বইয়ের নাম: প্রোডাক্টিভ রামাদান
লেখক: মুহাম্মদ ফারিস,আলী হাম্মুদা
প্রকাশনী:মাকতাবাতুল আসলাফ।
Tasnova Ulfah(review all credit)
আসছে রামাদান_____________________________
রাসুলুল্লাহ (সঃ) বলেন~”যখন রামাদানের প্রথম রাতটি আসে,তখন শয়তান এবং বিদ্রোহী জ্বিনদেরকে শিকলবন্দী করে ফেলা হয়।”
একই হাদিসে রাসুলুল্লাহ(সঃ) বলেন~আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটা দরজাও খোলা থাকে না।ওদিকে জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হয় আর একটা দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না।”
সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা রামাদানের শুরুর সময়টা একে অন্যকে পাঠিয়ে নিজেকে সওয়াব প্রাপ্তি বান্দা ভাবি অতচ আমার নিজের কি কোনো পরিকল্পনা আছে রামাদান নিয়ে? নাকি সারাদিন ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ইউটিউবে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করে দিব প্রত্যেকবারের মতো এবারও। নাহ আর নয়! অপ্রয়োজনে এসবের পিছনে সময় নষ্ট করাকে না বলি।
রামাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত।প্রত্যেক প্র্যাক্টিসিং মুসলিম এই মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।কিন্তু আমরা যদি পরিকল্পনা না করি রামাদানের সকল ইবাদতে নিজেকে প্রোডাক্টিভ রাখার তাহলে প্রথমদিকে খুব মনোযোগী থাকলেও পরে আলসেমি এসে যায়।তাই প্রয়োজন রামাদানের প্রস্তুতি, লক্ষ্য,পরিকল্পনা ও রুটিন।
রামাদানে সাওম অবস্থায় যদি আমরা ইফতারের খাবারের আয়োজন নিয়ে ভাবতে থাকি তাহলে খিদায়,তৃষ্ণায় শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।
আবার আমরা অনেকে এমন করি যে সময় কাটছে না করে করে অস্থির হয়ে যায়।মনোভাব বদলাতে হবে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমার গুরুত্বপূর্ণ সূরার দুটো আয়াত মুখস্থ করতে হবে,আমাকে কোরআন আরো সঠিক ও সাবলীলভাবে পড়া শিখতে হবে,পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজে নিজেকে অভ্যস্ত করতে হবে,সবচেয়ে শক্তিশালি নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ।সুতরাং রামাদানের একমাসটাকে নিজের জন্য প্রস্তুত করে নিতে হবে আল্লাহর নিকটে আসার।
আবু হুরায়রাহ(রা:) থেকে বর্ণিত,রাসুলুল্লাহ(স:) বলেন, “যে রামাদানের রাতগুলো ঈমান সহকারে ও পুরস্কারের আশায় সালাতের মধ্যে কাটাবে এবং যে কদ্দরের রাত ঈমান সহকারে ও পুরস্কারের আশায় সালাতের মধ্যে কাটাবে,তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে” সুবহানাল্লাহ
আমাদের নিজের হৃদয় ও মন দুটোকেই সজাগ রাখা জরুরি।আল্লাহ দেখতে চান তাঁর বান্দারা পুরস্কারের আশায় উদগ্রীব হয়ে কাজ করে যাচ্ছে,উদ্দেশ্যহীনভাবে শুধু শারীরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে না।
বোনেরা ভাইয়েরা আমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে আমাদের আমলি বসন্তের জন্য প্রিয় রামাদানের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা ইসলামের এই মাসটাকে এতো বেশি পুরস্কার আর সুযোগ দিয়ে ভরিয়ে রেখেছেন যে আর কোন মাসকে তেমনটা রাখেন নি।
Your PDF is loaded please wait some time….
বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?