা করেছেন মুফতি তাকি উসমানী। বাংলা ভাষায় এই তাফসীরটির পূর্ণাঙ্গ ও পরিমার্জিত অনুবাদটি সঠিক ও সাবলীল করার পাশাপাশি ভাষাগত বিশুদ্ধতায়ও যাতে পূর্ণাঙ্গতা লাভ করে, সেজন্য এই অনুবাদগ্রন্থের ভাষা সম্পাদনা সাধিত হয়েছে ড. কাজী দীন মুহাম্মদের হাতে। 
কুরআনের নির্ভরযোগ্য ব্যাখ্যা বিশ্লেষণ সমৃদ্ধ এই তাফসীরটি হতে পারে কুরআনের ইলম সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?