যেকোনো বিষয় সম্পাদনের পূর্বে সে বিষয়ের প্রস্তুতি যত সুন্দর হবে তত সহজ ও সফলভাবে তা সম্পাদন করা সম্ভব হবে। পড়ালেখা এমন একটি কাজ যেখানে ব্রেইন, মন এবং শরীর তিনটি বিষয় একসঙ্গে কাজ করে। এই তিন বিষয়ের কোনো একটি বিষয়ে অসুবিধা থাকলে সফলভাবে পড়ালেখা করা সম্ভব নয়। তাই ব্রেইন, মন ও শারীরিক প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।
–
বই: সাইন্স অব স্টাডি
লেখক: মাহমুদুল হক সিদ্দীক
প্রকাশনী: আহবাব পাবলিকেশন
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?