বইঃ স্টুডেন্ট হ্যাকস।
লেখকঃ আয়মান সাদিক ও সাদমান সাদিক।
প্রকাশনীঃ অধ্যয়ন।
পৃষ্ঠাঃ ১৫৪ টি।
মূল্যঃ ৩০০ টাকা মাত্র৷
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি ২০১৯।
২৪ তম মুদ্রণঃ ফেব্রুয়ারি ২০১৯।
আপনি বইবাহিক সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন?
বইয়ের পাতায় চোখ বেশিক্ষণ আটকে রাখতে পারেন না?
আপনি কি নুইয়ে পরা, আশা হারিয়ে ফেলা, কিংকর্তব্যবিমুঢ় শিক্ষার্থী?
জি হ্যাঁ, ভাইয়ো! তবে বইটি আপনার জন্যই৷
তুমুল প্রতিযোগিতার এই যুগে তথাকথিত জিপিএ ৫ পাওয়ার ইঁদুর দৌড়ে ফেঁসে গিয়ে যারা শিক্ষা উদ্দেশ্যেই হারিয়ে ফেলেছেন তাদের জন্য ‘স্টুডেন্ট হ্যাকস’ অত্যন্ত উপকারী একটি বই।
বইটি পড়ার মাধ্যমে শিক্ষাব্যবস্থার প্রতি যাবতীয় রাগ, ক্ষোভ, অভিমান, বিরক্তি সব দূর হয়ে যাবে৷ আপনি ফিরে পাবেন আপনার হারিয়ে যাওয়া শেখার আগ্রহ ও জানার স্পৃহা।
বইটি দিকনির্দেশনাবিহীন শিক্ষার্থীদের পরীক্ষার আগে, পরীক্ষার সময়, পরীক্ষার পরে ও পরীক্ষার বাইরে নানা কর্মকাণ্ডের ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হয়েছে।
তবে আপনি যদি তুমুল মেধাবী শিক্ষার্থী হন তবে বইটি না পড়লেও তেমন কিছু আসবে যাবে না।
ব্যক্তিগত মতামতঃ আয়মান সাদিক আর সাদমান সাদিকের বিভিন্ন ভিডিও একত্র করে বইটি বানানো হয়েছে। তাই আপনি যদি তাদের ভিডিওগুলোর নিয়মিত দর্শক হন তাহলে বইটি পড়ার তেমন কোন প্রয়োজনীয়তা দেখছি না৷
তবে বইটি পড়ে আপনি অসাধারণ কিছু ধারণা ও পরিকল্পনা পাবেন।
লক্ষ্য করুনঃ আপনি যদি মনে করেন থাকেন বইটি পড়ে আপনি জিপিএ ৫.০০ পেয়ে যাবেন তবে বই কেনার টাকায় বার্গার খেয়ে ফেলুন৷