খিলাফতে রাশিদার পরের খিলাফতই ছিল বনু উমাইয়ার খিলাফত। নবিজি (সা.)-এর বর্ণিত খায়রুল কুরুন তথা সর্বোত্তম সময়ব্যাপী ছিল এর ব্যাপ্তি। খিলাফতে রাশিদার সেই সৌন্দর্য তাতে ছিল পুরোপুরি বিদ্যমান। এই খিলাফত ইসলামের বিজয়াভিযানে রেখেছিল যে ভূমিকা, জগৎ-ইতিহাসে তার কোনো উপমা নেই। পামিরের ছাদ থেকে নিয়ে স্পেনের সবুজ উপত্যকা পর্যন্ত এবং হিন্দুস্থান থেকে প্রায় সাইবেরিয়া পর্যন্ত ইসলামের বিস্তৃতি ঘটেছিল এ সালতানাতেরই খলিফাদের কল্যাণে।
.
উমাইয়া খিলাফতের সেই সোনালী ইতিহাস নিয়ে কালান্তরের নতুন আয়োজন ‘উমাইয়া খিলাফতের ইতিহাস’। মোট ৫ খণ্ডে সমাপ্ত এই সিরিজে উমাইয়া খিলাফতের সকল খলিফাদের জীবনী সহ সামগ্রিক ইতিহাস উঠে এসেছে। প্রতিটি বই লিখেছেন বর্তমান বিশ্বের বিখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মাদ সাল্লাবি।
.
এই সিরিজে যে ৫টি বই রয়েছে:
— মুআবিয়া ইবনু আবি সুফিয়ান রা.
— আবদুল্লাহ ইবনু জুবায়ের রা.
— আবদুল মালিক ইবনু মারওয়ান
— উমর ইবনু আবদুল আজিজ
— উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসিদের উত্থান
.
সবগুলো বই এক প্যাকেজে নিলে পাবেন ৩৭% স্পেশাল ডিস্কাউন্টে! এছাড়া বইগুলো আলাদাভাবেও অর্ডার করা যাবে।