Prottabortito Nokkhtro – প্রত্যাবর্তিত নক্ষত্র : তাওহিদা তাবাসসুম | Tawhida Tabassum Books

বই : প্রত্যাবর্তিত নক্ষত্র

লেখক : তাওহিদা তাবাসসুম
প্রকাশনী : আয়ান প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক : আরিফ মাহমুদ
পৃষ্ঠা : 161, কভার : পেপার ব্যাক
আইএসবিএন : 9789849599876, ভাষা : বাংলা
একজন বন্ধু একটি বইয়ের সমান আর একজন ভালাে বন্ধু—একটি লাইব্রেরির সমান। বইয়ের গল্পগুলােতে ফুটে ওঠেছে আসল বন্ধুত্বের অনন্য উপাখ্যান! ইসলামিক বই যে শুধু গুরুগম্ভীর না হয়ে সৌম্য-দীপ্ত প্রাণােচ্ছলও হতে পারে তা তুলে ধরা আমার ক্ষুদ্র প্রচেষ্টার অংশ এই বই। প্রত্যাবর্তনের শুভ্র ছোঁয়ায় আচ্ছাদিত হােক প্রতিটি গুমােট হৃদয়’, বইটি যেন বারবার এই কথাটিই বলতে চায়। যে-ধর্মেরই মানুষ হও না কেন প্রকৃত ধার্মিক হও, নিজের ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে জানাে! যেধর্মেরই ধার্মিক হও না কেন, প্রকৃত ধার্মিক হলেই বুঝতে পারবে ইসলামই প্রকৃত ধর্ম! মনে রাখবে, একজন ভালাে ইমপ্লয়ার (নেতা) হওয়ার আগে একজন ভালাে মানুষ হতে হবে, আর যে একজন ভালাে মানুষ সে নিঃসন্দেহে একজন ভালাে ইম্প্লয়ারও! ‘আল্লাহর সাথে প্রেম এক বিস্ময়কর পবিত্র নেশা’—এই বইয়ের প্রধান আলােকপাত। প্রতিটি প্র্যাকটিসিং মানুষের জন্য বইটি হবে প্রেরণার বাতিঘর! সে-আশায়, সে-প্রত্যাশায়… তাওহিদা তাবাসসুম
“হে মুমিনগণ! তােমাদের দায়িত্ব তােমাদেরই ওপর। তােমরা যদি সৎপথে পরিচালিত হও তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তােমাদের কোনাে ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তােমাদের প্রত্যাবর্তন; তারপর তােমরা যা করতে তিনি সে সম্বন্ধে তােমাদেরকে অবহিত করবেন।’ এ-আয়াতের শব্দার্থ দ্বারা বাহ্যত বােঝা যায় যে, প্রতিটি মানুষের পক্ষে শুধু নিজের কর্ম সংশােধনের চিন্তা করাই যথেষ্ট; অন্যরা যা ইচ্ছা করুক, সেদিকে ক্ৰক্ষেপণের কোনাে প্রয়ােজন নেই; অথচ এ বিষয়টি কুরআনের যেসব আয়াতে ‘সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করা’-কে ইসলামের একটি মৌলিক কর্তব্য এবং মুসলিমজাতির এক অনন্য বৈশিষ্ট্যরূপে সাব্যস্ত করা হয়েছে, তার পরিপন্থি। 
এ-কারণেই আয়াতটি নাজিল হলে কিছু লােকের মনে প্রশ্নোদা হয়। তারা রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আয়াতটি ‘সৎকাজে আদেশ দান’-এর পরিপন্থি নয়। তােমরা যদি সৎকাজে আদেশ দান” পরিত্যাগ করাে, তবে অপরাধীদের সাথে তােমাদেরকেও পাকড়াও করা হবে।” 
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ভাষণে বলেন, তােমরা আয়াতটি পাঠ করে এর অপপ্রয়ােগ করছে। জেনে রেখাে, আমি নিজে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি [১] বা মায়িদা, আয়াত : ১০৫ [২] তাফসিরে ইবনে কাসির : ৩/২১৯।
আল্লাহ তাআলা সত্বরই তাদেরকেও অপরাধীদের অন্তর্ভুক্ত করে আজানে নিক্ষেপ করবেন। অর্থাৎ, “তােমরা স্বীয় কর্তব্য পালন করতে থাকো৷ সৎকাজে আদেশ দানও এ কর্তব্যের অন্তর্ভুক্ত। এগুলাে করার পরও যদি কেউ পথভ্রষ্ট থেকে যায়, তবে তাতে তােমাদের কোনাে ক্ষতি নেই।
শব্দে চিন্তা করলে এ তাফসিরের যথার্থতা ফুটে ওঠে। কেননা এর অর্থ হলাে, যখন তােমরা সঠিক পথে চলতে থাকবে, তখন অন্যের পথভ্রষ্টতা তােমাদের কোনাে ক্ষতি করবে না’। একথা সুস্পষ্ট যে, যেব্যক্তি সৎকাজে আদেশ দান’-এর কর্তব্যটি বর্জন করে, সে সঠিক পথে চলমান নয়। সাইদ ইবনুল মুসাইয়িদ রাহিমাহুল্লাহ বলেন, ‘যদি সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধ করাে, তাহলে কেউ পথভ্রষ্ট হলে, তাতে তােমার কোনাে ক্ষতি নেই যখন তুমি হিদায়াতপ্রাপ্ত হলে।
কিছু লােকের মনে বাহ্যিক এই শব্দাবলির কারণে সংশয়ের সৃষ্টি হয় যে, নিজেকে সংশােধন করে নেওয়াই যথেষ্ট; সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা দেওয়ার কোনাে প্রয়ােজন নেই; কিন্তু এ ধারণা সঠিক নয়; কারণ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ। যদি একজন মুসলিম এই ফরজ বিধান পরিত্যাগ করে, তাহলে পথভােলাকে কে পথ দেখাবে? এই কাজ পরিত্যাগ করলে কেউ কি সৎপথে থাকতে পারে? অথচ কুরআন শর্তারোপ করেছে—যদি তােমরা সৎপথে পরিচালিত হও তবে। আয়ারে সঠিক ভাবার্থ হলাে, তােমাদের বুঝানাে সত্ত্বেও যদি তারা পাপ থেকে বিরত না থাকে এবং সৎপথ অবলম্বন না করে, তাহলে এক্ষেত্রে তােমাদের কোনাে দোষ নেই; বরং তােমরা হবে হিদায়াতপ্রাপ্ত আর তারা হবে পথভ্রষ্ট। অবশ্য একটি অবস্থায় অসৎকাজে বাধা দেওয়া থেকে বিরত থাকা বৈধ, যদি কেউ সে-কাজে নিজের মধ্যে দুর্বলতা পায় এবং জীবননাশের আশঙ্কা থাকে, তাহলে এই অবস্থায় তাতে….
[৩] সুনানু আবি দাউদ, হাদিস : ৪৩৪১; সুনানুত তিরমিজি, হাদিস : ৩০৫৮; সুনানু ইবনি মাজাহ,
[৮] তাফসিরে ইবনে কাসির : ৩/২১৯। তাফসিরে ইবনে কাসির : ৩/২১৫।
—যদি পেতে চান এই বিপর্যস্ত সমাজে একটি সুখী জান্নাতি জীবন।
—যদি পেতে চান চতুর্দিক কোনঠাসা এই সমাজে একটি প্রশান্তির জীবন।
—যদি পেতে চান এই পাপ-পঙ্কিল আবহে একটি পুণ্যময় জীবন।
—যদি পেতে চান এই বৈর প্রবাহে একটি মৈত্রী জীবন।
—যদি পেতে চান সবকিছু হারিয়েও একটি সাফল্য-জীবন।
—যদি পেতে চান বর্তমান কলুষিত সমাজে একটি নিষ্কলুষ সুন্দর সুখময় জীবন৷ দিবা-নিশিতে আপনার উত্তম সঙ্গী হয়ে থাকবে এই বই৷ আঁধার কাটিয়ে আলোতে আসীন হতে আপনার সহযোগী হবে এই বই; হবে আপনার ক্লান্ত জীবনের স্বচ্ছন্দ সরস পাঠ। গল্পের ভুবনে শব্দের লুকোচুরিতে খুঁজে পাবেন মহামহিম রবের ডাক। এই বই হবে সহায়
—জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার, প্রত্যাবর্তনের পথে সওয়ার হওয়ার
Prottabortito Nokkhtro Hardcover : – Wafilife Link

Read More Prottabortito Nokkhtro Short PDF Copy

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?