বইয়েরর নামঃ তাওবাহর গল্প।
বইটির লেখকঃ রাজিব হাসান।
পৃষ্ঠা সজ্জাঃ মাহামুদুর রহমান।
প্রচ্ছদঃ আবুল ফাতাহ।
প্রকাশনীঃ আযান প্রকাশনী।
বইটির মুল বিষয়ঃসৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক স্থাপনের প্রয়াস।
বইটির লেখকঃ রাজিব হাসান।
পৃষ্ঠা সজ্জাঃ মাহামুদুর রহমান।
প্রচ্ছদঃ আবুল ফাতাহ।
প্রকাশনীঃ আযান প্রকাশনী।
বইটির মুল বিষয়ঃসৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক স্থাপনের প্রয়াস।
পাঠকের অনুভুতিঃআমার চোখে বইটি অসাধারণ।বইটিতে ৪২টি গল্প আছে।যা অনুপ্রেনামুলক,আশাব্যঞ্জক, চেতনা উদ্রেককারী।কীভাবে গুনাহগার বান্দারা নিজেদের ভুল বুঝেছেন,ভেংগেছেন পাপের পাহাড়, ফিরেছেন তার সবচেয়ে আপন,প্রিয়,নিজ মালিকের নিকট।আরও আছে তাওবা কবুলের শর্ত,উপায়,সতর্ক ইত্যাদি ইত্যাদি।বান্দার প্রতি আল্লাহ তা’য়ালার কি মুহাব্বত, গভীর মমতা তা বইটি পড়ে গভীরভাবে অনুভব করা যায়।জীবন পাল্টে দেয়ার মতো একটি বই এটি।বইটিতে প্রচুর রেফারেন্স আছে।সচেতন পাঠক মাত্রই এর গুরুত্ব বুঝবেন। থাক আর না বলি,কিছু তৃষ্ণা থেকে যাক।বই পিপাশার্তরা বইটি কিনে নিবেন আশা করি।
বইটির মুল্যঃ২২০ টাকা।( বইয়ের ভেতরের লিখা অনুযায়ী। বিশেষ ছাড়েও বইটি পাওয়া যায়।)
বইটি কারা পড়বেনঃসকল গুনাহগার উম্মত।অর্থাৎ সবাই পড়তে পারবেন।যেহেতু আমরা সবাই গুনাহগার।
কেন পড়বেনঃবইটি আপনাকে আল্লাহর দয়া হতে হতাশ বা নিরাশ না হতে অনুপ্রেরণা দিবে।আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালবাসে তা অনুভব করতে পারবেন।আপনাকে আল্লাহ তা’য়ালার সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করবে।
শেষ কথাঃসব মিলিয়ে বইটি অসাধারন।আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে ও ব্যাপক উপকারী হবে।
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?