বাংলা সাহিত্যঃ শামসুর রহমান

শামসুর রহমানকে বলা হয় বাংলাদেশের নাগরিক কবি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তার ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি খ্যতির শিখরে পৌচগান।

তিনি রোমান্টিকতা আর সমাজমনস্কতার মিশ্রণ ঘটিয়ে এক নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। তাই তাকে বলা হয় আধুনিক কবি।

শামসুর রহমান সম্পর্কে বিসিএস, ব্যাংক ও অন্যান্য সরকারি চাকরির পরিক্ষায় প্রায়ই প্রশ্ন থাকে। আসুন জেনে নেয়া যাক তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর।

শামসুর রহমান

শামসুর রহমানের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ

  • প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
  • রৌদ্র করোটিতে (১৯৬৩)
  • বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)
  • নিজ বাসভূমে (১৯৭০)
  • বন্দী শিবির থেকে (১৯৭২)
  • ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)
  • বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
  • উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩)
  • এক ফোঁটা কেমন অনল (১৯৮৬)
  • দেশদ্রোহী হতে ইচ্ছে করে (১৯৮৬)
  • বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)
  • স্বপ্নে ও দুঃস্বপ্নে বেচে আছি (১৯৯৯)

তার প্রকাশিত মোট কাব্যগ্রন্থ ৬৬ টি।

প্রবন্ধ

  • আমৃত্যু তাঁর জীবনানন্দ (১৯৮৬)
  • কবিতা এক ধরনের আশ্রয় (২০০২)

উপন্যাস

  • অক্টোপাশ (১৯৮৩)
  • অদ্ভুত আঁধার এক (১৯৮৫)
  • নিয়ত মন্তাজ (১৯৮৫)
  • এলো সে অবেলায় (১৯৯৪)

শামসুর রহমান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

  • শামসুর রহমান কবে জন্মগ্রহণ করেন? 
    • ২৪শে অক্টোবর, ১৯২৯
  • তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
    • পুরান ঢাকার মাহুতটুলি
  • শামসুর রহমানের ডাক নাম কী?
    • বাচ্চু
  • তার পৈতৃক নিবাস কোন জেলায়?
    • নরসিংদী 
  • মুক্তিযুদ্ধকালে তিনি কোন ছদ্মনামে কবিতায় লিখতেন?
    • মজলুম আদিব (বিপন্ন লেখক)
  • তিনি মূলত কী হিসেবে পরিচিত?
    • আধুনিক কবি
  • ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
    • শামসুর রহমান
  • তিনি কোন পেশায় তার কর্মজীবন আরম্ভ করেন?
    • রেডিও পাকিস্তানে অনুষ্ঠান প্রযোজক
  • শামসুর রহমান কী কী পুরষ্কার লাভ অনেক?
    • আদমজি পুরস্কার (১৯৬৩)
    • বাংলা একটি পুরস্কার (১৯৬৯)
    • একুশে পদক ((১৯৭৭)
    • স্বাধীনতা পুরষ্কার (১৯৯১)
  • তাকে কোথায় সমাহিত করা হয়?
    • বনানী গোরস্থানে
  • কাকে বাংলাদেশের নাগরিক কবি বলা হয়?
    • শামসুর রহমান 
  • শামসুর রহমান পেশায় কী ছিলেন?
    • সাংবাদিক 
  • শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
    • প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
  • তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা কতটি?
    • ৬৬
  • তিনি কবে মৃত্যুবরণ করেন?
    • ১৭ই আগস্ট, ২০০৬

বাংলা সাহিত্যঃ লেখক পরিচিতি

👉 মীর মশাররফ হোসেন

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *