নবীজির সংসার ﷺ
#৩ বেস্টসেলার পরিবার ও সামাজিক জীবন
লেখক : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ
বিষয় : পরিবার ও সামাজিক জীবন, নবীজির সীরাহ বিষয়ক সেরা বইগুলো, বিয়ে
অনুবাদ: আয়াতুল্লাহ নেওয়াজ
পৃষ্ঠা: ১৬৭
হার্ড কভার।
উমার রাযি. বলেন, “আমরা কুরাইশরা স্ত্রীদের ওপর প্রভাবশালী ছিলাম, কিন্তু মদীনায় এসে দেখলাম, এখানে স্ত্রীরা স্বামীদের ওপর প্রভাব বিস্তার করে রাখে। আমাদের স্ত্রীরা তাদের দেখে এসব শিখতে লাগল। একদিন আমি আমার স্ত্রীর ওপর রেগে গেলাম এবং আমার স্ত্রী আমার সাথে তর্ক করতে লাগল। আমি আরও রেগে গেলাম। তার তর্ক করা আমার একদমই সহ্য হলো না। (এটা দেখে) সে আমাকে বলল, “আমার কথার পিঠে কথা বলা আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু আল্লাহর শপথ, রাসূলুল্লাহর স্ত্রীরা তার কথার পিঠে কথা বলে। এমনকি কেউ কেউ তো রাত না হওয়া পর্যন্ত সারাদিন রাসূল * থেকে দূরে থাকে।’ আমি (এ-কথা শুনে) দ্রুত (আমার মেয়ে) হাফসার সাথে দেখা করতে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, ‘তোমাদের কেউ কি নবীজির কথার পিঠে কথা বলে?’ সে উত্তর দিল, ‘হ্যাঁ।’ তারপর জিজ্ঞেস করলাম, ‘তুমি কখনো রাত না আসা পর্যন্ত তার থেকে নিজেকে সারা দিন পৃথক রাখ?’ সে উত্তর দিল, “হ্যাঁ।”
ইবনে হাজর রাহ. বলেন, “এই রেওয়ায়েত প্রমাণ করে যে, নারীদের সাথে কঠিন আচরণ করা নিন্দনীয়। কারণ, নবীজি নারীদের সঙ্গে ব্যবহারে আনসারদের প্রথা মেনে নিয়ে তার নিজের লোকদের (কুরাইশ) প্রথা ছেড়ে দিয়েছিলেন। এ থেকে আরও বোঝা যায় যে, স্ত্রীর সাথে ধৈর্যসহ আচরণ করা উচিত এবং তার ভুলগুলো ক্ষমা করে দেওয়া উচিত; কিন্তু সেটি যদি আল্লাহর অধিকার হয়, তবে তা ভিন্ন কথা।”
________________________
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?