- Title গথ
- Author অৎসুইশি
- Publisher বাতিঘর প্রকাশনী
- Quality হার্ডকভার
- ISBN 9789848729410
- Edition 1st Published, 2018
- Number of Pages 270
- Country বাংলাদেশ
- Language বাংলা
গথিক থেকে গথ শব্দের উৎপত্তি, এর অর্থ হরর বা অস্বাভাবিক এ জাতীয় কিছু। জাপানিজ লেখক অৎসুইশির লেখা দারুণ এক সাইকো থ্রিলার উপন্যাস। অবশ্য বইয়ের জনরা নয়, বরং লেখকের নাম শুনেই বইটা পড়ার আগ্রহ জাগে। পড়ার পর মনে হলো এটা নিয়ে রিভিউ না দিলে শান্তি পাবো না-
- বই- গথ
- লেখক- অৎসুইশি
- অনুবাদ- কৌশিক জামান
- প্রকাশনা- বাতিঘর প্রকাশনী
- Personal rating: 9/10
স্কুলের সবচেয়ে অদ্ভুত মেয়ে মোরিনো। তার আচরণ অন্য দশটা স্বাভাবিক মেয়ের মতো নয়। সবার থেকে নিজেকে আড়াল করে রাখে সে। নৃশংস খুনের ঘটনার প্রতি রয়েছে মোরিনোর বিশেষ আগ্রহ।
তবে এই আগ্রহ শুধু তার একার না, মোরিনোর এক ক্লাসমেটও (গল্পের কথক) আছে, তার একমাত্র বন্ধু যার সাথে সে এসব বিষয়ে কথা বলে। মূলত মোরিনোর বন্ধুর জবানিতেই গল্প ধারাবাহিকভাবে এগিয়ে যায়।।
তাদের শহরে সিরিয়াল কিলিং নিয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটতে থাকে। মেয়েদের খন্ড বিখন্ড লাশ গাছে পেরেক মেরে রাখা, মানুষের হাত কেটে সংগ্রহ করার ফ্যান্টাসি, কফিনে পুরে জ্যান্ত মাটির নীচে দাফন এরকম ভিন্ন ভিন্ন ছয়টি কাহিনির সমন্বয়ে বইটি সাজানো।।
মোরিনো আর তার বন্ধু এই ঘটনাগুলো নিয়ে তদন্ত শুরু করে। বিশেষ করে মোরিনোর বন্ধু, সবার অজান্তেই নিজেকে এসবের সাথে জড়ায়। তবে তার উদ্দেশ্য খুনিদের ধরিয়ে দেওয়া নয়, বরং তাদের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝার চেষ্টা করা। কোথায়? কিভাবে? বা কেন খুনি এগুলো করে সেটা জানাই তার আগ্রহ।।
ব্যক্তিগতভাবে এই বইটি আমার কাছে দারুণ লেগেছে। অৎসুইশি সবগুলো গল্পই চমৎকার সাসপেন্স রেখে বর্ণনা করেন। এবং প্রত্যেকটার লাস্টের টুইস্ট আপনাকে দূর্দান্ত থ্রিলিং ফিল দিবে। কিছু কিছু জায়গায় পড়ার সময় গা ছমছমে একটা হরর ফিলও পাবেন। বিশেষ করে বলতে হয় বইয়ের শেষ গল্পের কথা, সিম্পল একটা টুইস্ট তবে সেটা যে এমন সারপ্রাইজিং হবে তা আমার কল্পনাতেও আসে নি।।
২০০৩ সালে গথ জাপানের সম্মানজনক পুরষ্কার “হনকাকু মিস্ট্রি এ্যাওয়ার্ড” জিতে নেয়। মূলত গথ দিয়েই অৎসুইশি পাঠক মহলে জনপ্রিয় হয়ে উঠেন। বর্তমানে জাপানিজ সেরা থ্রিলার লেখকদের তালিকায় শুরুর দিকে তার অবস্থান।।
বইটি অনুবাদ করেছেন কৌশিক জামান। তার অনুবাদের কাজ যথেষ্ট ভালো মানের হয়েছে। বিশেষ করে তাকে ধন্যবাদ দিতে হয় চমৎকার এই বই অনুবাদ করে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য পড়ার সুযোগ করে দেওয়ায়।।
সর্বশেষ বলতে হয় আপনি যদি থ্রিলার লাভার হয়ে থাকেন তাহলে গথ বইটি আপনার জন্য। এটি পড়ুন এবং মোরিনোদের সাথে এক অদ্ভুত জার্নিতে নেমে পড়ুন।।
Happy reading & PDF Download Link
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?