boi:- Nirmol Jibon By Imran Raiyan(বই: নির্মল জীবনলেখক: ইমরান রাইহান)

বই: নির্মল জীবন
লেখক: ইমরান রাইহান
পৃষ্ঠা সংখ্যা ১৯২
মূদ্রিত মূল্য ৩৫০৳
প্রি-অর্ডার মূল্য ১৫০৳
_________________________________________

boi:- Nirmol Jibon By Imran Raiyan pdf download(বই: নির্মল জীবনলেখক: ইমরান রাইহান)

মৃত্যু কত কাছে
মাগরিবের পর মাঠে একজনের জানাজা পড়লাম। পরিচিত ছিলেন, কয়েক বছর আমরা তার বাসায় ভাড়া ছিলাম। বয়স হয়েছিল চল্লিশের মতো, পিতার রেখে যাওয়া অঢেল সম্পদ ছিল, উপার্জনের পেছনে ছুটতে হয়নি কখনো। সুস্থই ছিলেন।

গতরাত নয়টার দিকে ল্যাব এইডে গেলেন এক অসুস্থ বন্ধুকে দেখার জন্য। সেখানে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লেন। দ্রুত ইমার্জেন্সিতে পাঠানো হলো। পরে পাঠানো হলো আইসিইউতে৷ কয়েক ঘণ্টা সেখানে থেকে আজ সকালে ইনতেকাল করলেন তিনি।

এলাকায় পরিচিত ছিলেন, জানাজায় অনেকেই এসেছিলেন। জানাজায় দাঁড়িয়ে মনে পড়ল, গতকাল এই সময়ে তিনি জীবিত ছিলেন। হয়তো তিনি শহরের ডেঙ্গু সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন, অথবা মহল্লার যানজট নিয়ে। কিন্তু আজ এ সময় পৃথিবীর সকল চিন্তা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

গিয়েছিলেন একজন অসুস্থ মানুষকে দেখতে৷ তখন কি জানতেন আর ঘরে ফেরা হবে না তার? মা, স্ত্রী কারও থেকেই বিদায় নিয়ে যাননি। জানতেন আবার ফেরা হবে ঘরে। হয়তো পরবর্তী দিনের কর্মসূচিও ভেবে রেখেছিলেন। জানাজায় কয়েকজন বলাবলি করছিল, সে এত দ্রুত চলে যাবে ভাবতেও পারিনি। তাদের কথাটা একটা চিন্তার প্রতিনিধিত্ব করে। যে চিন্তা আমরা সবাই ই কমবেশি লালন করি। চিন্তাটা হলো, মৃত্যু বৃদ্ধ বয়সের ব্যাপার। মোটামুটি ৬০/৭০ বছর বয়স হবে, শরীর দুর্বল হবে, তখন কদিন রোগে ভুগে মানুষ মারা যাবে।

একদিন মৃত্যু হবেই, এ বিষয়ে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু এক সেকেন্ড পরেও যে মারা যেতে পারি, কিংবা যে কাজ করছি তা সমাপ্ত করার আগেই মৃত্যু হতে পারে সে অনুভূতি আমাদের মধ্যে খুব কমই কাজ করে। ফলে আমাদের দৈনন্দিন জীবন চলতে থাকে আগের মতো এক অনর্থক চক্রে। আমরা আশা করি, আরও কিছুদিন পরে সব ঠিক করে ফেলব, কিন্তু আরও কিছুদিন সময় পাব কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই।

হাম্মাদ ইবনু সালামাহ সম্পর্কে আবদুর রহমান বিন মাহদি বলেছিলেন, যদি হাম্মাদকে বলা হতো, আপনি আগামীকাল মারা যাবেন, তবুও তার সুযোগ ছিল। না নিজের প্রতিদিনের আমলে নতুন কিছু সংযুক্ত করবেন। (১০২)
অর্থাৎ তিনি মৃত্যুর জন্য সদাপ্রস্তুত ছিলেন। প্রতিদিনের আমলের রুটিনও সেভাবেই তৈরি করে নিয়েছিলেন।

আমরা যে জীবন উপভোগ করছি তা একটি সুযোগমাত্র। এ সুযোগ রবের দিকে প্রত্যাবর্তনের, এ সুযোগ নিজের পাপাচারকে বিসর্জনের। মৃত্যুর আগমনের সাথে সাথে এ সুযোগ বন্ধ। মৃত্যু কেড়ে নেয় সকল ভালোবাসা ও ঐশ্বর্য। খলিফা ওয়াসিক বিল্লাহ মৃত্যুর সময় দুহাত তুলে বলেছিলেন, হে মহান সত্তা, আপনার রাজত্ব কখনো শেষ হবে না। আপনি দয়া করুন ওই ব্যক্তির ওপর যার রাজত্ব (১০৩) শেষ হয়ে গেছে।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের পরিচয় লাভ করেছে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করেছে। (১০৪)
মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হাতে সময় আছে প্রত্যাবর্তনের। কিন্তু আমরা জানি না এই সময়সীমা কতক্ষণ। মৃত্যু আসতে পারে যেকোনো সময়ে। আর তাই আমাদের পরিবর্তনটাও দরকার ঠিক এই মুহূর্তেই।
বই: নির্মল জীবন
লেখক: ইমরান রাইহান
_________________________________________

নির্মল জীবন—
একটি আত্মপরিচর্যামূলক সংকলন। আত্মার পরিচর্যা করতে গিয়ে যেসব প্রশ্ন, অনুসন্ধান ও জিজ্ঞাসার মুখোমুখি হয় মানুষ, সেসবের জবাব খোঁজা হয়েছে এতে। সুনির্দিষ্ট কোনো বিষয়ে নয়; বরং নিজের কিছু স্মৃতি, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা তুলে ধরতে চেয়েছেন লেখক। প্রতিটি আলোচনার সাথে যুক্ত হয়েছে প্রাসঙ্গিক আয়াত, হাদিস, সালাফের বক্তব্য ও ইতিহাসের ঘটনাবলি। পাঠক খুঁজে পাবেন জীবনকে নিষ্কলুষ ও নির্মল করে গড়ে তোলার কিছু জরুরি উপাদান।

সর্ট পিডিএফ লিংক
https://tinyurl.com/sruv784w

বইপাও থেকে আপনি আর কি কি কন্টেন্ট পেতে চান?