বিসিএস প্রিলি বইয়ের তালিকা – বিসিএস প্রস্তুতি

বিসিএস পরীক্ষার প্রস্ততি হতে হবে গোছালো। আমরা অনেকেই প্রচুর পড়াশোনা করি কিন্ত আশানুরুপ ফল পাইনা। এলোমেলো পড়ালেখা করে আসলে বিসিএসের মত একটা পরীক্ষায় সফলতা পাওয়া সম্ভব না। তাই প্রথমে আমাদের জানতে হবে – কি পড়তে হবে? এটার জন্য পিএসসির একটি নির্দিষ্ট সিলেবাস দেয়া আছে। সিলেবাস সম্পর্কে খুব ভাল ধারনা থাকতে হবে। তাই বিসিএস প্রিলি বইয়ের তালিকা জানার আগে আপনার কাজ হবে সিলেবাস সম্পর্কে ভাল ধারণা নেয়া। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, একটি ডাইজেস্ট বই কিনে পুরোপুরি পড়ে ফেলুন। কারণ একটা ডাইজেস্ট এ সিলেবাস অনুসারে সকল বিষয়ের সংক্ষিপ্ত নোটস দেয়া থাকে। এটা পড়ে আপনি জানতে পারবেন আপনাকে কি কি পড়তে হবে। এরপরে বিস্তারিত প্রস্তুতি নিন।

বিসিএস প্রিলি বইয়ের তালিকা

বিসিএস প্রিলি বইয়ের তালিকা

চলুন দেখে নেই ২০০ নম্বরের বিসিএস প্রিলি পরীক্ষার জন্য কী কী বই পড়তে হবেঃ

বিষয়বইয়ের নাম
বাংলা (৩৫)শীকর – মোহসিনা নাজিলা/ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর/ অগ্রদূত বাংলা যেকোনো একটি + ৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যকরণ
ইংরেজি (৩৫)মাস্টার – জাহাঙ্গির আলম / এমপি থ্রি / যেকোনো প্রকাশনীর গাইড বই + ৯ম-১০ম শ্রেণীর ইংরেজি গ্রামার বোর্ড বই
বাংলাদেশ বিষয়াবলি (৩০)জর্জ এমপি থ্রি/ বেসিক ভিউ(বাংলাদেশ + আন্তর্জাতিক + ভূগোল + নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন একসাথে)
আন্তর্জাতিক বিষয়াবলি (২০)জর্জ এমপি থ্রি/ বেসিক ভিউ
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা (১০)জর্জ এমপি থ্রি/ বেসিক ভিউ
গাণিতিক যুক্তি (১৫)খাইরুল’স বেসিক ম্যাথ/ টিউটর
মানসিক দক্ষতা (১৫)ওরাকল/ খাইরুল’স মেন্টাল এবিলিটি
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)সেলফ সাজেশন / ইজি কম্পিউটার
সাধারণ বিজ্ঞান (১৫)ওরাকল বিজ্ঞান/ এমপি থ্রি দৈনন্দিন বিজ্ঞান
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (১০)জর্জ MP3/ বেসিক ভিউ

আরও পড়ুনঃ
👉বাজেট ২০২১-২২ অর্থবছর
👉সাম্প্রতিক বিষয়াবলি – জুলাই ২০২২

কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১ঃ প্রথমে একটি ডাইজেস্ট পড়তে বলেছেন, কোনটি কিনবো?

বাজারে অনেক প্রকাশনীর ডাইজেস্ট আছে। যেকোনো একটি প্রকাশনীর বই দেখে কিনবেন। আগেই বলেছি, ডাইজেস্ট হচ্ছে সকল বিষয়ের সংক্ষিপ্ত নোট। এক্ষেত্রে আমার একভাবে নোট করতে ভালো লাগে, আপনার একভাবে ভাল লাগে। সব প্রকাশনীর বই ভাল। কিন্ত আপনার যেটি পড়তে ভাল লাগে, সেটি কিনবেন। দোকানে গিয়ে সবগুলো ডাইজেস্ট পড়ে দেখবেন, যেটার লেখা পড়তে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন সেটি কিনবেন।

প্রশ্ন ২ঃ তালিকায় উল্লেখিত বইগুলোই ভাল? এগুলোই কিনতে হবে?

১নং প্রশের উত্তরেই বলেছি, বাজারে অনেক প্রকাশনীর অনেক ভাল ভাল বই আছে। এগুলো আমার কাছে ভাল মনে হয়েছে। আপনি কিনবেন যে বইটি আপনার পড়তে ভাল লাগে। মনে রাখবেন পড়তে হবে আপনার। আপনি কারো পরামর্শ শুনে বই কিনলেন কিন্ত তার লেখার ধরণ আপনার পড়তে বিরক্তি লাগে। সেক্ষেত্রে পড়ায় মনোযোগ হারাবেন। তাই আপনার যে ধরণের লেখা পছন্দ সেই ধরণের বই কিনবেন। যদিও সব বইয়ে লেখার বিষয়-সিলেবাস সবই এক, কিন্ত একেকজনের উপস্থাপনের ধরণ ভিন্ন। তাই নিজের পছন্দে বই কিনুন।

(এই লেখাটি নিয়মিত আপডেট হবে, কোনো পরিবর্তন আসলে এখান থেকে জানতে পারবেন)

লেখাটি ভাল লাগলে শেয়ার করুন। আপনার সফলতা কামনা করছি।
ধন্যবাদ।

Leave a Reply 0

Your email address will not be published. Required fields are marked *